প্রচন্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রচন্ড গরমে উপজেলার গ্রাম ও পাহাড়ী অঞ্চলে ডায়রিয়া রোগ ব্যাপক আকারে দেখা দিয়েছে। গত কয়েকদিনে চুনারুঘাট হাসপাতালে ২’শ ১০জন ডায়রিয়া রোগীর চিকিৎসা নিয়েছে। প্রচন্ড গরমে ডায়রিয়াসহ, ভাইরাস জ্বর, চোখ ওঠা, শিশুদের নিউমোনিয়া ও হাপানিসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। তবে এসব রোগে আতঙ্কিত না হয়ে ডাক্তাররা সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। চুনারুঘাট হাসপতালে ডায়রিয়া রোগীদের খাবার স্যালাইন ও পুশিং স্যালাইনের চরম সংকট দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তিকৃত ডায়রিয়া রোগীরা খাবার স্যালাইন ও পুশিং স্যালাইন সরবরাহ না পেয়ে বাহিরের ফার্মেসীগুলো থেকে কিনে আনতে হচ্ছে। ফলে গরীব ডায়রিয়া রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজারের ওষুধের দোকানগুলোতে খাবার স্যালাইনের সঙ্কট দেখা দিয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশিত নন্দী মজুমদার বলেন, ডায়রিয়া প্রতিরোধে ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই ডায়রিয়া রোগীদের চিকিৎসায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *