চুনারুঘাট সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী২ শতাধিক পুলিশের মহড়া

নিজস্ব প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাট সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তফসিল ঘোষণার পর থেকে বিশেষ পেট্রোলিং শুরু করেছে পুলিশ। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল শুরু করে। গুরুত্বপূর্ণ সব সড়কে পুলিশের উপস্থিতিও ছিল ব্যাপক। সিনিয়র এএসপি এসএম রাজু আহমেদ এর নেতৃত্বে ওসি কেএম আজমিরুজ্জামান এর পরিচালনায় শতাধিক মোটরবাইকে ২শতাধিক পুলিশ নিয়ে উপজেলার ক্রাইম জোন বাল্লা সীমান্ত আসাম পাড়া, আমুরোড, রাজার বাজার,নালমুখ, ভোলারজুম,মিরাশি, গাজিগঞ্জ, গাভিগাও, রানিগাও, পাচারগাওসহ প্রায় ৫০টির বেশি এলাকায় শতর্কতা মহড়া দেয়া হয়। এ বিষয়ে মাধবপুর সার্কেল সিনিয়র এএসপি এসএম রাজু আহমেদ বলেন যে, কোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশের একাধিক কৌশল নির্ধারণ করা হয়েছে। তবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, পুলিশ সদর দফতর থেকে প্রতিটি জেলার এসপিদের এ বিষয়ে বিশেষ নোট পাঠানো হয়েছে। মাঠ পর্যায়ে প্রত্যেকটি ইউনিটকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বিশেষ নির্দেশনা রয়েছে তাতে গোয়েন্দাদের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের মহড়া চলবে। তবে রাতেও পুলিশের বিশেষ টহল অব্যাহত রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *