Category Archives: জাতীয়

তিন বাঙ্গালীর লাশ ফেরত দেয়নি বিএসএফ

চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি :ভারতীয় নাগরিকদের হাতে নিহত তিন বাংলাদেশীর লাশ ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে কোন এক সময় কেদারাকোট সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হবে বলে বিএসএফ জানিয়েছে। বুধবার বিকালে বাল্লা সীমান্তের কেদারাকোট নামক স্থানে অনুষ্টিত পতাকা বৈঠকে এ তথ্য দিয়েছে বিএসএফ। ওই পতাকা বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিএসএফ কমান্ডিং অফিসার লেঃ কর্নেল এ, কে বিদ্যা পিট ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিজিবি ৪৬ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লেঃ কর্নেল নাসির উদ্দিন। নিহত ওই ৩ বাংলাদেশীর মরদেহ ত্রিপুরা রাজ্যের খোয়াই থানায় পুলিশ হেফাজতে রয়েছে। বাল্লা বিজিবি মরদেহ ফেরতের জন্য বুধবার সকালে বিএসএফ’র কাছে পত্র দিলে এ পতাকা বৈঠক অনুষ্টিত হয়। মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার রেমা সীমান্তের বাছাইবাড়ী এলাকায় গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ...

আজ সাড়ে ১১টায় পতাকা বৈঠক ॥ ৩ জনের লাশ খোয়াই পুলিশের নিকট ॥ ভারতের খোয়াই শহরে চুনারুঘাটের ৩ গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চুনারুঘাটের বাল্লা সীমান্তের ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের বাচাইবাড়ি এলাকায় তিন গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), একই গ্রামের সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে আলীনগর গ্রামের ৫জন গরু ব্যবসায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের একটি গ্রামে গরু কিনতে যায়। এ সময় ভারতীয়রা তাদের চোর সন্দেহ করে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। এ ঘটনায় দুই জন পালিয়ে এসে মঙ্গলবার বিকেলে এলাকায় খবর দেয়। সন্ধ্যার দিকে তাদের মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বিষয়টি বিজিবিকে জানান। পরে ...

আজ মন্ত্রীর গায়েহলুদ, ১৪ নভেম্বর বৌভাত

বর-কনের বয়সের পার্থক্য প্রায় ৪০ বছর। কিন্তু দুই জনের মনের মিল রয়েছে যথেষ্ট। রয়েছে প্রেম-প্রীতি আর ভালোবাসা। কখন যে কার মনে কোন শখ জাগে অবশ্য তার কোনো ঠিক-ঠিকানা নেই। প্রেম যে কোনো জাত-কুল ধর্ম-বর্ণ, বয়স ব্যবধান ও চেনা-অচেনা মানে না সেটা আরো একবার প্রমাণিত। এবার এর প্রমাণ দিতে ইন্ডিয়ান কোনো সিরিয়াল নয়, স্বয়ং বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী মুজিবুল হক এগিয়ে এসেছেন। জীবনের প্রায় ছয় দশক পার করে এবার তিনি সংসার করার উদ্যোগ নিয়েছেন। প্রায় ছয় মাস আগে থেকেই চলছে গুঞ্জন। বাতাসে খবর বেরিয়েছিল মন্ত্রী বিয়ে করছেন। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন তিনি। আর ওই ঘোষণার বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে আজ। রেলপথমন্ত্রী মুজিবুল হক-এর বয়স এখন মাত্র ৬৭। বয়সের ...

নিজামীর বিরুদ্ধে রায় পড়া শুরু

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় পাঠ শুরু করেছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার সকাল ১১টা ৮ মিনিটে এ রায় পাঠ শুরু করেন। ২০৪ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পাঠ করছেন বিচারপতি আনোয়ারুল হক। এর আগে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম রায় নিয়ে বিলম্ব ও অন্যান্য প্রসঙ্গের ভূমিকায় বলেন, আমরা আইনের বাইরে টক শো বা রাস্তায় রায় নিয়ে কথা বলতে পারি না। আইনের মধ্যে থেকেই এ রায় পাঠ করা হচ্ছে। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মতিউর রহমান নিজামীকে বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর তুরিন আফরোজ, মোখলেজুর রহমান বাদলসহ রাষ্ট্রপক্ষের ...

১০১৯ বাংলাদেশী কারাগারে

আরব আমিরাতের কারাগারগুলোতে এক হাজার ১৯ জন বাংলাদেশী বন্দি রয়েছেন। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জন। তাদের দেশে ফেরত আনার জন্য আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছিলাম। সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তরে চুক্তি হয়েছে। আমরা দেখছি তাদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ‘আমিরাতের কারাগারগুলোতে বন্দি ১০১৯ বাংলাদেশির মধ্যে ১৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১জনযাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে। বিভিন্ন অপরাধে দেশটির আদালত তাদের এই সাজা দিয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর চুক্তির আওতায় উভয় দেশ আলোচনার মাধ্যমে আসামি হস্তান্তর করতে পারবে। অন্যান্য দেশের সঙ্গে যে ধরনেরচুক্তি আছে, এক্ষেত্রেও সেভাবেই হয়েছে। এটি ...

সিলেটে বাস চাপায় কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি:সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারে বাস চাপায় ইসমাঈল হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে এ দুর্ঘটনা ঘঠে। ইসমাইল কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সে তার বাবার সাথে লালাবাজরে থাকত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইসমাঈলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরমা থানার পুলিশ এসে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনা প্রতিবাদে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে পরিস্থিততি নিয়ে আসে।

হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছির

হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় পর্বের নির্বাচন চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ চেম্বার ভবনে অর্ডিনারি গ্রুপের নির্বাচিত ১২ জন ও এসোসিয়েট গ্রুপের নির্বাচিত ছয়জন পরিচালক গোপন ব্যালটে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোতাচ্চিরুল ইসলাম ১১ ভোট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও কাউছার আহম্মেদ জনি সমান ৯ ভোট পেলে লটারির মাধ্যমে মিজানুর রহমান শামীম নির্বাচিত হন। ১১ ভোট পেয়ে অজেয় বিক্রম শিবু জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচন বোর্ডের সদস্য আলমগীর খান সাদেক দুপুর সাড়ে ১২টার দিকে এ ফল ঘোষণা করেন।

ধর্ষণে সাহায্য করলো বান্ধবী!

প্রথম সেবা ডেস্ক॥ বান্ধবীকে ঘরে আটকে রেখে ধর্ষণে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রীকে। এ ঘটনায় আটক করা হয়েছে ধর্ষক এক কলেজ ছাত্রকে। বর্ধমানের মন্তেশ্বর কলেজের প্রথম বর্ষের ছাত্র। অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল গ্রেফতারকৃত ছাত্রী ও অন্য এক বান্ধবীর সঙ্গে কালী পূজো দেখতে গিয়েছিল ধর্ষিতা। ফেরার পথে তাকে বাড়ি আসার আমন্ত্রণ জানায় তার বান্ধবী। ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিল অভিযুক্ত কলেজ ছাত্র। এরপর ঘরে বন্ধ করে ধর্ষণ করা হয় তাকে। এক সময় তার সঙ্গে ওই ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা যায়। সূত্র- জি নিউজ

‘বাংলাদেশে দারিদ্র্য কমেছে, বর্তমানে হার ২৫.৬ শতাংশ’

বাংলাদেশে গত এক বছরে দারিদ্র্যের হার কমেছে দশমিক ৮ শতাংশ। দেশে দারিদ্র্যের হার এখন ২৫ দশমিক ৬ শতাংশ। পাশাপাশি অতি দারিদ্র্যের হার এখন ১২ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দারিদ্র্য পরিস্থিতির সর্বশেষ এই তথ্য প্রকাশ করেছে। ২০১০ সালের খানা আয় ও ব্যয় জরিপের ফলাফল ধরে এই প্রাক্কলন করা হয়েছে। বিবিএসের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, ৩০ জুন পর্যন্ত দেশের চরম বা হতদরিদ্রের হার কিছুটা কমে ১২ দশমিক ৪ শতাংশে নেমেছে। ২০১৩ সালের একই সময়ে এই হার ছিল ১৩ দশমিক ১ শতাংশ। আর ২০১০ সালের খানা ব্যয় জরিপে দেশের হতদরিদ্রের হার ছিল ১৭ দশমিক ৬ শতাংশ। বিবিএসের দেয়া তথ্য অনুযায়ী, দারিদ্র্যের হার কমানোর প্রবণতা ক্রমশ দুর্বল হচ্ছে। ২০০০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ...

চুনারুঘাটে আ’লীগ সভাপতি আকবর হোসেন পিপিকে বাদ দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান ॥ তৃনমুল নেতাকর্মীদের বিক্ষোভ

মিরাশী প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আওমীলীগের সভাপতি পিপি এম আকবর হোসেন জিতু কে পাশ কাটিয়ে ১০নং মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে আওমীলীগ, অঙ্গসংঠনের তৃনমুল নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠে। স্থানীয় এমপি এড: মাহবুব আলীর সামনেই তৃনমুল নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠে। অনুষ্ঠান স্থলের পাশ্ববর্তী স্থানে প্রতিবাদ সভা করে। ফলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেকায়দায় পড়ে যায়। তাহা প্রতিবাদকারী লোকজনকে শান্ত হওয়ার জন্য অনরোধ জানায়। প্রতিবাদকারীরা এম পি মাহবুব আলীর কাছে সভাপতিকে দাওয়াত না দেয়ার কারণ জানতে চায়। প্রতিবাদকারী বক্তাগণ বলেন যে, পি.পি এড এম আকবর হোসেইন জিতু উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি। তিনি গনতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটের মাধ্যমে ...