৫শ’ ৫ জন চা শ্রমিক শিশুকে সিএসপিবি’র ৭ লক্ষ টাকা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৫শ ৫জন চা শ্রমিক ঝুকিপূর্ণ শিশুকে ১২ হাজার টাকা করে সিএসপিবি প্রকল্প ৭ লক্ষ টাকা প্রদান করেছে। চুনারুঘাট উপজেলার ফাঁরিসহ ২৪টি চা বাগানের ঝুকিপূর্ণ এতিম চা শ্রমিক শিশুদেরকে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত দারাগাঁও, চান্দপুর, আমু ও দেউন্দি চা বাগান নাচঘরে পৃথক পৃথক জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রকল্প (সিএসপিবি) এর পরিচালক ওমর ফারুক, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজি সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মিয়া মহালদার, মিরাশী ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী মাস্টার আব্দুস ছামাদ, সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা সমাজসেবা সহকারী জাহঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, ফিরোজা আক্তার, সন্ধ্যা রাণী নাগ, নাজমুল ইসলাম, মুক্তাসহ অনেকেই। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম পাটোয়ারী। সভায় উপজেলার ৫শ ৫জন চা শ্রমিক ঝুকিপূর্ণ এতিম শিশুদেরকে ১২ হাজার টাকা করে ৬ লক্ষ ৬০ হাজার টাকা সিএসপিবি প্রকল্পের আওতায় অতিথিবৃন্দ টাকার চেক প্রদান করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *