চুনারুঘাটে দক্ষিণ হাতুন্ডায় আরসিসি ড্রেইন নির্মাণ কাজ শুরু হচ্ছে

জসিম উদ্দিন ॥ চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডে আরসিসি ড্রেইন নির্মাণের কাজ উদ্বোধন করেছেন জ মেয়র নাজিম উদ্দিন সামছু। গতকাল সকাল ১১ ঘটিকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ড্রেইন নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাতুন্ডা গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আবুল হোসেন মহালদার, পদক্ষেপ গণপাঠাগারের আজীবন সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম তোতা মিয়া, ব্যবসায়ী হাজি মীর হোসেন, প্রবীন মুরব্বি আব্দুল গফুর ও আব্দুল আজিজ, পৌরসভার সহকারি প্রকৌশলী কাজি আবু ওবায়েদ , ছাত্রদলের যুন্ম আহবায়ক আব্দুল মান্নান রুমন, পৌর ছাত্রদলে যুন্ম আহবায়ক আমিনুল ইসলাম সুজন, পৌর ছাত্রদল যুন্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ রুবেল শফিক মিয়া, আবু মিয়াসহ স্থানীয় বাসিন্দারা প্রমুখ। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বৃষ্টি-বাদলে ড্রেইন না থাকায় বাসা-বাড়িতে পানি উঠে যেতো। কাঁদামক্ত থাকতো। চলাচলে ব্যাপক সমস্যা হতো। মেয়র সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় ড্রেইনটি নির্মাণ হচ্ছে, যাতায়াত পথ সুগম হবে। দুর্ভোগ রহিত করার জন্য মেয়র সাহেবকে আন্তরিক অভিবাদন জানিয়েছেন। মেয়র নাজিমুদ্দিন সামছু বলেন,দক্ষিণ হাতুন্ডায় ড্রেইনটি নির্মাণ শেষ হলে সড়কটি দুদিকে দুটি লেইন হবে। দুদিকে যানবাহন চলাচল করবে। জনসাধারণের চলাচলের ফুটপাত থাকবে। সৌন্দর্যরূপ বৃদ্ধি করতে ছোট ছোট বৃক্ষরোপণ হবে।
তিনি আরো বলেন, আধুনিক পৌরসভার গড়তে বদ্ধপরিকর। ধারাবাহিকক্রমে ৯ টি ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে।চন্নার ডর থেকে ও গ্যারেজ পর্যন্ত প্রথম পর্বে প্রায় ২৭ লাখ টাকার ব্যয়ে আরসিসি ড্রেইন নির্মাণ হবে। ২য় পর্বে প্রায় ৭৬ লক্ষ টাকা দিয়ে পুরো ড্রেইন নির্মাণ কাজ সম্পন্ন হবে। কাজটি পেয়েছে এম এল এন্টারপ্রাইজ। নুর উদ্দিন সুমন ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুনারুঘাট-মাধবপুর এলাকায় রাজননৈতিক নেতা কর্মীদের মধ্যে মান অভিমান অনেকটা কমতে শুরু করেছে। আওয়ামীলীগের অনেক ত্যাগী নেতা যারা দীর্ঘদিন যাবৎ নিস্ক্রিয় ছিলেন তারা দলের সার্থে অনকেটা নড়ে চড়ে বসছেন। প্রত্যেক পাড়া মহল্লায় সামাজিক সভা সমাবেশ ও বিচার শালিষে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে আহবান জানাচ্ছেন। ফলে সাধারন ভোটারদের মাঝে দীর্ঘমেয়াদের নিস্ক্রয়তায় ভাটা পড়ছে বলে মনে করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তহসিল ঘোষনার পর থেকে হবিগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলীকে মনোনীত করেন দলের সভা নেত্রী শেখ হসিনা। ইতিমধ্যে এডভোকেট মাহবুব আলী মাধবপুর-চুনারুঘাটের বিভিন্ন গ্রাম ও চা বাগানের চা শ্রমিকদেরকে নিয়ে মতবিনিময় করছেন। গত রবিবার আওয়ামীলীগের নেতা সাবেক ২নং আহমদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফের বাড়িতে যান। সেখানে চুনারুঘাট উপজেলার আওয়ালীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী দীর্ঘদিনের দুঃখ ভুলে এডভোকেট মাহবুব আলীর হাতে হাত মিলান। নৌকা প্রতীককে বিজয়ী করতে প্রাণপন ইচ্ছা প্রকাশ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *