প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

অভিনয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

বিনোদন প্রতিবেদক :বহুল আলোচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম। সম্প্রতি চীনে ‘মিস ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা হাতে নেতৃত্ব দেন। এবার অভিনয়ে নাম লেখালেন তিনি। ‘ব্যাচেলর ডটকম’ নামে একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। নাটকটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ। এ প্রসঙ্গে জেসিয়া ইসলাম বলেন, ‘‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি। চলতি মাসের শেষের দিকে এ ধারাবাহিকের কাজ শুরু করব। আশা করছি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। এ ছাড়া চলচ্চিত্রে কাজ করারও ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলেই কাজ করব।’’ জেসিয়া ছাড়াও এ ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, নিলয়, জোভান, সিদ্দিক, নাদিয়া আফরিন মীম, নাদিয়া নদী, বাঁধন, আইরিন ...

রোহিঙ্গা তরুণীকে বিয়ে করায় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক:নির্যাতন ও গণহত্যার মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা তরুণীকে বিয়ে করার ঘটনায় একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এ টাকা আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এবিএম হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। মোতাহার হোসেন সাজু বলেন, আইন অনুসারে বিদেশিরা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারে না। এছাড়া রোহিঙ্গা নারীদের বিয়ে না করতে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্ত এখানে আবেদনকারীরা দুটি অপরাধ করেছেন। ওই মেয়েকে নির্দিষ্ট ...

পুলিশকে জনবান্ধন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। নিজেদের (পুলিশ) জনবান্ধন হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য পুলিশের কর্মকাণ্ডের প্রসংশা করে আরও দক্ষতার সঙ্গে কাজ করা আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের জঙ্গিবাদ নির্মূলে দক্ষতার সঙ্গে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি, তবে তা (জঙ্গিবাদ) নির্মূল করতে চাই। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ বিশেষ ভূমিকা রেখেছে। রোহিঙ্গাদের আশ্রয় দিতে পুলিশ ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, পুলিশের উন্নয়ন ও অগ্রগতিকে সরকার গুরুত্ব দেয়। পুলিশের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার কাজ করছে। পুলিশকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, ...

নবীগঞ্জে ইমা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহীর মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ইমা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া চৌধুরী (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।রোববার (৭ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আউশকান্দির কিবরিয়া চত্তরে এ ঘটনাটি ঘটে।নিহত জাকারিয়া চৌধুরী নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত খিজিরুল ইসলাম চৌধুরী পুত্র। জানা যায়,রবিবার রাত সাড়ে ১০টার দিকে জাকারিয়া চৌধুরী নবীগঞ্জ শহর থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্তরে ইমা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ  বাধে । এসময় মোটর সাইকেল আরোহী জাকারিয়া গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাইওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

চুনারুঘাট গ্রাম পুলিশ সদস্যদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার চুনারুঘাটের ১০টি ইউনিয়নের শতাধিক গ্রাম পুলিশ সদস্য উপজেলা গেইটের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।রবিবার সকালে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সমপরিমাণ সরকারী সুবিধা দেওয়া সহ বিভিন্ন দাবীতে এ মানব বন্ধন কর্মসূচী পালন করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করে। বিক্ষোভ কর্মসূচী পালনকালে চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু গ্রাম পুলিশদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচী পালনের অনুরোধ জানান। গ্রাম পুলিশ সদস্যরা তাদের নিজস্ব পোষাক পরিধান করে সারিবদ্ধ ভাবে মানববন্ধনে যোগ দেয়। গ্রামপুলিশদের পক্ষে বক্তব্য রাখেন কেরামত আলী, চেরাগ আলী প্রমুখ।

মাধবপুরে গাঁজাসহ মহিলা আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তাজপুর (ফতেহপুর) এলাকা থেকে গাঁজাসহ খুশবানু (৫৬) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।খুশবানু তাজপুর (ফতেহপুর) গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী।রোববার (৭ জানুয়ারী) দুপুরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সিপাই হিরনময় শর্মার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়।

হবিগঞ্জে টমটমের চাকায় ওড়না পেছিয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ কটিয়াদি সড়কে টমটম (ইজিবাইক) এর চাকার সাথে গলায় ওড়না পেছিয়ে জামিলা আক্তার (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।রোববার (৭ জানুয়ারী) বিকালে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত জামিলা আক্তার বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, জামিলা আক্তার তার স্বামীর বাড়ি থেকে ৪ সন্তানকে নিয়ে রোববার বিকেল পৌনে ৫টার দিকে টমটম যোগে পিতার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কটিয়াদি নতুন বাজার সড়কে পৌছলে অসাবধানতা বশত গৃহবধু টমটমের চাকার সাথে গলার ওড়না পেছিয়ে যায়। এক পর্যায়ে সে টমটম থেকে মাটিতে লুটিয়ে পড়ে।তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।হবিগঞ্জ সদর আধুনিক ...

মাধবপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে শিশুদের ঝগড়া নিয়ে প্রতিপক্ষের হামলায় আমির মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ওই এলাকার খুর্শেদ মিয়ার পুত্র। স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টায় আমির মিয়ার ভাতিজা রাকিব আহমেদ (৭) এর সাথে প্রতিবেশি হেলাল মিয়ার ভাতিজার ক্রিকেট খেলতে গিয়ে ঝগড়া হয়। খবর পেয়ে আমির মিয়া স্থানীয় হাওর থেকে বাড়িতে আসে। এ সময় প্রতিপক্ষ হেলাল মিয়া, বিলাল, সেলিম, আমসু মিয়াসহ কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা লোকজন মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপর থানার এসআই কাশেম আহমেদ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে গতকাল সকালে সদর হাসপাতাল ...

মুড়ারবন্দ বাৎসরিক ওরস ১৩ জানুয়ারী

স্টাফ রিপোর্টার: ১৩,১৪,ও ১৫ই জানুয়ারী ৩ দিন ব্যাপি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরিফে ৬৯৭ তম বাৎসরিক পবিত্র ওরস মোবারক অনুষ্টিত হবে। মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী জানাযায়, হযরত শাহ জালাল (রঃ) এর সফর সঙ্গী সিলেট এবং তরফ বিজয়ী সিপাহ সালার (মদনী) হযরত সৈয়দ নাছির উদ্দিন (রঃ) ১৩০৩ খ্রিঃ সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় করেন। ১৩০৪ খিঃ মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যেও শাসন কর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন এবং তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন তার দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফন করার জন্য কিন্তু তার সঙ্গী সাথীরা এ আদেশ কেহ মানল না। শরিয়তের বিধান মতে মাজার উত্তর-দক্ষিণে দাফন করেন কিন্তু ৪০ কদম দূরে আসার পরে মাজার শরিফ ...

খালেদা জিয়ার সাথে সাক্ষাত চুনারুঘাটের ইউনুস আলীর পরিবারের

স্টাফ রিপোর্টার: দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন চুনারুঘাটে পুলিশের  গুলিতে নিহত  সাবেক কাউন্সিলর ও যুবদলেরর যুগ্ম আহবায়ক মো: ইউনুস আলীর পরিবার। এসময় খালেদা জিয়া ইউনুস আলীর চার সন্তান ও সদ্য বিধবা স্ত্রীর খোঁজ খবর নেন ও তাদেরকে শান্তনা দেন, পরম মমতায় আদর করেন। এবং তাদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন। শনিবার (৬ জানুয়ারী) রাত দশটায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ অনুদান তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির, সাবেক এমপি শাম্মি আক্তার শিপা, যুবদল কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর, কামরুজ্জামান দুলাল, কামাল মাহমুদ রিয়াদ, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া ...

জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক দীলিপ কুমার যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়ায় দুই শুন্য শুন্য ছয় পরিবার এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাত করে সংগঠনের সদস্যরা বান্দরবান এ অবস্থিত তার সরকারি বাসভবনে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাকারিয়া রকি, খায়রুল আলম শুভ, এড শিশির দেবনাথ ও রাসেল আহমেদ।

মাধবপুরে মাদক ব্যবসায়ী আয়াত আলীকে আটক করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেলঘর বাসস্ট্যান্ড থেকে হায়াত আলী (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার গভীররাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৬শ পিছ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হায়াত আলী উপজেলার শিদরপুর গ্রামের শওকত আলীর পুত্র। র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হায়াত আলীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

চুনারুঘাটের সুলতানপুরে কাঠের সেতু নির্মাণ করলেন ব্যারিস্টার সুমন

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি ব্রীজের অভাবে হাজার হাজার মানুষের কষ্টের অন্ত ছিল না। তবুও দীর্ঘদিন ধরে কেউ সেখানে একটি ব্রীজ নির্মাণে সঠিক কোনো পদক্ষেপ না নেয়ায় সাধারণের দূর্ভোগ দিনকে দিন বেড়েই চলছিল। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে উপজেলার সুলতানপুর গ্রামে পাহাড়ি ছড়ার উপর সেচ্ছাশ্রমের মাধ্যমে একটি কাঠের ব্রিজ নিমার্ণ করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী স্থানীয় লোকজনদের নিয়ে নিজ উদ্যোগ, শ্রম ও অর্থায়নে ব্রিজটি একদিনের মধ্যেই নির্মাণ করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সুলতানপুর গ্রামে ছড়ার পানিতে ভিজে স্থানীয় চা-শ্রমিকসহ প্রতিদিন প্রায় ৮/১০টি গ্রামের হাজার হাজার মানুষ পারাপার হয়। এছাড়াও ...

চট্টগ্রাম থেকে নিখোঁজে ৩ দিন পর চুনারুঘাট থেকে ২ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ

খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥চট্টগ্রাম থেকে নিখোঁজের তিনপর চুনারুঘাট থেকে দুই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে উপজেলার রানীগাঁও ইউনিয়নের রামশ্রী থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হল-চট্টগ্রাম জেলার কুলশি থানার লালখান বাজার গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে আশিকুল আলম সৈকত (১৬) ও তার চাচা ভাই মোঃ আমিন হোসেনে ছেলে সালমান জয় (১৮)। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারী দুই চাচা ভাই আশিকুল আলম সৈকত ও সালমান জয় বাড়ি থেকে রাগ করে ট্রেনে পালিয়ে আসে শায়েস্তাগঞ্জে। ট্রেনে আসার সময় তাদের সাথে পরিচয় হয় চুনারুঘাটের রামশ্রী গ্রামের রাজ্জাক মিয়ার ছেলের সাথে। সে সুবাধে তারা দুই জন রাজ্জাক মিয়ার বাড়িতে চলে আসে। এদিকে দুই কিশোরের পিতা তাদের ছেলেকে ...

বিশ্বকাপ ২০১৮: রাশিয়ান দর্শকদের জন্য সুখবর

ক্রীড়া প্রতিবেদক: ২০১৮’র ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে রাশিয়া। এখন পুরোদমে চলছে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। ২০১৮’র বিশ্বকাপের জন্য ১১টি শহরকে নির্বাচন করেছে দেশটি। তবে খেলা হবে ১২টি ভেন্যুতে। রাজধানী মস্কোর দুইটি ভেন্যুতে খেলা হবে। আগামী ১৪ই জুন শুরু হবে বিশ্বফুটবলের এ মহা আসর। আর বিশ্বকাপ উপলক্ষে নিজ দেশের ফুটবল সমর্থকদের জন্য দারুণ এক সুখবর দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের যাতায়াতের জন্য খুব স্বল্প মূল্যে টিকিটের ব্যবস্থা করছে রাশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানী অ্যারোফ্লোট। বিশ্বকাপ চলাকালে এক শহর থেকে আরেক শহরে যেতে টিকিটের দাম পড়বে মাত্র ৫ রুবল বা ৯-সেন্ট (০.০৯ ডলার)। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর স্যাভেলইয়েভ বলেন, রাশিয়ার দর্শকদের সুবিধার জন্যই আমরা এমন ব্যবস্থা করছি। বিশ্বকাপে যে সকল শহরে ম্যাচ হবে অ্যারোফ্লোট দিয়ে ...

দর্শক যেভাবে চায় সেভাবেই হাজির হবো: পরীমনি

পরীমনি (চিত্রনায়িকা) :আমাদের চলচ্চিত্রের ইতিহাস পড়লে দেখা যায়, এক সময় স্থানীয় সিনেমা হলগুলোতে কলকাতা অথবা লাহোরের চলচ্চিত্র প্রদর্শিত হতো। সে সময় ‘মুখ ও মুখোশ’ নির্মাণ করা হয়। সিনেমাটি দারুণ সাড়া ফেলে! তখনও পূর্ব পাকিস্তানে নিজস্ব কোনো চলচ্চিত্র শিল্প গড়ে ওঠেনি। এরপর বাংলাদেশের নির্মাতারা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন। সে সময় একের পর এক জনপ্রিয় সিনেমা মোহিত করেছে দর্শককে। তারই ধারাবাহিকতায় আমাদের সিনেমার সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও সুনাম অর্জন করে। তখন নিয়মিত শুটিং হতো। এমনকি ফ্লোর নিয়ে কাড়াকাড়ি লেগে যেত। আমাদের এই বিএফডিসিতে থাকতো উৎসবমুখর পরিবেশ। এখন দেশ অনেক এগিয়েছে। আমরা এনালগ থেকে ডিজিটাল হয়েছি। বিএফডিসিকে সরকার আধুনিক করে গড়ে তুলছে। তাহলে এখন কেন আমরা অতীতের সেই সোনালী অধ্যায়ে ফিরে ...

জেএসসি-জেডিসির ফল পুনঃনিরীক্ষার আবেদনের শেষ দিন আজ

স্টাফ রিপোর্টার: জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের পুনঃনিরীক্ষার সময়সীমা আজ শনিবার শেষ হচ্ছে। শিক্ষার্থীরা আজ রাত ১২টা পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবে।সংশ্লিষ্ট বোর্ডে টেলিটক মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে আবেদন করলে পরবর্তীতে ফলাফল জানিয়ে দেওয়া হবে। গত ৩০ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরদিন ৩১ ডিসেম্বর থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাচ্ছে।আবেদন করতে হলে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজে গিয়ে RSC ...

আজমিরীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: নিখোঁজের ৬ দিন পর আজমিরীগঞ্জের কুশিয়ারা নদী থেকে দিরাইয়ের মিনার উদ্দিন (৩০)নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে পাহাড়পুর এলাকার লোকজন কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে আজমিরীগঞ্জ থানায় খবর দেয়।শুক্রবার (৫ জানুয়ারী) সকালে এসআই দুর্গা দাশের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।নিহত মিনার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামের মৃত রহিম উল্লার পুত্র।মিনারের বড় ভাই সালা উদ্দিন জানান, মিনার কৃষি কাজ করতো। গত শুক্রবার সে বাড়ি থেকে বাজারে যাবার কথা বলে বের হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন শনিবার দিরাই থানায় জিডি করেন। তিনি আরও জানান, তার ভাইকে দুর্বৃত্তরা খুন করে নদীতে ফেলে গেছে।আজমিরীগঞ্জ থানার ওসি ...