হবিগঞ্জ পৌরসভার রাস্তা ড্রেনগুলোর বেহাল দশা জনদুর্ভোগ চরমে

প্রথম সেবা রিপোর্ট ॥ হবিগঞ্জ পৌরসভার রাস্তা ও ড্রেনের অবস্থা নাজুক । বর্ষা মৌসুমে পানি আর শুকনো মৌসুমে ধূলোবালিতে জনজীবন বিপর্যস্ত। দীর্ঘ দিনের এসব সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ উদাসীন এ অভিযোগ পৌরবাসীর। ১৮৮১ সালে প্রতিষ্টিত হবিগঞ্জ পৌরসভা। দেশের ১ম শ্রেনীর পৌরসভাগুলোর মধ্যে অন্যতম। ৯ দশমিক ৫ বর্গ কিলোমিটার এই পৌরসভায় প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করেন। পৌর নাগরিকদের নানা সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ভাঙ্গা রাস্তা ও ড্রেন। শহরের ইনাতাবাদ, শ্যমলী, অনন্তপুর, উমেদনগর, রাজনগর, মাষ্টার কোয়াটার সহ বেশ কটি আবাসিক এলাকায় বিগত ১০/১২ বছর ধরে রাস্তা ও ড্রেন সংস্কার করা হয়নি। জনজীবন বিপর্যস্থ। কিন্তু এসব দেখেও না দেখার ভান করছেন পৌর কর্তৃপক্ষ। ১০/১২ বছর যাবত রাস্তার কাজ হচ্ছেনা। পৌরসভা সূত্রে জানা গেছে শহরে ১২০ দশমিক ৬০ কিমি রাস্তা রয়েছে। এর মধ্যে সাড়ে ২৮ কিমি পাকা, ৩৭ কিমি এইচবিবি ও সলিং, ৩৬ কিমি সিসি ও ২৩ কিমি কাচা রাস্তা রয়েছে। এদিকে ৩৩ কিমি পাকা ও আরসিসি, সাড়ে ২৩ কিমি কাচা ও খাল রয়েছে সাড়ে ৭ কিমি। এছাড়া ৫৪ টি কালভার্ট ও ৪টি ব্রীজ রয়েছে পৌরসভায়। কিন্তু অধিকাংশ রাস্তার পিচ কংক্রিট, ইট উঠে গেছে, ভেঙ্গে পড়েছে রাস্তা। ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে থাকায় পানি নিস্কাসন হচেছনা। ফলে ড্রেন উপচে পড়া পানিতে সয়লাব হয়ে পড়ে রাস্তাঘাট। রিক্সাসহ যে কোন যানবাহন এ সমস্ত রাস্তায় যেতে চায়না। গেলেও বেশী ভাড়া আর ঝুকি নিয়েই চলাচল করতে হয় শহরবাসীদের। ভূক্তভোগীদের অভিযোগ একটু বৃষ্টি হলেই ড্রেনের নোংরা পানিতে সয়লাব হয়ে যায় পুরো রাস্তা। স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ চলাফেরায় মারাত্বক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইট সলিংকৃত রাস্তার ইট উঠে গিয়ে যানবাহন দূরের কথা পায়ে চলাচলই দূরহ হয়ে উঠেছে। কোন কোন ড্রেনের স্ল্যাব ভেংগে যাওযায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বেশীর ভাগ ড্রেনের স্ল্যাব স্থাপন না করায় সড়ক সংকীর্ন হয়ে গেছে। ১০/১২ বছর যাবত রাস্তাগুলো সংস্কার হয়না। পৌর মেয়র এর সাথে বহুবার যোগাযোগ করলেও কোন সুফল পাওয়া যাচ্ছেনা। ৫ টাকার রিক্সা ভাড়া দিতে হয় ২০ টাকা। অনেকে বাড়ী বানিয়েছেন, কিন্তু ভাড়াটিয়া পাচ্ছেননা। ভাঙ্গাচুড়া রাস্তা হওয়ায় ভাড়াটিয়া আসছেনা রোগী নিতে গেলে এ্যাম্বুলেন্স ও এলাকায় আসেনা। মোতাচ্ছিরুল ইসলাম, প্রেসিডেন্ট চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ হবিগঞ্জ বলেন পৌরসভার রাস্তা ঘাট সহ ডেনেজ ব্যবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলেই পানিতে সয়লাব হয়ে যায়। পৌর সভার অনেক দামীগাড়ী আছে, আছে সুন্দর ভবন, ফার্নিচার। অথচ রাস্তাঘাট আর ডেনেজ ব্যাবস্থা এতই খারাপ যে আমরা শহরবাসীর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রিক্সা পর্যন্ত চলেনা। তিনি এর উন্নয়নের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। আলহাজ জি কে গউস, মেয়র, হবিগঞ্জ পৌরসভা বলেছেন পৌর সভার রাস্তাঘাট সম্পর্কে তারা ওয়াকেবহাল আছেন। তারা অতি অল্প সময়ের মধ্যেই রাস্তা উন্নয়নের কাজ হাতে নিচ্ছেন। জুলাই-আগষ্টের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে গেলে জনদূর্ভোগ নিরসন হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *