এরশাদের রাজনীতি-কি জনগনের জন্য? নাকি নিজের ভোগ-বিলাস ও আত্মরক্ষার জন্য?

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ জাতীয় পার্টির মহাসচিব পদ হাতবদল হয়েছে। হাওলাদার যুগের অবসান ঘটেছে। দীর্ঘ ১৪ বছর জাতীয় পার্টির নেতাকর্মীরা কার্যত হাওলাদারের চাতুর্য আর দু’মুখী নীতির কাছে জিম্মি ছিলেন। এখন শুরু হলো বাবলু যুগ। এ যুগ শুরু হতে না হতেই দলের নেতাকর্মীদের আশঙ্কা এরশাদের জাতীয় পার্টি কার্যত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের মতোই রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হবে। কারণ, জাতীয় পার্টির রাজনীতি করলেও জিয়াউদ্দিন আহমদ বাবলু কার্যত আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত। আর এরশাদ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেন দাবি করলেও তার রাজনীতি জনগণের জন্য নয়। এমনকি দলের নেতাকর্মী সমর্থকদের জন্যও নয়। তার রাজনীতি নিজের জন্য। এরশাদের রাজনীতি জনগণের জন্য দাবি করা কার্যত সুকুমার রায়ের কবিতার মতো ‘ষোল আনাই মিছে’। ৫ জানুয়ারীর নির্বাচন ইস্যুতে জাতীয় পার্টি জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। উপজেলা নির্বাচনে তার প্রমাণও হয়ে গেছে। জাতীয় পার্টির রাজনীতি করে সুবিধাভোগী কিছু ব্যক্তি এরশাদের আশপাশের কিছু আগাছা ফুলে ফেঁপে উঠলেও সাবেক এই প্রেসিডেন্টের রাজনীতির উপকার পায়নি জনগণ ও বর্তমান প্রজন্মের তরুণরা। দলের নেতাকর্মী, ইসলাম প্রিয় সাধারণ মানুষ, নির্বাচনী এলাকা রংপুরের এরশাদ ভক্ত কারোই উপকারে আসছে না জাতীয় পার্টির রাজনীতি। হাতে গোনা কয়েকজন তোষামোদকারী চাটুকার ছাড়া কারো হৃদয়ে নেই এরশাদ। জনগণ থেকে যোজন যোজন মাইল দূরে থাকা এরশাদ সামনে জনগণের কাছাকাছি যেতে পারছেন তেমন সম্ভাবনাও নেই। তাই অনেকটা বাধ্য হয়েই ক্ষমতাসীনদের তুষ্ট রাখা এবং দলের সরকার সমর্থিতদের খুশি করতে ব্যস্ত হয়ে উঠেছেন। সদ্য পদ হারানো মহাসচিব রুহুল আমিন হাওলাদারের ‘সুবিধাবাদী আচরণে’ নেতাকর্মীরা ছিলেন বিক্ষুব্ধ। দুই দিকে খেলে হাওলাদার কার্যত জাতীয় পার্টিকে নিজের পকেটে নিয়েছিলেন। মহাসচিব পদ হাতবদলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা খুশি হওয়ার বদলে হয়েছেন চরম বিক্ষুব্ধ। মহাসচিব পদে হাতবদলকে ‘ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনের’ পড়ার সঙ্গে তুলনা করছেন। তাদের মতে জাতীয় পার্টির নিজস্ব যে স্বকীয়তা এতোদিন ছিল সেটাও অবশিষ্ট থাকবে না। পার্টিকে সুসংগঠিত করার কথা বলে এরশাদ মহাসচিব পদে হাতবদলের দাবি করলেও বাস্তবতা উল্টো বলে প্রচার করছেন দলের নেতাকর্মীরাই। তাদের মতে, উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির ভবিষ্যৎ পরিষ্কার হয়ে গেছে। জনগণের বিপক্ষে অবস্থান নেয়ায় জাতীয় পার্টি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। দুই দিকে খেলা অর্থলিপ্সু-চতুর হাওলাদারকে বাদ দিয়ে জিয়াউদ্দিন আহমদ বাবলুকে মহাসচিব করে এরশাদ জাতীয় পার্টির রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন। সব সময় ক্ষমতাসীনদের বি-টীম হিসেবে পরিচিত জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের অঙ্গ না হোক সহযোগী সংগঠনে পরিণত হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এরশাদ নিজেকে জাতীয়তাবাদী ধারার রাজনীতিক দাবি করলেও দাবি ষোল আনাই মিছে। মিজানুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার সময় দলটি জনগণের দাবি নিয়ে মাঠে আন্দোলন কর্মসূচি পালন করলেও ’৯০ দশকের শেষ দিক থেকে দলটি ক্ষমতাসীনদের বিটীম হয়েই রয়েছে। হরতাল বিরোধী দল হিসেবে প্রচার করে জনগণের কোনো দাবি নিয়ে দলটিকে মাঠে দেখা যায়নি। তিস্তার পানির দাবিতে লংমার্চ করে দলটি জনগণের কাছাকাছি চলে যাওয়া এরশাদের প্রতি মানুষ দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তিনি নিজেই সেটা নষ্ট করেছেন। মহাসচিব পদ হাতবদলের পর স্ত্রীর সঙ্গে বিরোধ নেই এটা প্রমাণ করতে মহাসচিব পদে রদবদলের দাবি করলেও তিনি মামলা থেকে বাঁচতে দলের ইসলামী মূল্যবোধ আর জাতীয়তাবাদী ধারার আদর্শ বিসর্জন দিয়েছেন। বহু বছরের দাম্পত্য জীবন হলেও ২০০০ সাল থেকে এইচ এম এরশাদ ও বেগম রওশন এরশাদ পৃথক বাসায় বসবাস করেন। ২০০৭ সালে ড.ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকারের সময় জাতীয় পার্টিকে দ্বিখন্ডিত করে রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। পরবর্তীতে বাধ্য হয়েই রওশন মূল দলে ফিরে এলেও ‘এক ছাদের নীচে’ তারা আর আসেননি। ৫ জানুয়ারীর নির্বাচন ইস্যুতে বিভেদ আর নাটকীয়তায় স্বামী স্ত্রীর বিরোধ চরম পর্যায়ে চলে যায়। এরশাদ কার্যত মন থেকেই নির্বাচন থেকে দূরে সরে গেলেও মানুষ তার কথা বিশ্বাস করেনি। তার কথাবার্তাকে নাটক হিসেবে প্রচার করে। নির্বাচন বর্জনের ঘোষণা দিলে ‘আটক’ জীবন যাপন করতে বাধ্য হন। ভোটের পর মুক্তি মিললেও সে বিরোধ মেটেনি। এরশাদের ডাকে সাড়া দেয়নি রওশন পন্থী এমপিরা। এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও দীর্ঘদিন কথাবার্তা বন্ধ ছিল। পরে আমি জীবনে আর নির্বাচন করবো না এমন বক্তব্য দেয়ায় দুজনের মধ্যে দূরত্ব কিছুটা কমে আসে। কিন্তু সুবিধাবাদীরা নিজেদের স্বার্থে দু’জনের মধ্যে বিরোধ জিইয়ে রাখার পক্ষে কৌশলী অবস্থান গ্রহণ করেছেন। এরশাদ ও রওশন এরশাদের আশপাশের চাটুকার তোষামোদকারীরা সফল হয়েছেন। তারা সরকারের সমর্থন থাকায় রওশন এরশাদকে দিয়ে স্বামীকে ‘বশিকরণ’ করতে নানা ফন্দি ফিকির করেন। তারই ফলাফল মহাসচিব পদে হাতবদল। জাতীয় পার্টির কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা রওশনকে ‘নেতা’ মেনে নিতে অস্বীকার করায় রওশন মহাসচিব পদ হাতবদলের কৌশল গ্রহণ করেন। এ জন্য তিনি হাওলাদারকে সাইজ করতে নতুন ফাঁদ পাতেন। রুহুল আমিন হাওলাদার মহাসচিব হিসেবে দুই পক্ষকে খুশি রেখে কৌশলী ভূমিকা পালন করায় নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ। পরিস্থিতি বুঝতে পারেন এরশাদ। তিনি ঝামেলা মুক্ত হতে দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। গত মাসে হাওলাদারকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু ‘এক হাত মাথায় আর অন্য হাত পায়ে’ কৌশল করে পদ রক্ষা করেন হাওলাদার। তবে এরশাদের আশপাশের তিন পাতিনেতাকে পক্ষে নিতে ব্যর্থ হন। অতঃপর মামলা ইস্যুতে এরশাদের অসহায়ত্ব চরম পর্যায়ে চলে যায়। অস্থিরতায় ভোগেন এরশাদ। এ দুর্বলতার সুযোগ নিয়ে দেশী বিদেশী শক্তিকে ব্যবহার করে এরশাদকে ‘কুপোকাৎ’ করে মহাসচিব পদ হাতবদলে সক্ষম হন জিয়াউদ্দিন আহমদ বাবলু। দলের বেশ কয়েকজন নেতা আশঙ্কা করছেন সংসদে বিরোধী দল হিসেবে থাকলেও জাতীয় পার্টির ভূমিকা হবে কার্যত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মতোই। আওয়ামী লীগের রাজনীতি অনুসরণ করবে দলটি। এক্ষেত্রে এরশাদের আশপাশের সুবিধা ভোগী পাতি নেতাদের কিছু সুযোগ সুবিধা দেয়া হবে। স্ত্রী রওশন এরশাদের চালে ধরাশায়ী এরশাদ এখন পার্টিকে শক্তিশালী করার কথা বলে যতই বাগাড়ম্বর করুক বাস্তবতা ভিন্ন। বাবলুকে মহাসচিব পদে বসানোর মাধ্যমে তিনি কার্যত সরকারী দলের কাছে জাতীয় পার্টিকে বন্ধক রাখলেন। কিছুদিন আগে পৃথক জাতীয় পার্টি গঠন করা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ এ প্রসঙ্গে বলেছেন, এরশাদের জাতীয় পার্টি কার্যত এখন আওয়ামী জাতীয় পার্টিতে পরিণত হয়েছে। জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসচিব পদ হাতবদলের পেছনে সরকার সমর্থক হিসেবে পরিচিত রওশনপন্থীদের চাপ এবং কৌশল ছিল। এরশাদের কথায় যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তাদের শিক্ষা দিতেই এ সিদ্ধান্ত নিতে এরশাদকে বাধ্য করা হয়। আর এরশাদও ‘চাচা আপন জান বাঁচা’ কৌশল নিয়ে মামলা থেকে পরিত্রাণের জন্য এ সিদ্ধান্ত নেন। এরশাদ জানিয়েছেন স্ত্রী রওশনের সঙ্গে বিরোধ নেই প্রমাণ করতেই নয়া মহাসচিব নিয়োগ দেয়া হয়েছে। জিয়াউদ্দিন আহমদ বাবলু সাংবাদিকদের বলেছেন, কারও চাপে নয়, এরশাদ প্রয়োজন মনে করেছেন তাই মহাসচিব পরিবর্তন করেছেন। বরং এখন মহাসচিব পদ খুবই চ্যালেঞ্জিং। তবে বাবলু দীর্ঘদিন থেকে দলের মহাসচিব পদ পেতে মরিয়া ছিলেন। দুই দফায় এরশাদ তাকে মহাসচিব করবেন বলেও কথা দিয়েছিলেন। রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদ থেকে অব্যাহতিও দিয়েছিলেন একাধিকবার। ‘গুরু কোন ভোগে তুষ্ট’ জানতেন দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী হাওলাদার। তিনি সেটা করেই মহাসচিব পদ ১৪ বছর ধরে রেখেছেন। পাশাপাশি স্ত্রী নাসরিন জাহান রতœা হাওলাদার ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় এমপি করেছেন। নবম সংসদেও তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। মহাসচিব ৫ জানুয়ারীর নির্বাচনের বিপক্ষে প্রকাশ্যে থাকলেও নিজেও এমপি হয়েছেন। ভিতরে ভিতরে রওশনের সঙ্গে সম্পর্ক রেখেছেন। নেতাকর্মীদের বোকা বানিয়ে দুই দিকেই খেলেছেন। এরশাদের নির্দেশ অমান্য করা সুনীল শুভরায়, রেজাউল ইসলাম, ফয়সাল চিসতীদের নিয়ে সিন্ডিকেট গঠন করে এরশাদকে ফাটা বাঁশে আটকে রাখেন। নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেয়ার পরও অন্য কারণে এরশাদ এই পাতি নেতাদের ছাড়তে পারছেন না। নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু কার্যত দলে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। ২০০৮ সালে জাতীয় পার্টিকে মহাজোটে নিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে নানা চেষ্টা করে মন্ত্রী হতে ব্যর্থ হন। অতঃপর ৫ জানুয়ারীর নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন। এরশাদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় দেশীবিদেশী সংস্থার মাধ্যমে চাপে ফেলে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে সক্ষম হন। তবে সরকারের পক্ষের লোক হওয়ায় দলের নেতাকর্মীদের হাতে প্রকাশ্যে একাধিকবার নাজেহাল হন। তিনি নেতাকর্মীদের কিলঘুষিও হজম করেছেন। সভা সমাবেশে তাকে আওয়ামী লীগের দালাল হিসেবে দলীয় নেতারা সম্বোধন করেন। ৫ জানুয়ারীর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নির্বাচনের পর গঠন করা মন্ত্রিসভায় বাবলুর ঠাঁই হয়নি। তবে সরকারের নীতি-নির্ধারক পর্যায় থেকে তাকে মহাসচিব করার জন্য চেষ্টা চলে। এতে নেতাকর্মীরা বাবলুকে পছন্দ না করায় প্রথম দিকে এরশাদের সায় না থাকলেও শেষ পর্যন্ত তিনি চাপের কাছে নতিস্বীকার করেন মহাসচিব পদ হাতবদল করেন। নির্বাচনকালীন সরকারের মন্ত্রীত্ব পেলেও সরকারের শীর্ষ নেতৃত্ব রুহুল আমিন হাওলাদারকে পছন্দ করেন না। অঢেল সম্পদের মালিক হওয়ায় সম্প্রতি রুহুল আমিন হাওলাদারের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন ফাইল নড়াচড়া শুরু করে। পাশাপাশি হলফনামার বাইরেও তার অবৈধ সম্পদ আছে কিনা তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। এ প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় তাকে দলের পদ থেকে সরিয়ে দেয়া হয়। মহাসচিব পদ ধরে রাখতে আগের মতো নানান পন্থা অবলম্বন করেন হাওলাদার; কিন্তু বিশেষ চাপ থাকায় এরশাদ সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য হন। জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করায় কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। এরশাদের নির্দেশে যারা ৫ জানুয়ারীর নির্বাচন থেকে সরে আসেন তাদের ‘সাইজ’ করা হবে এমন আশঙ্কা করা হচ্ছে। এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমন কয়েকজন নেতা জানান, তারা মনে করছেন উপজেলা নির্বাচনে দলের অবস্থান পরিষ্কার হয়ে গেছে। এরশাদ নাম এখন আর জনগণের মধ্যে নেই। পরিস্থিতি বুঝতে পেরে এরশাদ এখন চাচ্ছেন মামলা মোকদ্দমা থেকে নিজেকে রক্ষা করতে। অবস্থা দেখে মনে হচ্ছে এরশাদের রাজনীতি দেশের জনগণের জন্যতো নয়ই; এমনকি দলের নেতাকর্মীদের জন্যও নয়। তার রাজনীতি নিজেকে রক্ষা করা, পরিবারের সদস্য আর তোষামোদকারী ধুরন্ধরদের ভবিষ্যৎ নিশ্চিত করা।এরশাদ এতোদিন সুকুমার রায়ের ‘ষোল আনাই মিছে’ কবিতার মতো নিজেকে বিদ্যেবোঝাই বাবুমশায়ের মতো মনে করতেন। আর জনগণকে মনে করতেন বৃদ্ধ মাঝির মতো। জনগণের সেবার নামে তিনি সে রাজনীতিই করেছেন। কিন্তু ৫ জানুয়ারীর নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে তার প্রকৃত চিত্র জনগণ জেনে গেছে। উপজেলা নির্বাচনে সে প্রমাণ হয়েও গেছে। সুকুমার রায় লিখেছেন-, ‘বিদ্যেবোঝই বাবুমশাই জড়ি শখের বোটে/ মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে/ বাবু বলেন, সারা জনম মরলিরে তুই খাঁটি/ জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি’/ খানিক বাদে কহেন বাবু ‘বলত দেখি ভেবে/ নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলত কেন লবণপোরা সাগর ভরা পানি? মাঝি সে কয় ‘আরে মশাই এত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিসনেও তা কি/ জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি? আবার ভেবে কহেন বাবু ‘বলতো ওরে বুড়ো/ কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো? বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলব কি আর বলব তোরে কি তা/ দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে/ বাবু দেখেন নৌকোখানি ডুবল বুঝি দুলে! মাঝিরে কন একি আপদ! ওরে ওভাই মাঝি/ ডুবল নাকি নৌকো এবার – মরব নাকি আজি? মাঝি শুধায়- সাঁতার জানো? মাথা নাড়েন বাবু/ মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে/ তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে’? জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয় পার্টির এইচ এম এরশাদ, রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলুদের জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া রাজনীতির চিত্র যেন সুকুমার রায়ের কবিতায় ধ্বনিত হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *