Monthly Archives: December 2017

আগামী ৮ জানুয়ারী চুনারুঘাট উপজেলা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক অটোরিক্সা (সিএনজি) অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন নির্বাচন ॥ সর্বত্র সাজ সাজ রব

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৮ জানুয়ারী সোমবার হবিগঞ্জ জেলা অটোরিক্সা (সিএনজি) অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন (গভঃ রেজিঃ নং- চট্র-১৯৭৯) এর অভিভূক্ত চুনারুঘাট উপজেলা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক শ্রমিক প্রতিনিধি নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে চুনারুঘাট অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সাজ সাজ রব অবস্থা বিরাজ করছে। ক্রিকেট ব্যাট, ঘোড়া, হাতি, বাঘ, তালা সহ বিভিন্ন প্রতিকে পার্থীরা ভোট প্রার্থনা করছেন। উপজেলার ছোট বড় সকল হাট বাজারে পোষ্টারে ছেয়ে গেছে। চা-স্টল, হোটেল রেস্তোরায় জমছে আড্ডা। অটোরিক্সা জেলা সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম শিপু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। সেলিম চৌধুরী , মিজানুর রহমান সেলিম, সাইফুল আলম রুবেল, এইচ এম সেলিম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন। ২৫/২৬ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র বাচাই ও ২৯ ডিসেম্বর উত্তোলনের তারিখ। ...

জীবন ধারা মদ খেলে পুরুষেরা চোখে যা দেখেন!

অনলাইন ডেস্ক: মদ খেলে অসুন্দরকেও সুন্দর দেখেন পুরুষ। যে নারীদের সঙ্গী হিসেবে পছন্দ নয়, তাকেও আর ততটা অপছন্দ করেন না। কারণ মদ্যপদের সৌন্দর্যবোধ কিছুটা লুপ্ত হয়। জেগে ওঠে যৌন চেতনা। তখন নাকি কেবল যৌন আবেদন রয়েছে শরীরের এমন অংশই তারা পরখ করেন, এমনটাই বলছে গবেষণা। আমেরিকার নেবরাস্কা-লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২১ থেকে ২৭ বছর বয়সী কলেজ পড়ুয়া যুবকদের ওপর মদের প্রভাব নিয়ে পরীক্ষা চালান। কয়েকজন যুবককে কমলা লেবুর রসের সঙ্গে মদ দেওয়া হয়। যতক্ষণ না তাদের নেশা হচ্ছে তাদের মদ খাওয়ানো হয়। আর কয়েকজনকে মদের গন্ধ দেওয়া পানীয় দেওয়া হয়, যার মধ্যে নামমাত্র অ্যালকোহল ছিল। এরপর সেই যুবকদের দৃষ্টি যন্ত্র দেওয়া হয়। যেখানে ধরা থাকবে নারীদের কোন অংশের ওপর দৃষ্টি রাখছেন তারা। এরপরে ...

জেএসসির ফলাফল: সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭৬২১

অনলাইন ডেস্ক: সিলেট বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাশের হার ৮৯.৪১। এবার সিলেট বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬শ’ ২১ জন শিক্ষার্থী। শনিবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের সচিব কামাল আহমদ এ তথ্য জানিয়েছেন। ফলাফল প্রকাশের সময় বক্তব্য রাখেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ। বিস্তারিত ফলাফল কিছু সময়ের মধ্যেই পাওয়া যাবে।

প্রাথমিকে পাসের হার ৯৫.১৮

ডেস্ক রিপোর্ট : প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতকরা ৯৫.১৮ শতাংশ ও ইবতেদায়িতে ৯২.৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন শিক্ষার্থী। শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। গত ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৭ হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে একযোগে শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে মোট প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল জানবেন যেভাবে

অনলাইন ডেস্ক: চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)  এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে। শনিবার দুপুর ১টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন। এরপরই শিক্ষার্থীরা বোর্ডের এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইল ফেনে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। মোবাইলে জেএসসির ফল পেতে : মোবাইল এসএমএসের মাধ্যমে জেএসসির ফল পেতে যেকোনো মোবাইলের মেসেজ ...

ভারতের বিপক্ষে পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার: নতুন বছরের শুরুতেই ভারতের বিপক্ষে হোম সিরিজে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তিন টেস্ট, ছয় ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল। গতকাল তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের দলে আছেন দক্ষিণ আফ্রিকার সব তারকা ক্রিকেটাররা। ভাইরাসজনিত অসুস্থতায় ভোগা নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস ফিরেছেন। হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্সও রয়েছেন দলে। পেস আক্রমণে ডেল স্টেইন ফিরছেন। আগামী ৫ জানুয়ারি কেপ টাউনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়ান ও জোহানেসবার্গে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকার টেস্ট দল ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিওনিস ডি ব্রুইনি, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্দিলে ...

ইলিয়াস কাঞ্চনের অভিনয়জীবনের চার দশক

বিনোদন ডেস্ক :অভিনয়জীবনের ৪টি দশক সফলতার সাথে পার করলেন ইলিয়াস কাঞ্চন। শোবিজ জগতের শুদ্ধতম মানুষ তিনি। সিনেমার নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত এই অভিনেতা তার অভিনয়জীবনের ৫০ বছরের সেলিব্রেশনে ছোট্ট একটি গেট-টুগেদারের আয়োজন করতে যাচ্ছেন। যেখানে তার দীর্ঘজীবনের সুহূদদের সাথে কিছুক্ষণ সময় কাটাবেন। আগামীকাল তিনি অভিনয়জীবনের চার দশক পূর্ণ করবেন। সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ইলিয়াস কাঞ্চনের। ১৯৭৭ সালের ২৬ মার্চ তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। সেই বছরই ৩১ ডিসেম্বর ‘বসুন্ধরা’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা। সেই থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিবছরই তার অভিনীত চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সেই হিসেবে ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। নায়িকা হিসেবে কাঞ্চন তার বিপরীতে সবচেয়ে বেশি ...

হাবিবের প্রশংসায় শার্লিনা

বিনোদন ডেস্ক :শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের চেয়ে ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি। ‘চলো না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে খুব শিগগির ভক্তদের সামনে হাজির হচ্ছেন হাবিব। এতে তার সঙ্গে মডেল হয়েছেন শার্লিনা হোসেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাবিবের সঙ্গে কাজ করলেন শার্লিনা। শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির শুটিং করেন। সম্প্রতি শুটিং সেট থেকে হাবিবের সঙ্গে ফেসবুক লাইভে আসেন শার্লিনা। এ সময় শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে এ গায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি। শার্লিনা বলেন, ‘‘মনের ঠিকানা’ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথমবার হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করি। ভিডিওটি প্রকাশের পর আমি প্রচুর সাড়া পেয়েছি। অপ্রত্যাশিত হলেও এখনো সাড়া পাচ্ছি। এটাই অনেক বড় পাওয়া। দ্বিতীয়বারের মতো হাবিব ভাইয়ের সঙ্গে ...

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল শনিবার

অনলাইন ডেস্ক: চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)  এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে।এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। এর আগে শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসির ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন। একই দিনে প্রাথমিক  ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। পরে শনিবার দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল নিয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।দুপুর ১টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ...

তিন’শ কোটির ক্লাবে ‘টাইগার জিন্দা হ্যায়’

অনলাইন ডেস্ক: বলিউডের টাইগার খ্যাত সালমান খান ও লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ অভিনীত ‘‌টাইগার জিন্দা হ্যায়' মুক্তির প্রথম সপ্তাহেই ব্যবধানে ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিটি গত ২২ ডিসেম্বর ৫ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পায়। এর আগে, মাত্র তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে নিজেদের অভিনীত আগের ছবিগুলোর সব রেকর্ড ভেঙে দেন বলিউডের এই হিট জুটি। ভারতীয় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সারাবিশ্ব মিলিয়ে ছবিটির মোট আয় ৩০২ কোটি সাত লাখ রুপি। এর মধ্যে ভারতে ছবিটি আয় করেছে ২৪৪ কোটি ৩৮ লাখ রুপি।

চুনারুঘাটে বৈদুতিক তারে জড়িয়ে স্কুল ছাত্রের মৃত্যু

জসিম উদ্দিন : চুনারঘাট উপজেলার রানীগাঁও গ্রামে ক্রিকেট বল আনতে গিয়ে বাড়ীর ছাদে বৈদুতিক তারে জড়িয়ে নাঈম চৌধুরী (১২) নামে এক স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে । সে স্থানীয় ব্রাক স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র । নিহত শিশুর পিতা জাহির চৌধুরী । বন্ধের দিনে বাড়ীর আঙ্গিনায় ছেলে মেয়েরা ক্রিকেট খেলছিল বলটি ছাদে পড়লে সে নিয়ে আসতে গেলে দুর্ঘটনায় শিকার হয়।

রোহিঙ্গাদের ফেরাতে প্রস্তুতি সম্পন্ন প্রথম ধাপে হিন্দু শরণার্থীদের নেবে মিয়ানমার

অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের ফেরাতে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভা ও রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের পৃথক সভায় বিস্তারিত আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হয়। সূত্র জানায়, দুই বৈঠকেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। গত ২৩ নভেম্বর সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তির আলোকে পরবর্তী মাঠ পর্যায়ের কার্যক্রমের চুক্তি হবে। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের খসড়া এখন মিয়ানমারকে পাঠানো হবে। আগামী মাসে জয়েন্ট ওয়াকিং গ্রুপের প্রথম বৈঠকে এটি  সই হতে পারে।  সূত্র আরো জানায়, দুই দেশের স্বাক্ষর করা চুক্তির শর্ত অনুযায়ী জানুয়ারির মধ্যে প্রত্যাবাসন শুরুর যে সময়সীমা রয়েছে তা ধরেই সব প্রস্তুতি চলছে। মিয়ানমার প্রস্তাব মেনে নেওয়ায় এখন প্রত্যাবাসন শুরু করার ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই। প্রত্যাবাসনের প্রথম ধাপে হিন্দু রোহিঙ্গাদের নেবে ...

নতুন ‘নেইমার’কে নিয়ে টানাটানি

ক্রীড়া ডেস্ক:ব্রাজিলের ডেভিড নেরেস, ২০ বছর বয়সেই বিশ্বের নামি-দামি ক্লাবের নজরে পড়ে গেছেন। খেলার দক্ষতা অনেকটা নেইমারের মতো বলে তাকে আরেক নেইমার ভাবা হয়। ইতোমধ্যে এই এজ্যাক্স তারকাকে নিয়ে টানাটানি। রীতিমত ত্রিমুখী যুদ্ধে নেমেছে প্রিমিয়ার লিগের তিন ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং টটেনহ্যাম। গত জানুয়ারির ট্রান্সফারে ১১ মিলিয়ন পাউন্ডে নেরেসকে দলে ভেড়ায় ডাচ ফুটবল ক্লাব এজ্যাক্স। যোগ দেওয়ার পর দারুণ নৈপুণ্যে নিজেকে বসান লাইমলাইটে। এখন পর্যন্ত তার ঝুলিতে জমা পড়েছে ১৬ ম্যাচে ৮ গোল ১১ অ্যাসিস্ট। নেরেসের ঝলমলে পারফরম্যান্স দেখে ব্রাজিলের এক জনপ্রিয় সাংবাদিক তাকে পিএসজি স্টার নেইমারের সঙ্গে তুলনা করেন। ইংলিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’ জানিয়েছে, আগামী সামার ট্রান্সফারের আগে নেরেসকে ছাড়বে না বর্তমান দল এজ্যাক্স। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে কেনা মূল্যের ...

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক: ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ  (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০-১২টা পর্যন্ত দেশের মোট ২৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে সারাদেশের ২৮৩টি কেন্দ্র তিন লাখ ৪৬ হাজার ৫৩২ প্রতিযোগী অংশ নেয়ার কথা রয়েছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ১৬২টি কেন্দ্র। অন্যান্য বিবিএস পরীক্ষার তুলনায় এবার আবেদন পড়েছে সর্বোচ্চ। ৩৭তম বিসিএসে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কড়া নজরদারি বসানো হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে। প্রশ্নফাঁস রোধে বেশ কয়েক সেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা, র্যা ব, পুলিশ ও আনসারসহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোথাও ...

শায়েস্তাগঞ্জে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৬ জুয়ারীকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে ডিবির ওসি শাহ আলমের নেতৃত্বে এসআই আব্দুল করিমসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের সুরুজ আলীর বাগানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার তৈলগাও গ্রামের জমরুত মিয়া (৫০), শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আলফু মিয়া (৪০), আবুল হাশেমের পুত্র ইরাজ মিয়া (৪৮), জগন্নাথপুর গ্রামের রইছ মিয়ার পুত্র ওমর আলী (৩২), মৌলভীবাজার জেলার গবিন্দপুর গ্রামের সুপেন্দ্র রায়ের পুত্র সাগর রায় (৩৪) ও মৃত সাফু মিয়ার পুত্র সৈয়দ আলী (২৫)। এ সময় জুয়া খেলার ৪টি বোর্ড, নগদ ১১ হাজার ৭শ টাকা এবং একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-১৫-০৩৪৫) জব্দ করা ...

মাধবপুরে এসআই ছুরিকাঘাতের ঘটনায় আরো গ্রেফতার ২

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন কে দূর্বত্তদের ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আন্তজেলা ডাকাতদলের ২ সদস্য কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের মৃত খুর্শেদ মিয়ার ছেলে হারিছ মিয়া (৩৫), একই উপজেলার চাপড়তলা গ্রামের সুজন মিয়ার ছেলে চনু মিয়া (৩২)। থানার এসআই মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরি , ডাকাতির মামলা রয়েছে। তারা আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। গত ১১ ডিসেম্বর রতনপুর  ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতির  সময় ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন ডাকাতদলের কবলে ...

চুনারুঘাটে পরিবার কল্যাণ ও সেবা সপ্তাহ পালনে এ্যাডভোকেসি সভা।

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ সারাদেশের ন্যায় চুনারুঘাটে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন, ৮নং ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, ১০ মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, প্রেসকাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে পরিবার কল্যাণ কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস তালুকদার পরিবার কল্যাণও সেবা বিভিন্ন দিক স্লাইজের মাধ্যমে তুলে ধরেন।

হবিগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি(হবিগঞ্জ): হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র উদ্যোগে এবং সদর উপজেলা পরিষদের আয়োজনে ৩শ’ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা মহান বিজয় অর্জনের জন্য ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেকেই সেই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আর আমরা যারা বেচে আছি এর অনেকেই আঘাতপ্রাপ্ত। স্বাধীনতার ৪৫ বছরে পেরিয়ে গেছে। কিন্তু একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই আমাদের খোঁজ-খবর রাখে। ...