নবীগঞ্জে কালবৈশাখী ॥ ব্যাপক ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গভীর রাতে দেড় ঘন্টাব্যাপী চলা ঘূর্ণিঝড়ে শত শত বাড়ি ঘরের গাছ পালা, কাচা ঘর বাড়ি, ঘরের চালা, বিদ্যুতের খুটিসহ পাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারীভাবে বলা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বেসরকারী হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশকান্দি, দেবপাড়া, পানিউমদা, গজনাইপুর, বাউশা, কুর্শি, দীঘলবকা, ইনাতগঞ্জ ইউনিয়ন। এ সব ইউনিয়নে প্রতিটি গ্রামেই ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুটি উপরে ফেলায় সারাদিন ব্যাপী পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বোরো ফসলের পাকা ধান মাটির সাথে মিশে গেছে। এছাড়া কোন কোন ইউনিয়নে মাঝারি ধরনের শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *