Daily Archives: December 26, 2017

মাধবপুরে গাঁজাসহ পিকআপ ভ্যান আটক

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে ১৫০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও বহনকৃত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪) আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লাখাইয়ে বিষপানে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় রায়হান মিয়া (১২) নামের এক কিশোর বিষাক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। সে উপজেলার মুড়িয়াউক গ্রামের রাজন মিয়ার পুত্র। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সকলের অগোচরে বিষপানে ছটফট করতে থাকে রায়হান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে লাখাই থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রায়হানের পিতা জানান, অভাব অনটনের সংসারে লেখাপড়ার পরিবর্তে রায়হান চায়ের দোকানে কাজ করতো। দোকান মালিক সম্প্রতি তাকে তাড়িয়ে দেয়। তবে কি কারণে সে বিষপান করেছে তা তিনি জানাতে পারেননি। এসআই আব্দুর রহমান জানান, বিষপানেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে ...

নবীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি,( হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরচড় বাজারের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হল বাহুবল উপজেলার দক্ষিন ভবানীপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র সুজন মিয়া (২৫) ও একই উপজেলার আব্দানারায়ণ গ্রামের মোঃ লাল মিয়ার পুত্র কামাল মিয়া (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) আহসান হাবিব এর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউম্দা ইউনিয়নের বড়চর বাজারের একটি দোকানের সামনে অভিযান চালায়। এসময় একটি প্যাকেটে ৫শ পিস ইয়াবাসহ দুই  মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)শাহ আলম ...

চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২১ জন ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের ল্যাবে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা মোঃ রায়হান উদ্দীন, বনলতা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মানিক চন্দ্র দেব। হাজী আব্দুল জব্বার জি.এল একাডেমীর অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ ইসমাঈল মিয়া। ...