মুক্তিযোদ্ধা আলীর শত বছরের আম গাছ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউপির ছিলামী গ্রামের পূর্বে-করাঙ্গী নদীর তীরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীর জমিতে প্রায় দেড়শত বছরের পুরুনো চারদিকে ডালপালায় ছাতার মত বেষ্টিত অপরুপ সুন্দর এক আমগাছ দাড়িয়ে আছে। তার পাশে রয়েছে করাঙ্গী নদী ও নদীর তীর এবং সবুজ শ্যামল সমারোহ চা বাগান। সে গাছের নীচে বসে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়ে সমবেত হত। যুদ্ধকালীন সময়ের তারই স্বাক্ষী হিসেবে দায়িড়ে আছে এ পুরুনো গাছটি। এখন যুগ যুগ ধরে সে গাছের নিচে কয়েকটি গ্রামের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ গাছের নিচে বসে শান্তির নিঃশ্বাস নিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলীর সাথে এ বিষয়ে আলাপ করলে তিনি বলেন, এ গাছটি সাধারণ মানুষের শান্তির নিঃশ্বাসের প্রতিয়মান থাকবে এবং যুদ্ধকালীন সময়ে স্মৃতি বিজরিত হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *