বাসের চাপায় স্কুল ছাত্রী নিহত সালিশে নিস্পত্তির উদ্যোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের চাপায় স্কুল ছাত্রী শান্তা চৌধুরী (১০) নিহত হবার ঘটনা সালিশে নিস্পত্তির উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এবং নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার বিকেলে দিনারপুর কলেজের বিষয়টি নিস্পত্তির জন্য এ বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক সফিকুর হেমান চৌধুরী, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সজীব আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ, ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম প্রমূখ। এ সময় জেলা প্রশাসক স্থানীয় বিক্ষোব্দ জনতা ও পরিবহণ শ্রমিকদের উপস্থিতিতে আগামী ২ দিনের মধ্যে দূর্ঘটনায় নিহত শিশুর ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে আলোচনাক্রমে নিস্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারের নিকট গত বুধবার সকাল ১১টার দিকে স্কুল ছাত্রী শান্তা চৌধুরী রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন বাস (নং ঢাকা মেট্টো ব-১১-১৪৫৬) শান্তাকে চাপ দেয়। সাথে সাথে শান্তা চৌধুরীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহত শান্তা উপজেলার পৌর এলাকার গন্ধা গ্রামের লিটন মিয়ার কন্যা। সে তার নানার বাড়ী দেওপাড়া থেকে গাবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করত। বিক্ষোব্দ জনতা ও হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আউশকান্দি বাজারে আটক করলেও চালক পালিয়ে যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *