হাতির লম্বা দাঁত আর ঘুষখোর

প্রিয় পাঠক। অন্য কথা শিরোনামটি দেখলেই অন্যরকম মনোভাব দেখা দেয়। এটিই স্বাভাবিক । এ শিরানামটি সাপ্তাহিক প্রথম সেবার মাধ্যমে খুবই সাড়া পেয়েছে। এর কারনও যতেষ্ট। কারণ অনেক কথার চলনায় সত্যকে প্রকাশ করার প্রয়াস অব্যাহত রয়েছে। যা হোক। আজকের শিরোনামে চলে যাচ্ছি। জন্মগত ভাবেই লাখ টাকার হাতির সামনে দুটি দাঁত বের হয়ে আছে। লম্বা দাতের মাধ্যমে হাতির পরিচয় পাওয়া গেলেও মাড়ির ভেতরে আসল দাঁত রয়েছে ঠিকই। মূলত: মাড়ি থেকে বের হয়ে থাকা ওই দাঁত গুলোর কোন কার্যকারিতা নেই বললেই চলে। এমনি ভাবে আমাদের সমাজে হাতির লম্বা দাঁেতর মতো এমন কিছু সমাজপতি, কর্মকর্তা, কর্মচারী ও ব্যাক্তি আছেন। তাদের চাল চলন বা লেবাসে গুনি মানুষ বলে ধরে নেয়া হয়। মূলতঃ এদের ভিতরে দূর্নীতির নানা চাপ সবসময় ঘুরপাক খায়। এরা অপকর্মে পারদর্শী অথচ বাহিরের অবস্থায় বা চাল-চলনে যে কেউ তাদেরকে দেখলে সম্মান না করে পারবেনা। হাতির লম্বা দাঁতগুলো যেমন অনেক চেষ্টা করেও ভেতরে প্রবেশ করানো সম্ভব নয় তেমনি ওইসব দূর্নীতিগ্রস্থ বা ঘুষখোরদের ভাল হবারও উপায় নেই । কারণ এরা লোভের সাগরে হাবুডুব খাচ্ছে। অথচ সমাজের কাছে যেমন এরা ঘৃর্ণিত তেমনি সচেতন মহলেও এদের অবস্থান হালকা। যদিও তাদের আচার-আচরণ ও লেবাসের কাছে সবাই হার মেনে চলতে হয়। এদের চারা সাধারণ মানুষ এক পা ও চলতে পারে না। হাতির মতো বাইরে ওরা চাক ছিকন্ন মনোভাব দেখায়। যেন এরাও সমাজের অনেক বড়…..। ৭১’সালে এদেশের মুক্তিকামি মানুষ যে আসায় দেশ স্বাধীন করেছিল সে আসাতো আজও পূরণ হয়নি এমনকি সোনারবাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সমাজের কিছু দুর্নীতি গ্রস্থদের কারণে বাধাগ্রস্থ হচ্ছে। এসব কতিপয় দুর্নীতি ও স্বার্থপরায়ণ ব্যক্তিদের কারণে দেশের সাধারণ মানুষ স্বাধীনতার ৪৩ বছরেও পায়নি পূর্ণ স্বাধীনতা। স্বাধীনতার মাধ্যমে আপামর জনগণ ভোগ করবে দূর্নীতি ও ঘুষমুক্ত সমাজ। কিন্তু তা হয়নি। তবে আমাদেরকে এটাও স্বীকার করতে হবে যে একময় বাংলাদেশকে তলাবিহীন ঝুঁিড় বলা হতো। কিন্তু এখন সেই অপবাদ প্রায় মুছে গেছে। এ দেশটি বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে শিল্প কারখানা ও শিক্ষা সংস্কৃতিতে অনেকটাই স্বয়ংসম্পন্ন দেশ বলা চলে। প্রিয় পাঠক। আমাদের সোনার বাংলা দেশকে আরও এগিয়ে নিতে এখন প্রয়োজন দুর্নীতি রোধ-সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠন করা। নৈতিক শিক্ষার বিস্তার দরকার। না হলে…………….।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *