হবিগঞ্জে পুরোনো খোয়াই নদী দখলদারদের কবলে উচ্ছেদের দাবিতে স্বোচ্ছার শহরবাসী

সৈয়দ এখলাছুর রহমান খোকন ॥ হবিগঞ্জ পুরোনো খোয়াই নদী ভরাট করে হাজার কোটি টাকার সরকারী ভূমি দখলে নিয়েছে কতিপয় প্রভাবশালী। কেউ এতে নির্মাণ করেছে বিশাল অট্টালিকা। আবার কেউ দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। অনেকেই মাটি ভরাট করে প্লট বিক্রির মাধ্যমে চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা। এ দখল প্রতিযোগিতায় রয়েছেন রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সরকারি চাকুরীজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। দফায় দফায় মাপঝোক করলেও এর দখলদারদের প্রকৃত তালিকা করতে পারেনি প্রশাসন। তাদের হিসেবে দখলদার রয়েছে মাত্র ৩৪ জন। বাস্তবে যার সংখ্যা হাজারের কম নয়। সম্প্রতি তাদের উচ্ছেদের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠে শহরবাসী। দফায় দফায় চলছে মানববন্ধন, সভা-সমাবেশ। এ অবস্থায় দখলদাররা তাদের সাথে মুখোমুখি অবস্থান নেয়। এর প্রেক্ষিতে এখন নড়েচড়ে বসেছে প্রশাসনও। বিষয়টি সমাধানে তারা উদ্যোগী হয়ে উঠেছেন। ভূমি অফিস সূত্রে জানা যায়, জেলা শহরকে অকাল বন্যার ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবিগঞ্জবাসীর সুখ-দুঃখের সাথী প্রমত্তা এ খোয়াই নদীর গতিপথ ১৯৭৮ সালে পরিবর্তন করা হয়। মাছুলিয়া থেকে রামপুর পর্যন্ত নদী কেটে শহরের বাইরে দিয়ে নেয়া হয়। স্বেচ্ছাশ্রমে নদী কাটায় অংশ নেয় কৃষক, শ্রমিক, ছাত্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। তখন থেকে শহরের ভেতরের অংশের নদীর প্রায় ৭১ একর জায়গা পরিত্যক্ত হয়ে পড়ে। বিগত কয়েক বছর যাবত নদীর এ পরিত্যক্ত অংশটুকু মাটি ভরাট করে দখলে নিতে থাকে প্রভাবশালীরা। ধীরে ধীরে তা খালে রূপ নেয়। এখন নদীটির শেষ চিহ্নটুকুও হারিয়ে নালা হয়ে গেছে। আবার কোথাও গড়ে ওঠেছে বিশাল অট্টালিকা। নদীর একটি অংশে গড়ে ওঠেছে জেলার সবচেয়ে ব্যস্ত বাজারটিও। ইতিমধ্যে বিভিন্ন সরকারের আমলে ডায়াবেটিস হাসপাতালের জন্য ৬০ এবং জেলা পরিষদ ভবনের জন্য ৩০ শতাংশসহ মোট ১১০ শতাংশ জমি লিজ দেয়া হয়। আর বাকি ৭০ একর জমির অধিকাংশ টুকুই বেদখল হয়ে গেছে। বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারগুলো এসে উচ্ছেদের নামে ছিটে ফুটো ভাংচুর করলেও কাজের কাজ কিছুই হয়না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দু’একটি স্থানে ভাংচুর করা হলেও কোথাও কোথাও এক দখলদারকে হটিয়ে আরেক দখলদারের নিকট হস্তান্তর করা হয়। অনেকেই লিজের ভূয়া কাগজ দেখিয়ে দখল টিকিয়ে রেখেছেন। বিভিন্ন স্থানে যেটুকু উচ্ছেদ হয়েছিল তাও বেশীদিন টেকেনি। সরকার পরিবর্তনের সাথে সাথে পূণরায় দ্বিগুণ উৎসাহে দখল প্রতিযোগিতায় নামে ভূমিদস্যুরা। নদীর সবচেয়ে মূল্যবান অংশ সিনেমাহল বাজার থেকে নাতিরাবাদ পর্যন্ত এলাকায় প্রায় নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। একটি প্রভাবশালী চক্র নদীতে মাটি ভরাট করে লিজ রয়েছে বলে প্রচারণা চালিয়ে সরকারী ভূমি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাদের কাছে সাধারণ মানুষ যেন অসহায় হয়ে পড়েছেন। জনৈক এক ভূমি কর্মকর্তা জানান, নদীর দখল হওয়া ভূমির সরকারী মূল্য এক হাজার কোটি টাকারও বেশী হবে। তবে বাস্তবে এর বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হয়। সম্প্রতি নদীটি উদ্ধারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শহরবাসী। প্রতিনিয়তই চলছে মানববন্ধন, সভা-সমাবেশ। এতে এসে একাত্মতা প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠন বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান, বাপা’র কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, পরিবেশবাদী নেতা সৈয়দ আবুল মকসুদসহ অনেকেই। তারাও পুরোনো এ খোয়াই নদীটি পরিদর্শন করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে নদীটি দখল হয়ে যাওয়ার ফলে শহরের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে বর্ষা মৌসুমে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসীর মতে নদীটি দখলদারদের কবল থেকে উদ্ধার করে রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটি লেকে পরিণত করা হোক। অন্যথায় শহরের পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্থ হবে। দিনে দিনে মানুষের ক্ষোভ বাড়তে থাকলে তা এক সময় বেসামাল হয়ে উঠবে। এছাড়া নদী দখল করে গড়ে ওঠা এলাকাগুলোতে অপরাধ প্রবণতাও রয়েছে মারাত্মক। হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল কায়ছার এ প্রতিনিধিকে বলেন, এসিল্যান্ড অফিস থেকে কোন জায়গা লিজ দেয়া হয়না। এটি জেলা প্রশাসন করে। লীজ দেয়ার কোন বিষয় আমার জানা নেই। খোয়াই নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রণয়ন, লিজ গ্রহীতাদের তালিকা নির্ধারণ, পানি নিস্কাশনসহ বিভিন্ন বিষয় সমাধানের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে একটি বৈঠক হয়। তাতে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারাই এখন এ সংক্রান্ত পুরো বিষয় তদারকি করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম প্রথমসেবাকে বলেন, নতুন করে কাউকে লিজ দেয়ার কোন পরিকল্পনা প্রশাসনের নেই। এটি বেশ পুরোনো তালিকা। প্রতি বছরই দখলদার হয় বাড়ছে, নয় কমছে। একটি কমিটি করা হয়েছে। কমিটি নদীর সীমানা চিহ্নিত করে দখলদারদের তালিকা করবে। দখলদার উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, খোয়াই নদীর জলাধার রক্ষা ও শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। যেগুলো এলাকার জন্য বা শহরের জন্য কল্যাণকর সেগুলো উচ্ছেদের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *