যানজট নিরসনে পৌর মেয়র নাজিম উদ্দিনের জিহাদ ঘোষনা আধুনিক পৌরসভার রূপ নিচ্ছে চুনারুঘাট

নুর উদ্দিন সুমন ॥ অবৈধ পার্কিং, যানজট নিরসনে যুদ্ধ ঘোষনা করেছেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু। তিনি বলেন, পৌর ও চুনারুঘাটবাসীর প্রাণের দাবি চুনারুঘাট কে আধুনিক ও যানজট মুক্ত একটি পৌরসভা উপহার দেয়া। এ লক্ষে দীর্ঘদিন যাবৎ পৌরসভা কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল পৌরসভাকে আধুনিকায়নে বাধাগ্রস্থ করতে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবীর মুরাদ ও পুলিশ সুপার বিধান ত্রিপুরার সাথে একান্ত বৈঠক করেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। বৈঠকে তিনি পৌরসভার যানজট ও অবৈধ পার্কিং সহ নিত্য সমস্যা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুনারুঘাট মধ্য বাজারের অবৈধ দখলদার ও পার্কিং উচ্ছেদের নির্দেশ দেন। গত ২৪শে মে জেলা ম্যাজিষ্ট্রেট রিংগ্যান চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মধ্যবাজারের ৫টি অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়। কাজ শুরু করা হয় গোলচত্ত্বরের। গভীর রাত পর্যন্ত চলে গোল চত্ত্বর ও রোড ডিভাইডারের কাজ। গোল চত্ত্বরের মধ্যস্থানে বসানো হয় ভাস্কর্য ও লাইট। ইতিমধ্যে কাজের ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। ঈদের পরে শতভাগ কাজ সম্পন্ন করা হবে। মেয়র বলেন, যানজট নিরসন ও আধুনিক পৌরসভা গড়তে প্রয়োজনে সাধারণ জনগন
Share on Facebook
Leave a Reply