আকল মিয়া হত্যা আমার কিছু কথা

কামরুল ইসলাম ॥ জন্মিলে মৃত্যু অনিবার্য। কিন্তু প্রত্যেকটি মানবজাতি তার মৃত্যুকে সুন্দর সুস্পষ্টভাবে আলিঙ্গন করতে কামনা করে। অস্বাভাবিক অনাকাঙ্কিত মৃত্যু যেমন মানুষকে  কাদাঁয়, তেমনি ইতিহাসও সৃষ্টি করে। আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া চাচাকে আমি বলতে গেলে স্কুলে পড়াকালীন থেকেই চিনি। সদালাপী হাস্যজ্জল ওই মানুষটি আমাকে সাংবাদিক বেটা বলে সম্ভোধন করতেন, কখনো আমাকে নাম ধরে ডাকতে শুনিনি। বয়সে আমি তার ছেলের বয়সের মত এক জন। তারপরও তিনি নিজেকে সুন্দর উপস্থাপন করতেন। যতটুকু শুনেছি-জেনেছি  তিনি আনেককেই নাম ধরে ডাকেননি। কেন এমন অবস্থা কখনো জিজ্ঞেস করতে পারিনি। ২ যুগের অধিকাল সময় তিনি ব্যাবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী ছিলেন। বর্তমানে সভাপতি পদে আসিন হলেও উনাকে সেক্রেটারী হিসেবে সাধারণ মানুষ ছিনতেন। চুনারুঘাটের সদর ব্যবসায়ী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় আবুল হেসেন আকল মিয়াকে সমস্যা সমাধানের জন্য দাওয়াত করতেন। তিনি নিজ খরচে বিভিন্ন জায়গায় যেতেন। চেষ্টা করতেন মানুষের সমস্যা সমাধানের  এভাবে চলে গেছে প্রায় ৩০ বছরের অধিক সময়। এছাড়া তিনি চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি ছিলেন। চুনারুঘাট পৌর শহররের যানজট নিরসনের অগ্রণী ভুমিকা ছিল তার। তুচ্ছ ঘটনা নিয়ে একটি অসাধারণ মানুষকে নির্মম ভাবে রাস্তায় প্রাণ দিতে হবে তা কোন বিবেকবান সমাজ মেনে নিবেনা। প্রত্যেক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনশৃংখলা বাহিনী যাদের বিবেক রয়েছে স্ব স্ব মহল থেকে ঘটনা শুনে তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। আমিও ঘটনার তীব্র নিন্দা জানাই, নৃশংস বর্বরোচিত হামলায় জড়িত যারা তাদের গ্রেফতার ও ন্যায় ফাঁসি চাই ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *