মাঠের জমি লীজনিয়ে মাছ চাষ জলবদ্ধতা সৃষ্টি শত শত মানুষ বিপাকে

মাধবপুর প্রতিনিধি ॥ মাঠের জমি লীজনিয়ে মাছ চাষ জলবদ্ধতা সৃষ্টি শত শত কিশোর ও যুবকরা খেলা-ধূলা করতে না পেড়ে এখন বিপাকে। জানাযায়, মাধবপুর উপজেলা ষ্টেডিয়াম মাঠের পশ্চিম পার্শ্বের জমিটিতে এলাকার এক ক্ষমতাসিন জনৈক ব্যক্তি লীজনিয়ে পানি ভড়াট করে মাছ চাষ করায় সামান্য একটু বৃষ্টি হলেই মাঠতিতে জলবদ্ধতা সৃষ্টি হয়। জমিটিতে আগে ধান চাষাবাদ করাহলেও গতকয়েক দিন আগে মাঠের পূর্ব পার্শ্বের খাল থেকে সেচের মাধ্যমে জমিটিতে পনি ভড়াট করে মাছ চাষ করে আসছে এই ক্ষমতাসি ব্যাক্তি। পানি নিষ্কাশনের পথ না থাকায় বৃষ্টির পানিতে মাঠটিতে এখন জলবদ্ধতা সৃষ্টি হয়। এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলছেনা কেউ। মাঠটিতে বহুদিনধরে খেলা-ধূলা করে আসা শত শত শিশু কিশোর ও যুবকরা খেলা-ধূলা করতে না পেরে বিপদগ্রামী হচ্ছে। মাঠটি মাধবপুর উপজেলার একমাত্র ষ্টেডিয়াম মাঠ। উপজেলার সকল প্রকার খেলাধুলা, ফুটবল টূর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ওয়াজ মাহফিল থেকে শুরুকরে সকল প্রকার জাতীয় অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়ে থাকে উক্ত ষ্টেডিয়ামে। কিন্তু এই গুরুত্বপূর্ণ এই ষ্টেডিয়ামটি অযতেœ অবহেলা পড়ে আছে, নেই কোন সংস্কারের উদ্যোগ। একতো নেই উন্নয়নের ছোয়া অপর দিকে কিছু স্বার্থান্বেষী মহল মাঠটিকে বিভিন্ন ভাবে ব্যবহারের ফলে ষ্টেডিয়ামটি এখন ধ্বংসের পথে। তাছাড়া মাঠের পূর্ব পার্শে¦ ছোট খালটিও একেই ব্যক্তি লীজ নিয়ে ষ্টেডিয়ামের পানি নিষ্কাশনের পথটি বন্ধকরে দিয়ে বৃষ্টির পানি আটকিয়ে মাছ চাষ করেছে। এছাড়াও মাঠের মধ্যে মাইক্রোবাস, ট্রাক্টরসহ বিভিন্ন প্রকার যানবাহন জলাশয়ে ধৌত করার কারণে মাঠের অধিকাংশ অংশ পানি জমে থাকে এ যেন দেখার কেউ নেই। ষ্টেডিয়ামের পূর্ব পার্শে¦র খালটির পাড় ভেঙ্গে দিন দিন ষ্টেডিয়ামটি ছোট হয়ে আসছে। উক্ত জলাশয় এবং জমি ভরাট করে যদি মাঠটি সংস্কার করা হয় তাহলে ষ্টেডিয়ামটি অনেক দীর্ঘ এবং সুন্দর হবে। দক্ষিণ পার্শ্বে গ্যালারী জায়গা থাকলেও নেই কোন স্থাপনা। মাঠে খেলাপ্রেীরা জানান মাঠ সংস্কার ও উন্নয়ন কারার জন্য বিগত উপজেলা চেয়ারম্যানের আমলে কয়েকবারই আবেদন করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। মাধবপুরের একমাত্র ষ্টেডিয়ামটি স্বার্থান্বেষী মহলের হাত থেকে রক্ষা পাবে এবং ষ্টেডিয়ামটিতে উন্নয়নের ছোয়া লাগবে এটা মাধবপুরের খেলাপ্রেমীদের প্রাণের দাবি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *