চুনারুঘাটের চা-বাগানে কীটনাশকযুক্ত মশারী বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চা বাগানের চা শ্রমিক ও আদিবাসীদের চলতি মওসুমে মশার উৎপাত থেকে বাচাঁতে কীটনাশকযুক্ত মশারী বিতরণ শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা আমু চা বাগানের সাওতাল লাইনে মশারি বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু তাহের। হীড বাংলাদেশ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক অনিল কুমা দেব, উপজেলা ব্যবস্থাপক
আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, আহমদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আবু নাসের ও হেলথ কর্মী আঃ ছাত্তার। হীড বাংলাদেশের উদ্যোগে উপজেলার ২৪টি চা বাগানে এবং সাতছড়ি. রেমা. কালেঙ্গা এলাকার নৃত্বাত্বিক জনগোষ্টীর মধ্যে ২৬ হাজার ১শ ৫০টি কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হবে। গতকাল আমু চা বাগানে এর উদ্বোধন করা হয়। আগামী এক সপ্তাহে সবগুলো বাগানে পর্যায়ক্রমে এ মশারি প্রদান করা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *