মাধবপুরে এক ডাক্তারের বিরুদ্ধে ভুয়া এমবিবিএস ব্যবহারের অভিযোগ সিভিল সার্জনের কাছে তদন্ত রিপোর্ট পেশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের এমবিবিএস সার্টিফিকেট নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ করেছেন তার এমবিবিএস সার্টিফিকেট ভুয়া। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তের জন্য জেলা সিভিল সার্জন ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। জানা যায়, উপজেলার জগদীশপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মীর ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে এমবিবিএস না হয়েও নামের আগে এমবিবিএস লিখে যাচ্ছেন বলে এলাকাবাসী সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা সিভিল সার্জন বিষয়টি তদন্ত করার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশিস দেব নাথ, ডাক্তার ইমরুল হাসান জাহাঙ্গীর ও ডাঃ আশরাফ। অনুসন্ধানে জানা যায়, মীর ইফতেখার উদ্দিন ১৯৮১ সালে সরকারী চাকুরীতে যোগদান করে। তিনি এমবিবিএস কোর্স না করেও তার নামের পাশে ডাক্তার পদবী ব্যবহার করে যাচ্ছেন। বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা মতে ন্যুনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রী প্রাপ্তগই ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না। অনুসন্ধানে জানা যায়, তিনি ২৫ বছর যাবত কর্মরত আছেন। ২৫ বছরে চাকুরী জীবনে তিনি কোন শিক্ষা ছুটি বা দীর্ঘ মেয়াদী ছুটি না নিয়ে কিভাবে এমবিবিএস কোর্স করেছেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে মীর ইফতেখার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি, উত্তরা ঢাকা থেকে এমবিবিএস এ.এম কোর্স করেছেন। তার সার্টিফিকেট বৈধ বলে তিনি দাবী করেন। তদন্ত রিপোর্ট সূত্রে জানা যায় প্রিমিয়ার ইউনির্ভাসিটি অব টেকনোলজি, উত্তরা ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে তাদের আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কিংবা সার্টিফিকেট কোর্স এর তালিকা কোথায় এমবিবিএস এ.এম নামক কোন কোর্সের অস্থিত্ব নেই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশিশ দেবনাথ জানায়- আমরা তদন্ত করে রিপোর্ট সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দিয়েছি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *