চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের চূড়ান্ত ঘোষণা দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক : সবকিছু নিশ্চিত হয়েছিল বেশ আগেই। বুধবার সময়সীমার শেষ দিনে এল চূড়ান্ত ঘোষণা। আনুষ্ঠানিকভাবে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দল চূড়ান্ত করার ঘোষণা দিল আইসিসি। আয়োজক ইংল্যান্ডসহ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, প্রথমবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড, ২০০২ সালের যৌথ শিরোপা জয়ী শ্রীলঙ্কা, আয়োজক ইংল্যান্ড ও গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা বাংলাদেশ এবং পাকিস্তান খেলছে এই আসরে। র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থেকে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম আসরের আয়োজক বাংলাদেশ সবশেষ এই টুর্নামেন্টে খেলেছিল ২০০৬ সালে, ভারতে। সেবার জিম্বাবুয়েকে হারালেও শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কোয়ালিফাইং রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। গত বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে খেলার পর দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টানা সিরিজ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। ২০১৭ সালের ১ থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ইংল্যান্ডেই অনুষ্ঠিত ২০০৪ সালের টুর্নামেন্টের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবার নির্দিষ্ট সময়সীমায় ৯ নম্বরে থাকায় খেলতে পারছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সীমা শেষ হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে আইসিসির পরবর্তী উল্লেখযোগ্য সময়সীমা আরেকটি ৩০ সেপ্টেম্বর। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৮ দলের ২০১৯ বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে। ওই বিশ্বকাপও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। খেলবে ১০ দল। র‌্যাঙ্কিং থেকে সরাসরি নিশ্চিত করা ৮ দলের পাশাপাশি বাকি ২ দল চূড়ান্ত হবে বাছাইপর্ব থেকে। ২০১৮ সালে বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *