নবীগঞ্জে ৯ ছাত্রীকে পিটিয়ে আহত প্রধান শিক্ষক অবাঞ্চিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইংরেজী বই না নিয়ে ক্লাশে আসায় ১০ম শ্রেণীর ৯ ছাত্রীকে পিটিয়ে আহত করার ঘটনায় নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হোসাইন আহমেদ চৌধুরীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এক প্রতিবাদ সভায় তাকে অবাঞ্চিত করা হয়। প্রতিবাদ সভায় দেওয়ান হোসাইন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করারও সিদ্ধান্ত হয়। প্রধান শিক্ষক যদি নিজ থেকে পদত্যাগ না করেন তাহলে তাকে আর স্কুলে আসতে দেয়া হবে না। তবে শনিবার থেকে যথারীতি ক্লাশ চলবে। গজনাইপুর ইউপি চেয়ারম্যান আব্দুস খায়ের গোলাপের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, দেবপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জাবেদ আলী, মেম্বার জমশের আলী, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান, ছাত্রলীগ নেতা রাসেল, বশির আহমেদ প্রমুখ। গত সোমবার বেলা আড়াইটায় দেওয়ান হোসাইন আহমেদ ১০ম শ্রেণীতে যান ইংরেজীর ক্লাশ নিতে। ইংরেজীর বই না নেয়ায় তিনি ৯ ছাত্রীকে বেত দিয়ে বেদম প্রহার করেন। এর মধ্যে নাজমিন আক্তার, ফাহিমা বেগম, সোমা বেগম ও আলিফা বেগম রক্তাক্ত জখম হয়। নাজমিন আক্তার হাত-পা ও মাথায় ব্যাথা পেলে আউশকান্দির অরবিট হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসী। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক দেওয়ান হোসাইন আহমেদ চৌধুরী স্কুলে অনুপস্থিত রয়েছেন এবং তার মোবাইলটিও বন্ধ। ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে তালা দিয়ে দেয়। আহত শিক্ষার্থী শতক গ্রামের সালমা আক্তারের পিতা খুরশেদ মিয়া জানান, শিক্ষকের হাতে এ ধরনের ঘটনা কাম্য নয়। আমার মেয়েকে এমনভাবে মারধোর করেছে সে এখন আতঙ্কে লেখাপড়া করতে পারছে না। আহত সালমা জানায়, স্যার আমাদেরকে বেআইনীভাবে মারধোর করেছেন। আমরা এই ঘটনার বিচার চাই। আহত ছাত্রী সুমা আক্তার জানায়, স্যারের বেতের আঘাতে আমার হাত মারাত্মকভাবে জখম হয়েছে। আমার পিতার আর্থিক অবস্থা ভাল না থাকায় ভাল চিকিৎসা করাতে পারছি না। আহত ছাত্রী আলিফা আক্তার জানায়, স্যারের বেতের আঘাতে আমার হাত মারাত্মকভাবে জখম হয়েছে। হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পর এখনও সেই হাত ভাল হচ্ছে না। অভিযোগে জানা যায়, দেওয়ান হোসাইন আহমদ চৌধুরী গত বছর ৮ম শ্রেণীর ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন এবং পরে সালিশের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি হয়। প্রসঙ্গত, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হোসাইন আহমেদের চাকুরি আর এক বছর রয়েছে। এছাড়া আগামী ১৬ এপ্রিল স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *