Category Archives: প্রথম পাতা
নবীগঞ্জে দাদী হত্যাকারী ঘাতক ইউসুফ গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দাদীকে কুপিয়ে হত্যাকারী আবু ইউসুফ (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ আশেকুল ইসলামের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের মৃত মর্তুজা মিয়ার পরিবারের সদস্যদের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে পরদিন গত (বুধবার) সকালে আবু ইউসুফ তার ভাবী তাহমিনা বেগমকে দা দিয়ে কুপাতে থাকে। তাহমিনা নিজেকে রক্ষা করতে বৃদ্ধা দাদীশাশুরী আলেকজান বিবি (৬৫)’র কাছে আশ্রয় নেয়। বৃদ্ধা আলেকজান বিবি নাত বৌকে রক্ষা করতে এগিয়ে গেলে আবু ইউসুফ দাদীকে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের শোরচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। ...
রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতাল
রোববার (পহেলা ফেব্রুয়ারী) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতাল ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ নেতাদের তরফে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয় উড়িয়ে দেয়া ও বিএনপি চেয়ারপার্সনকে গ্রেফতারের হুমকির প্রতিবাদে এ হরতাল ঘোষণা করা হচ্ছে।
হরতাল ঘোষণার কারণ হিসেব আরো বলা হয়, চলমান আন্দোলন দমনে পুলিশকে যেকোন পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নেবেন বলে যে আতঙ্ক ও উদ্বেগজনক বক্তব্য রেখেছেন তার প্রতিবাদে, সরকারের মদদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় গুলি ও তরিকুল ...
রোববার থেকে ৩৬ ঘণ্টার হরতাল সিলেটে
সিলেট প্রতিনিধি: সিলেট জেলা ও মহানগর এলাকায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবকদল। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রায়হান আহমদ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের, সিলেটে নেতাকর্মীদের গ্রেফতার ও বাসা-বাড়িতে তল্লাশির প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার একই ইস্যুতে সিলেট ছাত্রদল জেলা ও মহানগর এলাকায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
কুমিল্লার বুড়িচং থেকে বানিয়াচঙ্গের বাছি হত্যা মামলার আসামী হাফিজুর গ্রেফতার
মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আব্দুল বাছিত হত্যা মামলার অন্যতম আসামী ধূলিয়া ঘাটুয়া গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে হাফিজুর রহমান (২৫) কে গ্রেফতার করেছে। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার এসআই ডিএমএ মজিদ একদল পুলিশ নিয়ে কুমিল্লার বুড়িচং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর পূর্ব বিরোধের জের ধরে ধূলিয়া ঘাটুয়া এলাকাধীন এডভোকেট আবুল ফজল মিয়ার বাড়ীর সামনের ব্রীজের কাছে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল বাছিতসহ কয়েক জনের উপর অতর্কিত হামলা চালায় হাফিজুর গংরা। এতে আব্দুল বাছিত গুরুতর আহত হয়। আহতবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে বানিয়াচং ...
বাহুবলে ১৪দলের মিলাদ মাহফিল
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০দলীয় জোট বিএনপি জামায়াত শিবিরের হামলায় নিহতদের স্মরনে হবিগঞ্জ জেলার বাহুবলের মিরপুর বাজারের ইজ্জত উল্লা জামে মসজিদে মিলাদ মাফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ জুমা মিরপুর চৌমুহনীর মসজিদে উপজেলা যুবলীগের সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী তারা মিয়ার উদ্যোগে এ মিলাদ মাহফিল সম্পন্ন হয়।
এ মিলাদ মাহফিলে মোনাজাত করেন মসজিদের খতিব মাওলানা খুর্শেদ আলম।
এতে আওয়ামীলীগ ও ১৪দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হরতালে বিএনপির বিক্ষোভ সমাবেশে এনামুল হক সেলিম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে, সকল রাজবন্দীর মুক্তি ও দ্রুত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সিলেট বিভাগে ২০ দলীয় জোটের ডাকে হরতালের সমর্থনে হবিগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সেলিমের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসিম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এম এ মন্নান, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ক্বারী কবীর হোসেন, কাশেম বিল্লাহ নোমান, মিজানুর রহমান চৌধুরী, সামছুল ইসলাম মতিন, তুহিন খান, এস এম মানিক, সাহাব উদ্দিন, রহমত আলী, সালেহ আহমদ, তারা ...
বিব্রত শ্রুতি
বিনোদন ডেস্ক . বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। ‘রামাইয়া বাসতাভিয়া’র সফলতার পর এখন মুম্বইতেই নিজের ক্যারিয়ার গড়ছেন দক্ষিণ ভারতীয় ছবি থেকে আসা এই অভিনেত্রী। সব মিলিয়ে বর্তমানে চারটি ছবি করছেন তিনি। ছবিগুলো হলো ‘রকি হ্যান্ডসাম’, ‘ম্যায় গাব্বর’, ‘ওয়েলকাম ব্যাক’ এবং ‘ইয়ারা’। এর মধ্যে যথাক্রমে জন আব্রাহাম, অক্ষয় কুমার, নানা পাটেকার ও বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করছেন তিনি। গত কয়েক দিন ধরে ‘ম্যায় গাব্বার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত শ্রুতি। তবে সম্প্রতি এই ছবিতে তিনি একটি নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে ব্যাপকভাবে আলোচনায় চলে এসেছেন। শুধু তাই নয়, ছবির কাজ শেষ না হলেও এর একটি ৩০ সেকেন্ডের ক্লিপ প্রকাশ পেয়ে গেছে ইন্টারনেটে। বিষয়টি নিয়ে বেশ ...
চুনারুঘাটের হাতুন্ডা বাসুদেব বাড়ি মন্দির পরিদর্শন করেছেন ড. মোহাম্মদ শাহনেওয়াজ
চুনারুঘাটের ঐতিহ্যবাহী হাতুন্ডা বাসুদেব বাড়ি মন্দিরে গত ২৪ জানুয়ারী থেকে শুরু হয়েছে “বিশ্ব মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহা উৎসব”। উৎসব চলবে আগামী ২রা ফেব্র“য়ারী পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উক্ত উৎসব পরিদর্শনে যান যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, দৈনিক হবিগঞ্জ জনতার এক্স্রপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক খোয়াই পত্রিকার যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী। এ সময় তাদের স্বাগত জানান উৎসব উৎযাপন কমিটির সভাপতি শ্রী প্রণব পাল, এডভোকেট তমাল কুমার বিশ্বাস ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন।
বানিয়াচঙ্গে দিনদুপুরে ১৫ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি
বিকাশে ২০ হাজার টাকা দিয়ে কিশোর ওয়াসিফকে ছাড়িয়ে এনেছে স্বজনরা
তোফায়েল রেজা সোহেল, বানিয়াচঙ্গ থেকে ॥ বানিয়াচঙ্গে ওয়াসিফ নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে স্বজনদের কাছ থেকে বিশ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে অপহরণকারী চক্র। স্থানীয়দের ভাষ্য, বানিয়াচঙ্গে এ রকম কোনো ঘটনা পূর্বে ঘটেনি।
অপহৃতের স্বজনসহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা সদরের চানপাড়ার আব্দুল ওয়াহেদের ছেলে ওয়াসিফ জুতা কেনার জন্য বড়বাজারে যায়। একটি দোকান থেকে জুতা কিনে সে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। জুতার দোকান থেকে বের হওয়া মাত্র পার্শ্ববর্তী অন্য একটি দোকানের সামন থেকে ওয়াসিফকে মাইক্রোবাসে তুলে নেয় অপহরণচক্র। মধ্যহ্নভোজের সময় বাজারের পেছনের রোডটি তখন নির্জন ছিল। অপহরণকারী চক্রের গাড়িতে ছিল তিন পুরুষ ও এক মহিলা। গাড়িতে ...
চুনারুঘাটে মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর এ আদেশ দেন। এর পূর্বে পুলিশ দন্ডিত যুবক রুবেল মিয়াকে (২৫) মাতলামী করার সময় পৌর শহরের পীরেরবাজার থেকে গ্রেফতার করে। সে পৌর এলাকার আবু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নবীগঞ্জে দাদীকে হত্যার অভিযোগে ঘাতক নাতী ইউসুফ গ্রেফতার-
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দাদীকে হত্যার অভিযোগে ঘাতক নাতী আবু ইউসুফকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ থানার এসআই মোঃ আশেকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের মৃত মর্তুজা মিয়ার ছেলে আবু ইউসুফের সাথে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সকালে ঘুম থেকে উঠে সে ধারালো দা নিয়ে তার দাদী আলেক চাঁন বিবি (৬৫), ভাই রাজা মিয়া (৩৫) ও ভাবী তছলিমা বেগম (৩০) এর উপর চড়াও হয়। সে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত ...
চুনারুঘাট-আসামপাড়া সড়কে ১০টি গাছ চুরি-
কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাট-আসামপাড়া সড়কের রাজার বাজার এলাকায় সামাজিক বনায়নের ১০টি মেহগনি গাছ চুরি হয়ে গেছে। বুধবার রাতের আঁধারে চোরেরা গাছগুলো কেটে নিয়ে যায়।
সূত্র জানায়, প্রায় ৮ বছর পূর্বে আকাশি, মেহগনি, বেলজিয়াম, ইউক্যালিপ্টাস, চাপালিশসহ বিভিন্ন প্রজাতির গাছ ওই সড়কে সামাজিক বনায়নের মাধ্যমে রোপন করা হয়। গাছগুলো কাটার উপযুক্ত হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের কাটার আগেই চোরেরা গাছগুলো কেটে নিয়ে গেছে। কেটে নেয়া গাছের মূল্য প্রায় ১০ লাখ টাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রায় রাতেই ওই সড়কের গাছ চুরি হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। চুনারুঘাট স্টাইকিং ফোর্স ওসি আব্দুল কাদির জানান, একটি গাড়ি আর অল্প সংখ্যক জনবল দিয়ে বিশাল এলাকা পাহারা দেয়া সম্ভব হয়ে উঠে না।
খালেদার কার্যালয় জ্বালিয়ে দেয়ার হুমকি ছাত্রলীগের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর কলেজে ছাত্রলীগের এক সভায় তিনি এ হুমকি দেন। এর আগে তিনি তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেটানোর হুমকি দিয়েছিলেন। নাজমুল বলেন, এসএসসি পরীক্ষায় অংশ নেয়া কোমলমতি শিক্ষার্থীদের ওপর যদি পেট্রলের আঁচ লাগে, যদি তারা হামলার শিকার হয়, তাহলে বেগম জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করে পেট্রল দিয়ে আগুন দেয়া হবে। এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে পাহারা দেবে বলে তিনি জানান। সংগঠনের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতা দমনে ছাত্রলীগ গণতন্ত্রের পাহারাদার হিসেবে বাঁশের লাঠি নিয়ে রাজপথে ...
শান্তির দাবিতে এরশাদের অনশন
দেশের শান্তি ও স্থিতিশীলতার দাবিতে অনশন শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুর ১২টায় অনশনে অংশ নেন এরশাদ।
কর্মসূচিতে অংশ নিয়েছেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবুল হোসেন বাবলা ও প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান প্রমুখ।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে যা চলছে তাকে আন্দোলন বলা যায় না, এটা সন্ত্রাস। আমরা সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ চাই। তাই শান্তির দাবিতে আমাদের নেতা অনশনে বসেছেন।
অনশনে অংশ নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকেল চারটা পর্যন্ত অনশন চলে।
সিলেটে ঝটিকা মিছিল: চলছে হরতাল
সিলেট প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি সিলেট বিভাগে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে চলছে ২০ দলীয় জোটের ডাকা হরতাল।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে নগরীর সুবিদবাজার এলাকায় একটি মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। মিছিল শেষে তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করার চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মানিক পীরের টিলার পাশে একটি ঝটিকা মিছিল করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। ওই মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকী, মঈন উদ্দিন সোহেল, মাহবুব চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান ...
মাছিমপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৭ এর মনাইপাড় এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়
জানা যায়, বৃহস্পতিবার ভোরে মাছিমপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুস সালামের নেতৃত্বে ১৬২ বোতল মদ জব্দ করা হয়।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানিরা পালিয়ে যায়।
মাদকদ্রব্য ও যেকোনো অপতৎপরতারোধে তার কমান্ডে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা জোর তৎপরতা অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।
চুনারুঘাট চিমটিবিল সীমান্ত থেকে ১ মন গাঁজা উদ্ধার
আব্দুল হাই প্রিন্স ॥ চুনারুঘাটে চিমটিবিল সীমান্ত ফাড়ির অদুরে বাগানের শ্রমিক স্বপন সাওতালের বাড়িতে অভিযান চালিয়ে ১ মন গাঁজা উদ্বার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টায় দারোগা হরিদাস এ গাঁজাগুলো উদ্ধার করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিমটিবিল এলাকার স্বপন সাওতালের বাড়ির আঙ্গিনার ১টি গর্তে কসটেপ মোড়ানো প্যাকেটে ৪ বস্তায় ১’মন গাঁজা পাচার করা জন্য মজুত করা হয়েছিল। যার আনুমানিক মূল্য পায় আড়াই লাখ টাকা। গাঁজাগুলো চুনারুঘাট পৌর শহরের নয়ানী বনগাও গ্রামের কামাল ও লিটনের বলে পুলিশ জানায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
চুনারুঘাটে ২৭টি সিএনজি ভাংচুর বিএনপি’র ৫ নেতাকর্মী আটক
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ২০দলীয় জোটের ৩৬ ঘন্টা টানা হরতালে ২য় দিনে পিকেটেররা ১৮টি অটোরিক্সা ২টি মেক্সি ভাংচুর করেছে। সোমবার সকাল ১০টায় স্থানীয় মধ্য বাজার, উত্তর বাজার ও কলেজ গেইটে টায়ার জ্বালিয়ে আতংক সৃষ্টি করে। পুলিশ ধাওয়া করলে পিকেটাররা এদিক ওদিক ছত্রভঙ্গ হয়ে পরে। পুলিশ টায়ারে পানি ঢেলে আগুন নিভায়। অটোরিক্সা ও গাড়ি ভাংচুরের দায়ে পুলিশ ৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। আটকৃতরা হল চুনারুঘাট উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম, বিএনপি কর্মী নুরুল আমীন, সাইফুল ইসলাম মাষ্টার, মোমিন আলী, আরজু মিয়া।