এ অর্জন আমার নয় বাংলাদেশের। বাঙালী বলে নিজেকে গর্ববোধ করি ব্রিটেনে কুইন্স এওয়ার্ড পেলেন চুনারুঘাট ময়নাবাদ গ্রামের মামুনুর রশিদ

প্রথম সেবা রিপোর্ট ॥ আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের জন্য কুইন্স এওয়ার্ড ফর এন্টারপ্রাইজ ২০১৪ পেয়েছে বাংলাদেশি মামুনুর রশিদ চৌধুরীর প্রতিষ্ঠান লন্ডন ট্রাডিশন। গত ২১ এপ্রিল সোমবার রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে এ পুরস্কার প্রদান করা হয়। লন্ডন ট্রাডিশনের ডাফল কোটের (পশমি কোট) রপ্তানি গত ছয় বছরে ক্রমবর্ধমানভাবে ৮৬৫ শতাংশ বেড়েছে। এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মামুন চৌধুরী বলেন, আমরা তুসকানি থেকে টোকিও’র শহুরে তরুণদের জন্য উন্নত মানের ও নকশার আধুনিক ঐতিহ্যের কোট তৈরি করি। এসব কোর্টের ৯০ শতাংশ ক্রেতা ব্রিটেনের বাইরের। তারা আন্তর্জাতিক স্টাইলে ব্রিটিশ সংস্কৃতিকে পেতে চায়। মামুনুর রশিদের গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ময়নাবাদে। ২০০১ সালে কোম্পানিটির যাত্রা শুরু হয়। লন্ডনে প্রশস্থ কারাখানায় ইতালির বা ব্রিটেনের বিলাসী উল দিয়ে হাতে এসব কোট তৈরি করা হয়। প্রতিষ্ঠানটিসহ প্রতিষ্ঠাতা ও পরিচালক রব হুসেন বলেন, কুইন্স এ-ওয়ার্ড পাওয়া আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন। এ পুরস্কার প্রাপ্তিতে নতুন ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব হবে এবং আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে। এ বছর ১৬২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে। মামুনুর রশিদ প্রথম সেবাকে বলেন, আমি চুনারুঘাটের সন্তান। ব্রিটেনে সর্বোচ্চ সম্মানের খেতাব কুইন্স এওয়ার্ড পাওয়ায় শুধু আমি নই পুরো দেশ ও বাঙালী জাতি সম্মানিত হয়েছে। আমি এ সম্মান ধরে রাখতে চাই। বাঙালী বলে আমি নিজেকে গর্ববোধ করি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *