ভিজিট ভিসাধারীদের ২৮ জুনের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ

প্রথম সেবা ডেস্ক ॥ ভিজিট ভিসায় বর্তমানে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীসহ সকল বিদেশী নাগরিককে আগামী ২৮ জুনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। অন্যথায় তারা শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হবে। গত বৃহস্পতিবার আরব নিউজ পত্রিকা সৌদি সরকারের পাসপোর্ট বিভাগের বরাত দিয়ে খবর ছেপেছে যে, চলমান ভিজিট ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না। ইব্রাহিম নাফির লেখা প্রতিবেদন বলেছে, পাসপোর্ট বিভাগের মুখপাত্র লে. কর্নেল আহমেদ আল-লাহিদান আরব নিউজকে বুধবার বলেছেন, উমরাহ পালন করতে যাতে অন্যরা সৌদি আরব সফরে আসতে পারেন সে জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে সৌদি আরবে বসবাসরত সিরীয় নাগরিকদের ভিসার মেয়াদ নবায়ন করা হবে। তবে যেসব বিদেশী ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে এসেছেন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে ২৮ জুনের মধ্যে দেশ ছাড়তে হবে। পাঠকরা এই খবরের প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, আমি বিশ্বাস করি যে, এটা কেবল ট্যুরিস্ট বা ব্যবসায়গত সফরে আসা লোকদের জন্য প্রযোজ্য হবে। কিন্তু পরিবারের ক্ষেত্রে তা প্রযোজ্য হলে বিদেশীদের জন্য তা ভয়ানক প্রভাব ফেলবে। জনৈক আবদুর রহমান মন-ব্য করেছেন, প্রবাসী শ্রমিকরাও ক্ষতিগ্রস্থ হবে। কারণ মে মাসে ইতিমধ্যে আমরা ৬ মাসের অগ্রিম বাসা ভাড়া শোধ করেছি। উল্লেখ্য, সৌদি আইনমতে বিদেশী চাকরিজীবীরা ভিজিট ভিসার মাধ্যমে তাদের স্ত্রী, সন্তান, বাবা-মা ও বোনকে সৌদিতে নিতে পারেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *