চুনারুঘাটে মাজার রাস্তার বেহাল দশা ॥ যেন দেখার কেউ নেই

নাজিরুজ্জামান শিপন ॥ চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা- সিলেট মহাসড়কের শ্রীকুটা হইতে মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (রঃ) সহ ১২০ আউলিয়ার মাজারে যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি অচল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে পথচারীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এ সড়কটি কর্তৃপক্ষের কোন নজরে নেই। পাওয়া তথ্য মতে, চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পুরাতন মহাসড়কের শ্রীকুটা স্ট্যান্ড থেকে মুড়ারবন্দ দরগাহ শরীফ ভায়া কাজিরখিল প্রায় ৪ কিঃ মিঃ পাকা রাস্তার কার্পেটিং উঠে গেছে রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ইটছউঠে গিয়ে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। আবার সামান্য বৃষ্টিতে কাঁদাপানি অতিক্রম করে গন্তব্যে পৌছাতে হয়। ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সড়কটির পাশে ১টি উচ্চ বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১টি এতিমখানা, ১টি প্রাইমারী স্কুল, ১টি কমিউনিটি ক্লিনিক এবং হযরত শাহজালাল (রঃ) অন্যতম সঙ্গী সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (রঃ) সহ ১২০ আউলিয়ার মাজার এখানে রয়েছে। এসব স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এ রাস্তাটি। তাছাড়া জনবহুল ১০টি গ্রামের সাধারণ মানুষ, কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত, কোমলমতি শিক্ষার্থী এবং মাজারে আসা ভক্তবৃন্দসহ রোগীদের যাতায়াতে এ রাস্তাটি গুরুত্ব বহন করে। পুরো রাস্তার কার্পেটিং উঠে গিয়ে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারপরও এ রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রো, অটোরিক্সা, টেম্পু, ভটবটি, মোটরসাইকেল, রিক্সা, ট্রাক্টর সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু ঝুঁকিপূর্ণ এ রাস্তা কবে সংস্কার হবে এ নিয়ে শংকিত রয়েছে এলাকাবাসী। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি করে কোন কাজ হচ্ছে না। কিন্তু এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বালু বোঝাই ভারী ট্রাক, ট্রাক্টর যাতায়াত করে। যা এ রাস্তার জন্য উপযোগী নয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *