Category Archives: তৃতীয় পাতা

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ধামালি, চুনারুঘাট' এর প্রধান উপদেষ্টা, লন্ডন ট্রাডিশনের কর্ণধার মামুন চৌধুরীকে তার বাংলাদেশে আগমন উপলক্ষে গত ২২ ডিসেম্বর সংঠনের পক্ষে এর সভাপতি এডভোকেট মোস্তাক বাহার ফুল দিয়ে বরণ করেন তার প্রতিষ্ঠিত মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা চত্বরে। এসময় উপস্থিত ছিলেন 'ধামালি'র কণ্ঠশিল্পী ফরহাদ রনি ও সমাজ কর্মী সোহাগ হক। উল্লেখ্য, সিলেট বিভাগের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা ও লালনের উদ্দেশ্যে সংগঠনটি কাজ করছে।

চুনারুঘাট পাহাড়ি টিলায় মাটি কাটার সময় মাটি ধসে দুই নারী চা-শ্রমিক নিহত আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ছন্ডি এবং চাকলা পুঞ্জির মধ্যবর্তী পিপা টিলায় মাটি কাটতে গিয়ে মাটি ধসে দুই নারী চা- শ্রমিক ঘটনারস্থলেই নিহত হয়েছেন ও আরও চারজন নারী আহত হয়েছেন। গত বুধবার (১৫ আগস্ট) টিলা থেকে মাটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক কোখন মালের স্ত্রী আমোদীনি (৩০), মঙ্গল সাওতালের স্ত্রী বিষাখা শাওতাল (৩৫), তাদের সবার বাড়ি উপজেলার ১নং চাকলা পুঞ্জির চা-বাগানের দণি টিলা এলাকায়। এ ঘটনায় আহত সকাল মনি (২৬), বিশাল শাওতাল (৮), মুনিশা মৃধা (২০), সমবারি মন্ডা (২৭)সহ চারজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলা গোয়েন্দার বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোঃ মোর্শেদ আলম জানান আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঘর লেপার জন্য সাদা মাটির ...

চুনারুঘাট পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এম. শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক মোঃ মোস্তফা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানখলা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান তরফদার সবুজ। স্বাগত বক্তব্য রাখেন- অধ্য মোঃ নাছির উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মোঃ শাহাব উদ্দিন, দীপন চন্দ্র পাল, কলেজ পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান কাজল প্রমুখ।

চুনারুঘাটে শাশুড়ি হত্যার দায় স্বীকার জামাতার ॥ ব্যাংক থেকে ৮০ হাজার টাকা ঋণ তুলে না দেয়ায় শ্বাশুড়িকে হত্যা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চাঞ্চল্যকর শ্বাশুড়ি হত্যার দায় স্বীকার করেছে জামাতা ওলিউর রহমান। শ্বাশুড়ি হত্যার ২ মাস পর আশুগঞ্জ থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে গতকাল শনিবার বিকেলে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনূর বেগম এর আদালতে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে সে তার শ্বাশুড়িকে হত্যার দায় স্বীকার করে। পরে জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বলেন, আদালতে জবানবন্দিতে ওলিউর রহমান তার শ্বাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায় স্বীকার করেছে। সে আদালতে বলেছে, প্রায়ই তার শাশুড়ি জাহানারা বেগমের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া হত। এক পর্যায় শাশুড়িকে স্বর্ণের কানের দুল কিনে দেয়ার প্রলোভন দিয়ে ...

ইজ্জত সম্মান দিয়ে এসেছি সৌদিতে

মোঃ মিজনুর রহমান, সৌদি আরব থেকে ॥ শারীরিক নির্যাতনের স্বীকার হয়ে সৌদি থেকে দেশে ফিরছেন শত শত নারী শ্রমিক। সৌদি আরবের রিয়াদ সহ, দাম্মাম সহ বিভিন্ন শহরের জেল থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছেন এসব নিপীড়িত নারী কর্মীরা। চলতি মাস জুড়ে দুই শতাধিক নির্যাতিত নারী ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় দেশে ফিরছেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তা আল-আমীন । তিনি জানান, অমানবিক নির্যাতন সইতে না পেরে ইমিগ্রেশন ক্যাম্পে আশ্রয় নেন এসব নারীরা। রিয়াদের বাংলাদেশি দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় এই নারী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। গত সপ্তাহে দেশে ফিরে যাওয়া নারী শ্রমিকদের মধ্যে রয়েছেন রূপগঞ্জের সাথী, ভোলার জোসনা, কেরানীগঞ্জের মল্লিকা, ...

যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনকে কুপিয়ে আহতের ১৩দিন পার হলেও আসামীরা ধরা পড়েনি।

দেওরগাছ সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন (৪৭) কে কুপিয়ে আহতের ঘটনার ১৩দিন পার হলেও কোন আসামী এখনও ধরা পড়েনি। মামলার অভিযুক্ত আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরাফেরা করলেও পুলিশ অজ্ঞাত কারণে ধরছে না। উপরোক্ত তারা ওই যুবলীগের কর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ নিয়ে চুনারুঘাট থানা দারোগা জানান, মামলার বাদীপক্ষকে বলেছি। আসামীরা প্রকাশ্যে ঘুরছে বললে তিনি বলেন ধরবো অবশ্যই। তবে রাজনৈতিক কোন চাপ নেই বলে তিনি জানান। উল্লেখ্য গত ২০মার্চ সকাল সাড়ে ৮টায় ইনাতাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানের সামনে মৃত আবু তাহেরের ছেলে শাহাবুদ্দিনের মোটর সাইকেল আটকিয়ে তার গতিরোধ করে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। আহতবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা ...

চুনারুঘাট পৌরসভা ৯নং ওয়ার্ডের কালভার্টের সংস্কার চাই।

শেখ খাইরুল কবির ॥ চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে গেছে একটি খাল। খালটির উপর রয়েছে একটি কালভার্ট। এলাকায় জুড়ির পুল নামে পরিচিত।  কালভার্ট দিয়ে চন্দনা ধলাইরপাড়,মধ্য আমকান্দি,উত্তর আমকান্দি গ্রামের সহস্রাধিক বাসিন্দার যাতায়ত ঘটে। কিছুদিন আগে রাস্তার সংস্কার হলেও সংস্কার হয়নি পুরোনো ব্যবহৃত কালভার্টটি। কালভার্টটি পুরোনো হওয়ায় তার অবকাঠামোগত সমস্যা দেখা দেয়। এর ফলশ্রুতিতে কিছু দিন আগে কালভার্টের মধ্যভাগ হতে বিরাট একটি অংশ নিচে ধসে পড়ে যায়। যার ফলে যাতায়তকারী গ্রামবাসীগুলোর জন সাধারনের দৈনিক চলাচলে চরম বিঘ্নতা দেখা দিয়েছে। এলাকার বাসিন্দা শেখ হাবিবুর রহমানের সাথে কথা বলে জানা যায়,কালভার্টটি ২০-২৫ বৎসর আগে নির্মীত হয়েছিলো। তাই আপামর জন সাধারণের প্রানের  দাবি কালভার্টটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগি করে তোলা হোক।

চুনারুঘাটে গরুর হাটে দেশীয় গরুর সমাহার দাম বেশি হওয়ায় এখনও কেনাবেচা কম

এস আর সুজন ॥ চুনারুঘাটে শেষ মুহুর্তের গরুর হাট জমতে শুরু করেছে। হাটে প্রচুর দেশীয় গরুর সমাহার থাকলেও বাজার এখনও চড়া। ফলে এখনো বেচাকেনা সেই হারে শুরু হচ্ছে না। ভারতীয় গরু আসলে দাম কমবে এমন আশায় মানুষজন গরু কিনছেন খুবই কম। উপজেলার নির্ধারিত চুনারুঘাট পীরের বাজার, আমুরোড ও দূর্গাপুর বাজার গরুর হাট ছাড়াও ঈদ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজারে এখন প্রতিদিন গরুর হাট বসছে এমন বাজারের সংখ্যা প্রায় ২০টি। এসব হাটে গত কয়েক দিন ঘুরে দেখা গেছে, প্রচুর দেশীয় গরু আসছে হাটে। কিন্তু সেই তুলনায় গরুর বেচাকেনা শুরু হচ্ছে না। কারণ হিসেবে জানা যায়, বেপারীরা গরুর মুল্য হাকছেন অনেক বেশি। মুল্য বেশি থাকায় ক্রেতারা অপেক্ষা করছেন গরুর মুল্য কমার। অনেকেই ...

বিপাকে ফ্রি ভিসার কাতার প্রবাসী বাংলাদেশিরা

নুর উদ্দিন সুমন, কাতার থেকে ॥ বিপাকে পড়েছেন সকল ফ্রি ভিসার কাতার প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে সে দেশের ভাষা না জানার কারণে চরম দুর্ভোগেও পড়েন তারা। এ অবস্থায় বাংলাদেশি শ্রমিকদের নির্ধারিত কোম্পানির অধীনে কাজ নিয়ে কাতারে যাওয়ার পরামর্শ দিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, কাতার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি হচ্ছে একটি লোভনীয় ব্যবসা। কাতারে বহু বাংলাদেশি কোম্পানি এখন জনশক্তি রপ্তানির ব্যবসা করছে। তাদের ফ্রি ভিসার নামে বাংলাদেশিরা প্রতারিত হচ্ছেন স্বদেশেরই ভিসা ব্যবসায়ী এবং দালালদের কাছে। বড় বড় কন্ট্রাক্টিং কোম্পানিতে তাদের প্রজেক্টের জন্য হাজারো শ্রমিকের দরকার হয়। রিক্রটমেন্ট কোম্পানিগুলো ভিসার জন্য এসব কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে ধর্ণা দেয়। অনেক সময় কোম্পানির লোভী এইচআর ম্যানেজার ...

আলো ছড়াচ্ছে চুনারুঘাট সরকারী কলেজের লাইব্রেরী!

মোঃ সাইফুর রহমান ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাট সরকারী কলেজের শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানের লাইব্রেরীটি। কথায় আছে লাইব্রেরী জাতির সভ্যতা ও উন্নতির মানদন্ড। কথাটির যতার্থতা খুঁজে পাওয়া যায় প্রতিষ্ঠানের লাইব্রেরীতে। লাইব্রেরীটি কলেজ প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষাথীদের মধ্যে। বর্তমানে লাইব্রেরীটির অবস্থান কলেজের বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায়। লাইব্রেরীটির বর্তমান সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল আওয়াল। তার সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন লাইব্রেরীতে ৭০-৮০ জন ছাত্র/ছাত্রী এসে বিভিন্ন প্রকারের বই পড়ে। লাইব্রেরীতে বর্তমানে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক শাখার পাঠ্যবই সংশ্লিষ্ট বই ছাড়াও সাহিত্য, গবেষণা, বিজ্ঞান ও নানা প্রকার বইয়ের সংখ্যা আনুমানিক ৫ থেকে ৬ হাজার। লাইব্রেরীতে প্রতিদিন ২টি দৈনিক পত্রিকা, সাপ্তাহে ২টি সাপ্তাহিক ...

মিরাশী ইউনিয়নে চেয়ারম্যান রমিজ উদ্দিনের উন্মুক্ত বাজেট ঘোষনা

মোঃ মোজাম্মেল হক জনি মিরাশী ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে ১ কোটি ৩৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় মিরাশী ইউনিয়ন অফিস সভা কক্ষে উক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। মিরাশী ইউনিয়নের জন নন্দিত চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ইউপি সচিব সাধন আচার্যের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজুম মুনিরা, ডি এপ এলজির মোঃ মাহবুবুর রহমান, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার আব্দুস সামাদ আজাদ, মাষ্টার আহাদুজ্জামান খান মাসুক, মাষ্টার আলী হায়দার, কামরুল ইসলাম, মাষ্টার বদরুল, উদ্যোক্তা আতাউল হক এমরান, ইউপি ...

মুছিকান্দি শাহ মাদার মাজার শরীফে হামলা ভাংচুর ॥ খাদেমের ছেলে পুলিশ আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামের শাহ মাদার মাজার শরীফে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার সন্ধ্যায় ৬টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, প্রতিদিনের ন্যায় মাজারে দায়িত্ব পালন করেন খাদেম আ. কদ্দুছ মিয়া। ঘটনার দিন তার ছেলে পুলিশ সদস্য হাবিবুর রহমান ছুটিতে এসে মাজার জিয়ারতে যান। পূর্ব পরিকল্পিকভাবে গতকাল দুর্বৃত্তরা অবৈধভাবে মাজার শরীফে জায়গায় দলখ করতে আসে। তখন মো. হাবিবুর রহমানের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। তাকে একা পেয়ে দুর্বৃত্তরা বেধরক মারপিট ও মাজার শরীফে ভাংচুর শুরু করে। এ সময় হামলাকারীরা মাজার শরিফের খাদেম ঘর ভাংচুর, বাউন্ডারি, দানবক্স, মটরসাইকেল, মোবাইল সহ মাজারের টাকা পয়সা চিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় পুলিশ সদস্য হাবিববুর হমানকে চুনারুঘাট হাসপাতালে ...

হবিগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামে স্বামীর বাড়িতে মমিনা খাতুন (২৫) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে এঘটনাটি ঘটে। গৃহবধুর পরিবার সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের তৌহিদ মিয়ার পুত্র ফজলুল মিয়া (৩০) এর নিকট ৫ বছর আগে বিয়ে দেয়া হয় লুকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের আফরোজ মিয়ার কন্যা মমিনা খাতুন কে। বিয়ের পর তাদের কোলজুড়ে দুই সন্তানের জন্ম হয়। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে মমিনার উপর নির্যাতন শুরু করে ফজলুল। বিষয়টি মমিনা তার পরিবারকে একাধিক বার জানিয়েছে। গত শুক্রবার রাতে মমিনাকে পুনরায় তার স্বামী মারধোর করে। শনিবার সকালে মমিনার স্বামী শ্বশুরবাড়িতে খবর দেয় মমিনা বিষপান করেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ...

শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ॥ ৩ ঘন্টা পর চালু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এঘটনায় তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল সকাল ৬ টার দিকে সিলেট-ঢাকা ও চট্টগ্রাম লাইনে ট্র্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের দাউদনগর বাজার রেল গেইটের কাছে সিলেটগামী উপবন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনের যাত্রাবিরতী শেষে সিলেট যাবার পথে ট্রেনটি ৩ নাম্বার লাইন দিয়ে ক্রস করতে গিয়ে লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনের ইঞ্জিনের সহায়তায় উপবনের বগিগুলো সিলেট নিয়ে যাওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ মানিক মিয়া বিষয়টি প্রথম সেবাকে নিশ্চিত করে বলেন, এক লাইন ...

অবিরাম বৃষ্টিতে উপজেলার ব্রিকফিল্ডগুলোতে চরম ক্ষয়-ক্ষতি!

নাজিরুজ্জামান শিপন ॥ প্রচন্ড বৃষ্টির কারণে চুনারুঘাট উপজেলার অধিকাংশ ব্রিকস এর কয়েক লক্ষাধিক কাঁচা ইট পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। গত সপ্তাহের চলমান বর্ষণের কারণে এ ঘটনা ঘটে। সরোজমিনে গিয়ে দেখা গেছে চুনারুঘাট উপজেলার চাঁনভাঙ্গা এলাকার শোভা ব্রিকসের প্রায় দেড় লক্ষ কাঁচা ইট পানিতে তলিয়ে যায়। একই এলাকার নিউ তরফ ব্রিকস ও অনন্যা ব্রিকসসহ উপজেলার সকল ব্রিকফিল্ড গুলোর লক্ষ লক্ষ ইট পানিতে তলিয়ে গেছে। শোভা ব্রিকস এর মালিক আব্দুল কদ্দুছ জানান, বৃষ্টির কারণে চৈত্রমাস হতে এ পর্যন্ত তার ১২-১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার অন্যান্য ব্রিকস গুলোর একই অবস্থা। তাই মালিক পক্ষ আশা করছেন এ মৌসমে ব্যবসায় তাদের চরম লোকসানের আশংকা রয়েছে।

চুনারঘাটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ওয়ারেন্টভুক্ত জিআর ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোজাম্মেল হোসেন সুজন (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পাইকপাড়া গ্রামের মসকুদ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই মোঃ আলমাস মিয়া নেতৃত্বে একদল পুলিশ উপজেলা পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, মোজ্জামেল হোসেন সুজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় চুরি, ডাকাতি ও বন মালমাসহ একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও সুজনকে চুনারুঘাট থানা পুলিশ আরও ৪ বার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কবি সংসদ বাংলাদেশ চুনারুঘাট উপজেলা কমিটি গঠন

এস এম শওকত আলী ॥ কবি সংসদ বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় কবি সংসদ বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোঃ মোতাহির চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি ডাঃ নন্দ দেব। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রেজুয়ানুর রহমান, সাধারন সম্পাদক কবি আব্দুল হক রেনু, কবি অপু চৌধুরী, কবি এস ডি সিমুল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মোতাহির চৌধুরীকে সভাপতি, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মনসুর আহমেদ, মাওলানা আব্দুর রউফ, কামরুল ইসলামকে সহ-সভাপতি, এসএম শওকত আলীকে সাধারণ সম্পাদক, রাহয়ান আহমেদকে যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ আব্দুর রশিদকে ...

সংবাদদাতা আবশ্যক

হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা, আজমিরিগঞ্জ, লাখাই, বাহুবল, শায়েস্তাগঞ্জ পৌরসভা, মিরপুর, পুটিজুড়ি, শানখলা, জগদিশপুর, তেলিয়াপাড়া, জারুলিয়া ও চুনারুঘাট উপজেলা ও পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সংবাদদাতা নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সাপ্তাহিক প্রথম সেবা, চুনারুঘাট। মোবাঃ-০১৭১১-১৪১৩৯৫