Monthly Archives: October 2017

এবার ভ্রমণ ভিসা দেবে সৌদি আরব

প্রথমসেবা ডেক্সঃ নারীদের ওপর গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব।এ উপলক্ষে ইতিমধ্যে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, আপাতত গ্রুপভিত্তিক ভ্রমণ ভিসা দেয়া হবে। তবে এ ভিসা পেতে হলে অনুমোদিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করতে হবে। তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ মেম্বার জামাল আল ফাখরি বলেন, অনুমোদিত এজেন্সিগুলোর মধ্যে একটি হতে পারে তাবুক। এ ভিসা চালু হলে ভ্রমণপ্রিয়দের দারুণ গন্তব্য হবে সৌদি আরব। ভ্রমণ ভিসা চালু হলে সৌদি আরবে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে। সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুস্তম-আল-কুবাইশি বলেন, সৌদি আরবে অনেক দক্ষ কর্মী আছে। অনেক কর্মীরা বিদেশি ভাষা জানে। ভ্রমণ ভিসা চালু হলে ...

চুনারুঘাটে রোপা আমনে পোকা ॥ কৃষকেরা হতাশ

নাজিরুজ্জামান শিপন ॥ চুনারুঘাট উপজেলার কৃষকদের রোপা আমন ফসলে ব্যাপক ভাবে মাজরা সহ বিভিন্ন ধরনের পোকায় আক্রান্ত হচ্ছে। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বছরে ১৯ হাজার ২শ ৪৩ হেক্টর জমি আমন চাষাবাদের জন্য নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৮ হাজার ৬ শ হেক্টর জমি চাষাবাদ করা হয়। তথ্য প্রকাশ গত বছরের চেয়ে ১শ হেক্টর বেশী চাষ করা হয়েছে। কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার জানান চলতি মৌসুমে আবহাওয়ার অনুকূলে ও সময় মত বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষকরা চাষাবাদ বেশি করতে সক্ষম হয়েছে। একাধিক কৃষক এ প্রতিনিধি কে জানান, আমন ধানের চারা রোপনের কিছু দিন পর থেকেই মাজরা সহ নানা জাতিয় পোকায় আক্রান্ত জমি। বর্তমানে আমন ফসলে থোর আসতে শুরু করেছে। ...

কবিতা

কিবরীয়া ...... মোঃ সাইফুর রহমান আযানের সুরে ডাকে মুয়াজ্জিন, খোদার স্মরণ করি, মুহাম্মদ! সে তো আখেরি নবী, তাহার পথ ধরি। সত্য প্রচারে কোন এক কালে, গিয়াছে তায়েফ ময়দান, শত কষ্ট করে সহ্য, দিলো সত্যের আহ্বান। বৈরীর আঘাতে জর্জরিত, রঞ্জিত হলো বসন, কত ক্ষমতা পেয়েছিল কালে, ছাড়িয়া দিয়াছে আসন। কত পাপী-তাপী তার প্রতি, মারিল ঘৃন্য কষ্টের বান, মমতায় বাধলেন উহাদের তিনি, পাইল তারা অমৃতের সন্ধান। কিবরীয়ার দক্ষিন বাহু, হয়েছে ওমর ফারুক, উনি পাইলেন কত দুঃখ, ফারুক পাইল না সুখ। নবীর ব্যাথায় হয়ে ব্যাথিত, ফারুক থাকিত মজি, আরব দুলালের কষ্টে ব্যাথিত, খেজুর বৃক্ষ রাজি। মানবতার ইতিহাসে এক, অনন্য সন্ধান, দিলেন তিনি সকলের তরে, সত্যের আহ্বান। মানবতা আজ খুজিছে সদায়, কিবরীয়ার আহ্বান, মুহাম্মদ সে তো আখেরি নবী, অমৃতের সন্ধান।

চুনারুঘাট থানায় কমিউনিটি পুলিশিং ডে পালন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে পৌর শহরে এক র‌্যালী বের করা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও থানার অফিসার ইনজার্জ কেএম আজমিরুজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়রাম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল ...

ব্রন ক্যান্সারে আক্তান্ত চুনারুঘাটের কলেজ ছাত্রী জবা ॥ আপনার একটু সাহায্যে নতুন জীবন পেতে পারে জবা ॥ চিকিৎসা ব্যয় ৩ লাখ টাকা প্রয়োজন

সাইফুর রহমান রাব্বি ॥ চুনারুঘাট পৌর শহরের উত্তর আমকান্দি গ্রামে মোছাঃ জবা আক্তার (১৮) ব্রণ ক্যান্সারে আক্রান্ত। প্রায় ৬ মাস যাবৎ মেয়েটি চিকিৎসাধীন রয়েছে। কৃষক আমীন আলী তার মেয়ের চিকিৎসা ব্যয় বহন করে এখন অনেকটায় অসম্ভব হয়ে দাড়িয়েছে। এদিকে তাদের করুণ অবস্থায় দেখে কলেজের সহকর্মীরা সম্প্রতি চুনারুঘাট পৌর শহর থেকে কিছু অর্থ সংগ্রহ করে কোনো চিকিৎসা চলছিল। ব্রন কান্সার আক্রান্ত জবা চুনারুঘাট সরকারি কলেজের ব্যবসায় শিক্ষায় একাদশ শ্রেণীর ছাত্রী। জবার পিতা আমীন আলী জানান, ধীরে ধীরে শরীর শুকিয়ে যাওয়ায় একদিন ঢাকার একটি হাসপাতালে নিয়ে পরিক্ষা-নিরিক্ষা পর ধরা পড়ল ব্রণ ক্যান্সার। তখন ডাক্তারা বলেন, অনেক টাকা লাগবে। ৪৫% অতিক্রম করছে। খুব দ্রুত চিকিৎসা করাতে হবে। না হলে সমস্যা হবে। পরে তিনি ...

সৌদি আরবে চালু হচ্ছে দ্রুত গতির ট্রেন

মোঃ মিজানুর রহমান, সৌদি আরব ॥ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সৌদি আরবও দ্রুতগতির ট্রেন চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে সৌদির আরবের রাজধানী রিয়াদ থেকে জর্দান সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় আল জওয়াফ প্রদেশের গুরায়াত শহর পর্যন্ত বিশ্বর অন্যতম দীর্ঘ দ্রুতগতির রেলপথ নির্মাণ করা হয়েছে। চলতি বছরের ২৪ ডিসেম্বরে প্রায় ২,৭৫০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উদ্বোধন করা হবে। এতে দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই রেলপথ তৈরি হওয়ার ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগের সময় প্রায় ৫ ঘণ্টা কমবে। এর ফলে সৌদির উত্তরে বসবাসরত মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবে রূপ নিবে" এক বার্তায় বলেছেন সৌদি রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এক বিবৃতিতে সৌদি রেলওয়ে জানিয়েছে, ওই লাইনে চলাচলকারী প্রত্যেকটি ...