বৃহত্তর সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু

প্রথম সেবা রিপোর্ট ॥ আবারো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা।
গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগের পরিবহন শ্রমিক ও মালিক ঐক্য পরিষদ।
পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন জেলা মোটর মালিক গ্রুপ সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়।
ফলে ওই সকাল থেকে হবিগঞ্জ-সিলেটসহ সকল অভ্যন্তরীণ রুটে বাস, ম্যাক্সিসহ মালিক শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন সকল যান চলাচল বন্ধ থাকবে।
শংখ শুভ্র রায় জানান, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সিলেট টার্মিনালে চাঁদাবাজি, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
তিনি বলেন, গত ১ মে সিলেটে মহান মে দিবসের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা প্রবেশ করে অটোরিকশা ভাংচুর করে। এরপর এ ঘটনায় থানায় পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়।
এই মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ধর্মঘটে বাসসহ সব ধরণের পরিবহন বন্ধ থাকবে বলে জানান তিনি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *