শুধু বিদ্যালয়ের অবকাঠামো আর সুন্দর বিল্ডিং নির্মাণ করলেই হবে না ছাত্র-ছাত্রীদেরকে সুষ্ঠু শিক্ষা দিয়ে নির্মাণ করতে হবে

ডিসিপি উচ্চ বিদ্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে অতিরিক্ত সচিব অশোক মাধব রায়
ইসমাইল হোসেন বাচ্চু/মোঃ ওয়াহেদ আলী ॥ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হবিগঞ্জের কৃতি সন্তান অশোক মাধব রায় বলেছেন, শুধু বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন আর সুন্দর বিল্ডিং নির্মাণ করলেই হবে না। ছাত্র-ছাত্রীদেরকে সুষ্ঠু শিক্ষা দিয়ে নির্মাণ করতে হবে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের শুধু পড়াশুনা করলেই হবে না মানুষের মতো মানুষ হতে হবে। তিনি ছোট্ট বেলার একটি উদ্ধৃতি দিয়ে বলেন আগেকার শিক্ষকরা ছাত্র-ছাত্রীদেরকে বলতেন “বাবা মানুষ হও”। এখন বুঝতে পেরেছি মানুষ হওয়া কি? তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমরাও সার্টিফিকেট অর্জনের পাশাপাশি মানুষ হও। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শনিবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকার দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, আব্দুল মতিন ইঞ্জিনিয়ার এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্তাজ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব হোসাইন আলী রাজন, আনোয়ার আলী, সৈয়দ মিয়া কাউন্সিলর, প্রণয় পাল, মোনায়েম চৌধুরী, মাসুক মিয়া, সৈয়দ মুজিবুর রহমান ইলিয়াছ, আবুল কাশেম আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জামাল হোসেন লিটন, প্রধান শিক্ষক ফজলুল হক তরফদার, শিক্ষক আব্দুস সামাদ আজাদ, সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, ক্ষিতিশ চন্দ্র দাস, স্বপন কুমার রায়, মনোরঞ্জন দেব, রাম গোপাল ভট্টাচার্য্য, তোফাজ্জ্বল হোসেন, ত্রিদিব জ্যোতি পাল, এমদাদুল হক চৌধুরী, সাইফুর রহমান, কছির মিয়া, ইমতিয়াজ আহমেদ, সুলতানা রাজিয়া, আমিনা আক্তার, সুমা দত্ত, সরকার মোঃ লিটন, মামুন মিয়া, ছিদ্দিকুর রহমান, কাউছার আলম, মোঃ নাছির উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, অতিরিক্ত সচিব অশোক মাধব রায় শায়েস্তাগঞ্জের বাসিন্দা হলেও হবিগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সরকারী বরাদ্দ দিয়ে যাচ্ছেন। চুনারুঘাট তার আগমনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী ছাড়াও সর্বমহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। অনুষ্ঠানে তিনি চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। তবে ইতোমধ্যেই তিনি তার মন্ত্রণালয় থেকে প্রায় ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রধান অতিথি অশোক মাধব রায়কে উপহার তুলে দেন এবং বিদ্যালয়ের পক্ষে সকল অতিথিবৃন্দকে উপহার দেয়া হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *