মাধবপুর পৌরসভার ড্রেনের র্দুগন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার ড্রেন গুলোর উপর স্লেপ না থাকায় র্দুগন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। ড্রেন গুলোর উপর স্লেপ না থাকায় বাতাসে ছড়াচ্ছে র্দুগন্ধ দূষিত হচ্ছে বায়ু নষ্ট হচ্ছে পরিবেশ। ড্রেন গুলোর সামনে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয়। সরজমিনে দেখা যায়, পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার প্রাণিসম্পদ হাসপাতাল থেকে প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত খোলা ড্রেনে নিষ্কাশিত হচ্ছে টয়লেটের মলমূত্র সহ বর্জ্য। ড্রেনের সম্মুখভাগ উচু হওয়ায় মলমূত্র জমে এক অসহনীয় দূর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। দুপাশের বাসিন্দারা আছেন বিপাকে। অপরদিকে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নাকে রুমাল দিয়ে ক্লাসে অংশ নিতে দেখা যায়। এলাকার বাসিন্দা কাউছার আহম্মেদ, মোবারক উল্লা, মাহবুবুল আলম, সনজিত রায় সহ অনেকেই জানান, ভাবছিলাম ড্রেন হয়ে গেলে ময়লা আর্বজনার র্দুরগন্ধের হাত থেকে রক্ষা পাব কিন্তু ড্রেন হওয়ার পর থেকে আমাদের দূর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। তারা আরও জানান পৌরসভার ভিতরে ড্রেন গুলোর উপরে স্লেপ দেয়ার কথা থাকলেও পৌরসভার যেন এদিকে নজর নেই। স্থানীয় পৌর কাউন্সিলর সুরঞ্জন পাল জানান, ইঞ্জিনিয়ারের প্লানিংয়ের ত্রুটি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পরিষদে আলোচনা করে ড্রেনের ময়লা সরানোর জন্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটু ঢালু করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত ড্রেনের উপরে স্লেপ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয় নাই। শুধু সবুজবাগ এলাকাটি নয় পৌরসভার পশ্চিম মাধবপুর সরদার পাড়া সহ কয়েক টি এলাকার ড্রেনের উপর স্লেপ না থাকায় মলমূত্র জমে এক অসহনীয় দূর্গন্ধে অতিষ্ঠ হচ্ছে এলাকার জনগন। এ ব্যাপারে মেয়র হীরেন্দ্র লাল সাহার সঙ্গে মুটোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিল না আমি খবর নিয়ে দেখব।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *