চুনারুঘাট বালিয়ারী-বড়কোটা গ্রামের প্রধান রাস্তাটি বেহাল দশায় পরিণত

নাজিরুজ্জামান শিপন ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী-বড়কোটা গ্রামের প্রধান রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া রাস্তাটি অচল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ কর্তৃপক্ষের এদিকে কোনো নজর নেই। স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পুরাতন মহাসড়কের চানভাঙ্গা স্ট্যান্ড থেকে বড়কোটা-বালিয়ারী প্রায় ৫ কিলোমিটার রাস্তার পাকা রাস্তার কার্পেটিং উঠে গেছে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে ছোটবড় গর্তে সৃষ্টি হয়েছে। আবার সামান্য বৃষ্টিতে কাদাপানি অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হয়। ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ রাস্তাটি গ্রামের মধ্যস্থলে অবস্থিত। রাস্তার প্রথমে দ্বিতলবিশিষ্ট বালিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়কোটা বাজার, একটি সরকারি কমিউনিটি কিনিক আছে এবং পাশে জামে মসজিদ ও একটি ইবতেদায়ি মাদ্রাসা ও উবাহাট ইউনিয়ন পরিষদও রয়েছে। এ সব প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এ রাস্তাটি। তাছাড়া জনবহুল ১০টি গ্রামের সাধারণ মানুষ, কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত, কোমলমতি শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াতে যথেষ্ট গুরুত্ব বহন করে এ রাস্তা। রাস্তার উভয় পাশে অন্তত ৫টি পুকুর থাকায় একদিকে যেমন বিভিন্ন স্থানে পাড় ভেঙে রাস্তা সরু হয়ে গেছে তেমনি রাস্তাটির অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারপরও রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রো, অটোরিকশা, টেম্পো, ভটভটি, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু ঝুঁকিপূর্ণ এ রাস্তা কবে সংস্কার হবে এ নিয়ে শঙ্কিত রয়েছে এলাকাবাসী। কর্তৃপরে কাছে এলাকাবাসীর দাবি অচিরেই যেন এই ঝুঁকিপূর্ণ রাস্তাটি সংস্কার কাজ শুরু করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *