চুনারুঘাটে জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে নেয়া হচ্ছে ইট ভাটায়

চুনারুঘাট প্রতিনিধি ॥ ফসলি জমি থেকে ইটভাটায় জোরপুর্বক মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানাযায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা বাজার সংলগ্ন ধানি ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছে আপন ভাইসহ এলাকার প্রভাবশালী ভূমিদস্যুরা। ফসলি জমিতে ভেকো মেশিন বসিয়ে মাটি কেটে নেওয়ায় এসব জমির বিভিন্নস্থানে বড় বড় গতে সৃষ্টি হয়েছে। যার ফলে মাটি কেটে নেয়া ওইসব জমিতে এবার ফসল করতে পারেনি জমির মালিক । ক্ষতিগ্রস্ত জমির মালিকের অভিযোগ, ইছাকুটা গ্রামের মৃত আব্দু রহমানের পুত্র সাজিদুল হক তার বোন নাছিমা বেগম এর খরিদকৃত জমিথেকে জোরপূর্বক মাটি কেটে বিক্রির করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইদানিং আব্দুল মাজিদ আব্দুস সালাম রাজন মিয়াসহ একদল ভূমিদস্যু ভেকো মেশিন দিয়ে তাদের জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় ইটভাটাগুলোতে। জমির মালিক মাটি উত্তোলন বন্ধ করতে বললে ভূমিদস্যুরা তাদের উলটো হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী অসহায় মহিলা উপজেলা নির্বাহী ফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুঠা মৌজার ৭৪ জেএল নং ৪৫৭ নং খতিয়ানের ৩৬০ নং দাগের. ৪০ শতক ভূমি থেকে জোড় পুর্বক মাটি কেটে বিক্রি করে লুটে নিচ্ছে অর্থ। এলাকার এক শ্রেণীর স্বার্থন্বেষী ব্যক্তিদের হাত করে লুটে নিচ্ছে অসহায় মহিলার সম্পত্তির মাটির টাকা। সূত্রে জানা যায় যে সম্পত্তি থেকে মাটি কাটা হচ্ছে, তাহা অসহায় মহিলার পিতার নিকট থেকে ২০০০ সালে খরিদ করেন যার দলিল নং৫৯২৭/২০০২। অভিযোগ কারী নাছিমা বেগম জানান আমার ভাই সাজিদুল হক তারদলবল নিয়ে ভূমিটি গ্রাস করতে চায়। এনিয়ে আমার কোর্টে মামলা ছিল মামলার রায় আমি পেয়েছি।তারা আমার ওপর অন্যায় অত্যাচার করছে। আমি এর সঠিক বিচার চাই আমি অসহায় মহিলা আমি গ্রামের কোন বিচার পাইনা আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এদিকে তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরোদ্ধে কেহ কথা বলার সাহস পায়না । খরিদকৃত সম্পত্তি রক্ষা করার জন্য সমাজের মুরুব্বীয়ানদের ধারে ঘুরেও কোন সুরাহা পাচ্ছিনা। এদিকে মাটি কেটে নেয়ায় আশে পাশের কৃশি জমির ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। ওই এলাকা থেকে ভূমিদস্যুরা স্ক্যাভেটর(ভেকো) দিয়ে ট্রাকের মাধ্যমে স্থানীয় কয়েকটি ইটভাটায় মাটি বিক্রি করছে। ফলে এলাকা সাইটের জমি ও রাস্তা-ঘাট ভেঙ্গে যাওয়ার পরিণত হয়েছে। কিন্তু ভূমিদস্যুরা মাসখানেকদিন ধরে ফসলি, কৃষি ও জমির মাটি কেটে পুরো এলাকায় পুকুরে পরিণত হতে যাচ্ছে। তাই জরুরী ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন নাছিমা বেগম। তিনি আরও বলেন সেখানে ভেকো মেশিন দিয়ে জোরপূর্বক মাটি কেটে নেওয়ায় আমার ৪০ শতাংশ জমিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই জমিতে আগামী ১০ বছর কোনো আবাদহওয়ার সম্ভাবনা নেই। এ সময় তিনি অভিযোগ করে বলেন, মাটি কাটা বন্ধের কথা বলায় আমাকে প্রাণনাশের হুমকী দিয়েছে ভূমিদস্যুরা। উত্তোলনকৃত এসব মাটি বিক্রি করে প্রভাবশালী ভূমিদস্যুরা লাভবান হলেও আমার জমির ব্যাপক ক্ষতিহয়েছে। তাই। মাটি কাটার কারনে এসব জমিতে কোনো আবাদ করতে পারিনি। অভিযোগকরে বলেন, জোরপূর্বক মাটি কাটা বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এর কোনো প্রতিকার পাচ্ছি না। ফসলি জমি কেটে মাটি উত্তোলন বন্ধে প্রশাসন দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা ক্ষতিস্ত ভূমির মালিকের।এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাইজার ফারাবী বলেন এ বিষয়ে আমি অবগত ছিলাম না অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। চুনারুঘাটে পলাতক ওয়ারেন্টের আসামী আব্দুস সালাম গ্রেফতার

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *