
আব্দুল হাই প্রিন্স ॥ প্রতিদিনের ন্যায় চুনারুঘাট-মাধুবপুর আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলী এমপির নৌকার সমর্থনের পৌর শহরে গনসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার চুনারুঘাট পৌর যুবলীগের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে নৌকা মার্কায় ভোট চেয়ে ওঠান বৈঠক, প্রচারনা ও গনসংযোগ করেন নেতৃবৃন্দরা। গনসংযোগে চুনারুঘাট পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুলের ও যুগ্ন-আহবায়ক মাজেদুল হোসেন লুবন এবং আব্দুর রহমানে যৌথ নেতৃত্বে উপস্থিত ছিলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সদস্য এডভোকেট মোস্তাক বাহার, উপজেলা যুবলীগের অন্যতম নেতা আনোয়ার হোসেন, পৌর যুবলীগের সদস্য কাওসার আহমেদ চৌধুরী শিপলু, সাইদুল কবির মিজান, আবুল হোসেন প্রয়াস, আফতাব উদ্দিন রাফিজ, শেখ সুমন মিয়া, সোহাগ চৌধুরী, টিটুল চন্দ দেব, মিজানুর রহমান তালুকদার, জাফর ইকবাল ...