কৌতুক মোঃ তোফাজ্জল মিয়া

দুই ভিক্ষুক ও এক ছাত্রের মধ্যে কথোপকথন ছচ্ছে…
প্রথম ভিক্ষুক ঃ ছাত্র ভাই কোথায় যাচ্ছেন? একটুদাঁড়ান না..
ছাত্র ঃ আরে আমার সময় নেই , কি বলবেন বলুন?
দ্বিতীয় ভিক্ষুক ঃ এই ছেলে? আমরা কী লেখাপড়া করি নাই নাকি?
প্রথম ভিক্ষুক ঃ আরে! বিনা লেখাপড়ায় আমরা ভিক্ষার মত মহান পেশায় নেমেছি নাকি?
দ্বিতীয় ভিক্ষুক ঃ আরে তুই জেনে রাখিস, আমরা খুব শিক্ষিত! ইন্টার ফেল হলেও আমরা ডিগ্রি পাশ।
ছাত্র ঃ অযথা আবোল তাবোল না বকে আমাকে বিদায় দিন। আপনাদের মত ফালতু সময় আমার কাছে নেই।
দ্বিতীয় ভিক্ষুক ঃ তুই আবার আমাদের অশিক্ষিত বলছিস? বল তোর যোগ্যতা কী?
ছাত্র ঃ জানেন আমি বিয়ে পরিক্ষায় যাচ্ছি। আমার হাতে সময় নেই।
প্রথম ভিক্ষুক ঃ আরে এ কয় কী? সারা জীবন বাপ দাদা বিয়ে করলো পরীক্ষা দেয় নি,আর এখন বুঝি বিয়ে করতে পরীক্ষা দিতে হয়।
দ্বিতীয় ভিক্ষুক ঃ আরে এখন ত শুনছি ডিজিটাল যুগ রে। চল আমরা ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করি। ব্যাগ পত্তর রাখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *