পারিজাত পুষ্পের মালায় নতুন জেলা প্রশাসককে বরণ করল মনিপুরীরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ৪ মাস হল হবিগঞ্জে যোগদান করেছেন। কিন্তু শনিবার ১ম তিনি পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে অবস্থিত মনীপুরিদের বিভিন্ন কার্যক্রম। এসময় ছয়শ্রী বিষ্ণুপ্রিয়া মনিপুরী সমাজ কল্যাণ সংস্থা ‘পারিজাত পুষ্পের মালা’ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে তাকে বরণ করে নেয়। বিদ্যুৎ না থাকায় জেনারেটর উপর নির্ভর করে সাজানো হয় আকর্ষনীয় স্টেজ। ছিল আলো আধারীর খেলা। সাউন্ড সিস্টেমের বিট অনেক দুর পর্যন্ত বিস্তৃত। আলো ঝলমলে স্টেজকে আরো বেশী আলোকিত করেন, বাংলাদেশ আইডলের ৩য় হওয়া মনীপুরি শিল্পী মন্টি। পরিবেশন করেন নজরুল গীতি, আব্দুল করিমের গানসহ বাংলাদেশ আইডলে যে সকল গান পরিবেশন করেছিলেন তার মধ্য থেকে বাছাইকৃত গান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল আধুনিক আর লোকগীতির সমাহার। মৃদঙ্গের তালে রাসনৃত্য পরিবেশন করেন মনিপুরী শিল্পীরা। রাস উৎসবে রাধা ও কৃষ্ণের এই নৃত্য সারারাত ব্যাপী চললেও এদিন শুধু আংশিক পরিবেশনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পুর্বে সংগঠনের সভাপতি নব কুমার সিংহর সভাপতিত্বে আলেচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। আরও বক্তৃতা করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা ইমদাদ চৌধুরী ও স্থানীয ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, বিরেশ্বর সিংহ প্রমুখ। অনুষ্ঠানে মনিপুরী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবী ছিল একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের। জেলা প্রশাসক মনিপুরীসহ অন্যান্য নৃ-তাত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকান্ড ও তাদের ব্যবহৃত বাদ্যযন্ত্র যাতে বিনষ্ট না হয় তার জন্য সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জেলা প্রশাসক এর আগে ছয়শ্রীতে স্থাপিত কম্পিউটার সেন্টার এবং তাত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি মনিপুরীদের রাস্তা নির্মান, কম্পিউটার সেন্টারের জন্য সোলার সিস্টেম স্থাপন ও ৫টি ল্যাপটপ স্থাপনের আশ্বাস দেন এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ৩টন খাদ্য শষ্য বরাদ্ধ দেন। জেলা প্রশাসক শনিবার বিকেলে আমরোড উচ্চ বিদ্যালয় ও আহমদাবাদ ইউনিয়ন পরিষদও পরিদর্শন করেন এবং সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *