‘করে খাও’

রাজা গিরিজন। ভালুকান রাজ্যের এক প্রভাবশালী রাজা। আর্থিক অনটন থাকলেও প্রভাবপতিপত্তির কোন কমতি ছিল না তার। তবে তার মধ্যে অর্থের লোভ ছিল বেশী। কারণ …….। সিদ্ধান্ত নিলেন একটি খবরের পত্রিকা বের করবেন। রাজ্যের জ্ঞানী-গুনিদের ডেকে সিদ্ধান্ত নিলেন। যথারীতি পত্রিকায় কর্মী নিয়োগ দিয়ে প্রকাশনা শুরু করলেন। কিন্তু কই পাবেন কর্মীর বেতনের অর্থ? নিরুপায় হয়ে ছুটি গেলেন বুদ্ধির রাজা গোপাল ভাঁেড়র কাছে। যেতেই গোপাল ভাঁড় বুদ্ধি করে বললো- রাজা মহাশয়। কর্মীদেরকে আজ থেকে বেতন দিতে হবে না। বিনা বেতনে আপনার কোম্পানি চলবে। একথা শুনে রাজা অবাক হয়ে গোপাল ভাড়ঁকে চেপে ধরে পদ্ধতি বলার অনুরোধ করলেন। রাজাকে গোপাল ভাড় বললো- কর্মীদেরকে “করে খাও” পদ্ধতিতে নিয়োগ দেবেন। এতে তারা করে খাবে। অর্ধেক আপনার-আর অর্ধেক কর্মীর। এ বুদ্ধিতে রাজা মহাখুশি। পত্রিকায় নিয়োগ দিলেন “করে খাও” পদ্ধতিতে। যা হোক। ঘটনাক্রমে একদিন এক কর্মী রাজ্যের এক ছাগল ব্যবসায়ীর বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা খবর ছেপে দিয়ে ওই ছাগল ওয়ালার কাছে গিয়ে বললো, ভাই আপনার বিরুদ্ধে একখানা খবর বেরিয়েছে। দেড় টাকা দিলে আপনার পক্ষে একটা খবর দিয়ে দেব। হতভাগা ছাগল মালিক বললো, ভাই আপনার বেতন কত?। আপনিতো মানুষের অনেক উপকার করতে পারেন। উত্তরে বললো, ভাই মাসিক বেতন নেই। করে খাই। অর্ধেক আমার-অর্ধেক রাজার। প্রিয় পাঠক। এভাবেই চলছে আমাদের সমাজে প্রতারণা। অনেক সুবিধাভোগী এখন নিজেকে সাংবাদিক পরিচয় দিতে মজা পায়। সাধারণ মানুষকে বেকায়দায় ফেলে অর্থ কামিয়ে নিচ্ছে। নাম সর্বস্ব পত্রিকায় নিয়োগ দিয়ে “করে খাও” পদ্ধতিতে সাংবাদিক তৈরী করা হচ্ছে। এতে একদিকে যেমন হলুদ সাংবাদিকতার বহিঃ প্রকাশ ঘটছে অন্যদিক পেশাধারী সাংবাদিকদের মান সম্মান ক্ষুন্ন করা হচ্ছে। পত্রিকার প্রকাশক- সম্পাদকরা কি একবারও ভেবেছেন? কারা, কি করছে বা কার ইজ্জ্বত কোথায় বিক্রি করা হচ্ছে। প্রিয় পাঠক। এক্ষুনি ভেবে দেখুন । কারা এসব করছে। কাজ নেই কর্ম নেই। কোর রকম অষ্টম শ্রেণি বা এসএসসি পাশ করেছে। চাকুরী করার যোগ্যতাও নেই। কিন্তু নিজেকে বড়মাপের মনে করলেও সন্ধ্যার পর কী নিয়ে বাড়ি ফিরবে এমন হতাশায় ভোগে প্রতারকরা। ফলে প্রতারণা ছাড়া তাদের কোন গতি নেই। সন্ধ্যার পর বিভিন্ন পয়েন্টে বসে খপ্পর ফেলতে দেখা যায়। মামলা ততবির, হাসপাতালে রোগীর সেবা-ভর্তি করা, জায়গা জমি নামজারি করে দেওয়া সহ নানা সহযোগীতার কথা বলে প্রতারক চক্রসদস্যরা হাতিয়ে নেয় অর্থ। এভাবেই চলছে তাদের জীবন মান-সংসার। মূলত এরা প্রতারক। এদের কবল থেকে বাচার জন্য সচেতন হোন। নিজের মান নিজেই রক্ষার চেষ্টা করুন। প্রতারণার ফাঁদে পা দেবেনে না। কে, কি বললো তাতে কান না দেয়াই ভালো। আর ……… । “করে খাও” পদ্ধতি প্রতিহত করতে হলে সচেতন হোন। না হলে………।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *