Monthly Archives: July 2014

‘বাংলাদেশে দারিদ্র্য কমেছে, বর্তমানে হার ২৫.৬ শতাংশ’

বাংলাদেশে গত এক বছরে দারিদ্র্যের হার কমেছে দশমিক ৮ শতাংশ। দেশে দারিদ্র্যের হার এখন ২৫ দশমিক ৬ শতাংশ। পাশাপাশি অতি দারিদ্র্যের হার এখন ১২ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দারিদ্র্য পরিস্থিতির সর্বশেষ এই তথ্য প্রকাশ করেছে। ২০১০ সালের খানা আয় ও ব্যয় জরিপের ফলাফল ধরে এই প্রাক্কলন করা হয়েছে। বিবিএসের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, ৩০ জুন পর্যন্ত দেশের চরম বা হতদরিদ্রের হার কিছুটা কমে ১২ দশমিক ৪ শতাংশে নেমেছে। ২০১৩ সালের একই সময়ে এই হার ছিল ১৩ দশমিক ১ শতাংশ। আর ২০১০ সালের খানা ব্যয় জরিপে দেশের হতদরিদ্রের হার ছিল ১৭ দশমিক ৬ শতাংশ। বিবিএসের দেয়া তথ্য অনুযায়ী, দারিদ্র্যের হার কমানোর প্রবণতা ক্রমশ দুর্বল হচ্ছে। ২০০০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ...

দেশের গর্ব মামুন ॥ ময়নাবাদ টু বাকিংহ্যাম

প্রথম সেবা ডেক্স ॥ দ্বিতীয় বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে ব্রিটেনের ব্যবসায়িক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানজনক পদক কুইন অ্যাওয়ার্ড পেলেন মামুন চৌধুরী। ১৪ জুলাই বাকিংহ্যাম প্যালেসে রানী তার হাতে এই সম্মাননা তুলে দেন। এসময় রানী জানতে চান ব্যবসার নানা দিক। সাড়ে চার মিনিটের আলাপচারিতায় তার ব্যবসার ৯০ শতাংশই বিদেশে রপ্তানি হয় জেনে খুব খুশি হন রানী। হবিগঞ্জ জেলার চুনারুঘাটের ময়নাবাদ গ্রামের মামুন চৌধুরীর এই অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রমের দীর্ঘ ইতিহাস। ১৯৮৫ সালে মামুন চৌধুরী ভাগ্য পরিবর্তনের আশায় সৌদিতে পাড়ি জমান। কঠোর পরিশ্রম, দিনের পর দিন মুখ বুজে শুধু কাজ আর কাজ করতে থাকেন। ১৯৮৭ সালে ফুড অ্যান্ড কমোডিটির ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করেন। বিশ্বাস ও সততা ছিল তার মূলধন। কিছুদিনের মধ্যেই তার সুনাম ...

হবিগঞ্জে পৃথক স্থানে তিন লাশ উদ্ধার ঘরে ও গাছে দুই ঝুলন্ত গৃহবধুর লাশ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে পৃথক স্থানে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। তন্মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামে ঘরের মধ্যে ঝুলন্ত এবং আজমিরীগঞ্জ উপজেলার গড়দাউর গ্রামে গাছের মধ্যে ঝুলন্ত ফাসিঁ লাগানো গৃহবধুর এবং হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক যুবকরে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকবাসী সূত্রে জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার গড়দাইর গ্রামে গতকাল রবিবার সকালে গাছের মধ্যে ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। গৃহবধু তৌহিদা খাতুন (২২) জাহাঙ্গীর মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, তৌহিদা খাতুন ও জাহাঙ্গীর মিয়া শনিবার রাতে অন্য দিনের ন্যায় একই বিছায় ঘুমাতে যায়। রাত ৩টার দিকে ঘুম ভাঙ্গলে তৌহিদ মিয়া দেখে ঘরের মধ্যে তার স্ত্রী নেই। পরে ঘর থেকে বের হয়ে দেখে বাড়ীর পাশে নদীর ...

সংরক্ষিত বনের গাছ পাচার চলছেই

স্টাফ রিপোর্টার ॥ নিরবে চলছে গাচ পাচার। সরকারী বন থেকে গাছ কেটে এনে তা পাচার করা হচ্ছে বিভন্ন স’মিলে। গাছ পাচার রোধে বিভিন্ন বাহিনীর তৎপরতা থাকলেও গাছ পাচর বন্ধ হচ্ছেনা। গাছ পাচার চলছে অতি কৌশলে। এনজিও আই প্যাক জীব বৈচিত্র রক্ষায় শক্তিশালী সহ ব্যস্থাপনা কমিটি গঠন করে কাজ করে আসছে ২০০৫ সাল থেকে। সংরক্ষিত বনের আশ-পাশের লোকজনের সমন্বয়ে গঠন করা হয় সহ ব্যস্থাপনা কমিটি। কাজের কাজ হচ্ছেনা কিছুই। উপজেলার কালেঙ্গা,রেমা, সাতছড়ি সংরক্ষিত বন থেকে চোরেরা নানা কৌশলে মুল্যবান গাছ কেটে নিয়ে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সেল্টারে থেকে আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে লাগানো গাছ কেটে পাচার করা হচ্ছে। এসব গাছ রেমা-বাসুল্লা, বাসুল্লা-সাটিয়াজুড়ি, চুনারুঘাট-বাল্লা, ছয়শ্রী-আমুরোড, আমু চা বাগান-ছন্ডিছড়া চা বাগান, বাসুল্লা- রাজার ...

হবিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের অপসারণ দাবি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কতিপয় ব্যক্তির হাতে উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকসহ সালিশানরা লাঞ্ছিত হওয়ার ঘটনায় এক প্রতিবাদ সমাবেশে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের অপসারণ দাবি করা হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪ সহ¯্রাধিক জনতার এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান। পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ পরিচালনায় ছিলেন এলাকার মুরুব্বী আম্বর আলী ও তাজুল ইসলাম। এতে বক্তব্য দেন- হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান, গোপায়া ইউপি চেয়ারম্যান মিজবাহুল বারী লিটন, বানিয়াচংয়ের দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, ...

চেয়ারম্যান সনজু চৌধুরীর বাড়িতে ইফতার অনুষ্ঠিত

আমুরোড সংবাদদাতা ॥ গত শনিবার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবেদ হাসনাত চৌধুরী সনজু’র নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন। চেয়ারম্যান সনজু চৌধুরীর নিজ বাড়ী (রসুলপুর) বগাডুবিতে তার ব্যাক্তিগত অর্থায়নে, সহকারী শিক্ষক ও সাংবাদিকদের সম্মানার্তে এ আয়োজন করেছেন। এ উপলক্ষে তিনি ইউনিয়নে অবস্থিত সকল প্রাইমারী সহকারী শিক্ষক ও সাংবাদিকদের দাওয়াত করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ১নং ইউনিয়নের চেয়ারম্যান মাও: তাজুল ঈসলাম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ও আমুরোড বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান আজাদ, দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক (রাজু), এম এস জিলানী আখনজী, মোঃ ফরিদ মিয়া, সহকারী শিক্ষক কমিটির সভাপতি মোঃ তারা মাষ্টার, সালেহ আহমদ আখনজী, সালেহ আহমদ বিপলুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ব্যারিস্টার সায়েদুল হক সুমনের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর ও চুনারুঘাট পীরের বাজারের বাসিন্দা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুনারুঘাট পৌর শহরের পীরের বাজারস্থ তার নিজ বাসভবনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মশফিউল আজাদ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত হোসেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, ডেপুটি জেলার ফারুক হোসেন, সোহেল মিয়া, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, ওসি তদন্ত ইকবাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, আলহাজ্ব আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সজল দাস, মোঃ ...

আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রাজিবের ঈদের কাপড় বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক ও চুনারুঘাট উপজেলার আইতন জজ বাড়ী গ্রামের বাসিন্দা বিচারপতি আব্দুল হাই’র ছেলে আরিফুল হাই রাজিব ও ব্যারিস্টার ইমরানুল হাই সজীবের সৌজন্যে প্রতি বছরের ন্যায় এবারও চতুর্থ বারের মত ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গ্রামাঞ্চলে গরীব দুস্থ মানুষের মাঝে দুই হাজার লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় চুনারুঘাট মধ্যবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকার গরীব দুস্থ মানুষের মাঝে এ কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজিব, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ জয়নাল আবেদীন, ব্যারিস্টার ইমরানুল হাই সজীব, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, ইকবাল আহমেদ, তৌহিদ মিয়া, ...

যানজটের বিড়ম্বনায় অতিষ্ঠ হবিগঞ্জবাসী

হবিগঞ্জ প্রতিনিধি ॥ যানজটে অতিষ্ঠ হবিগঞ্জবাসী। শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানজট শুধু নিত্য সঙ্গী হিসেবেই নয় মহামারী আকারে ধারন করছে। ছোট্ট এ শহরে প্রায় ৬ হাজার টমটম, প্রায় ৫ হাজার রিক্সা, মাত্রাতিরিক্ত পরিবহন, রিক্সা ও টমটমের অবৈধ পার্কিং, ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন অনিয়মের কারনে চৌধুরী বাজার, পুরাতন খোয়াই ব্রীজ রোড, কালিবাড়ি রোড, টাউন হল রোড, পুরাতন হাসপাতাল সড়ক হরহামেশাই যানজট লেগে থাকে। তাছাড়া ঈদকে সামনে রেখে জেলার বাইরের অনেক পরিবহন শহরে প্রবেশ করায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ট্রাফিক বিভাগ ও পৌরসভা যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যানযটের কারনে শহরের রাস্তাঘাটে চলাচল করতে জনসাধারন পড়ছেন দুর্ভোগে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ছাত্রছাত্রী স্কুল কলেজে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। চিকিৎসাস্থলে পৌঁছতে দীর্ঘ ...

মাধবপুর অনলাইন জানালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিলকে কেন্দ্র করে উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়। বৃহস্পতিবার ইফতার পূর্ব সময়ে একে একে অতিথিবৃন্দের আগমনে এক সৌহার্দপূর্ন পরিবেশের সৃষ্টি হয়। অনলাইন জার্নালিষ্ট এসেসিয়েশনের সভাপতি মোঃ অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজুর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র শাহ্ মোঃ মুসলিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদউল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সুলায়মান মজুমদার, উপজেলা প্রকৌশলী আহাম্মেদ তানজীর উল্লাহ সিদ্দকী ,উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক কদর আলী মোল্লা, ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ওসমান খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ...

নয়াপাড়া ও দরগা গেইট অপরাধি ও মাদক সেবিদের নিরাপদ আস্তানা

নিজস্ব প্রতিনিধি ॥ অপরাধি ও মাদক সেবিদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে নোয়াপাড়া ও দরগা গেইট। এ দুটি এলাকায় দ্রুত শিল্পায়নের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ প্রবনতা। গত বুধবার রেল লাইনের উপর থেকে ৩ যুবকের লাশ কে কেন্দ্র করে এলাকার লোকদের মধ্যে এখন আতংক ছড়িয়ে পড়েছে। নয়াপাড়া রেল ষ্টেশন লাগোয়া চা বাগানে সহজেই পাওয়া যায় বাংলা চোলাই মদ। এ মদের পাশাপাশি ভারত থেকে আসা বিভিন্ন মাদকের এখন নয়াপাড়া ও শাহজীবাজার এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। নয়াপড়ায় রেল ষ্টেশন ঘিরেই গড়ে উঠছে অপরাধিদের নিরাপদ আস্তানা। এখান থেকে গাছ পাচার রেলের সম্পদ চুরি ও যাত্রী সাধারনের মোবাইল, স্বর্ণালংকার চুরি হ্েচছ দীর্ঘদিন যাবত। স্থানীয় কতিপয় দূ®কৃতিকারীদের আশ্রয়ে প্রশয়ে গড়ে উঠছে অপরাধিদের এ সামাজ্য ...

নরপতি গ্রামে গাউছিয়া দারুল ক্বিরাতের প্রতিযোগীতা পুরস্কার বিতরনী অনুষ্ঠান

নরপতি সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিন নরপতি পূর্ব জামে মসজিদে গাউছিয়া দারুল ক্বিরাত সিরাজ নগর শাখা কেন্দ্রের গতকাল পুরষ্কার বিতরনী অনুষ্টান সর্ম্পন্ন হয়েছে। প্রতি বছরের এ ন্যায় এ বছরও দারুল ক্বেরাত আয়োজন করা হয়। প্রতিযোগীতা অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্টি মুরুব্বী মোঃ আব্দুল বারিক। পরিচালনা করেন অত্র মসজিদের খতিব ও প্রধান ক্বারী হাফেজ জাকির আল হুসাইনী আহমেদ। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন হাজী আলিম উল্লাহ আলীয়া মাদ্ররাসা পিন্সিপাল আল্লামা এ কে আফছার আহমদ তালুকদার । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেস ক্লাবে সভাপতি ও প্রথম সেবার সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও মোঃ আব্দুল কদ্দুছ। আরও উপস্থিত ...

রিচি গ্রামে সালিশানদের উপর বর্বোরোচিত হামলার নিন্দা ও শাস্তির দাবী

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন এর সংশ্লিষ্ট গ্রাম প্রধানদের অনুরোধে রিচি ও সুলতান মামদপুর গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা সালিশে নিস্পত্তির লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে রিচি ঈদগাহ মাঠে সালিশানদেরকে লাঞ্চিত ও মারপিট করায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পির মাসিক সভায় নিন্দা প্রকাশ করে দায়ীদের কঠোর শাস্তির দাবী জানানো হয়। সভায় বলা হয় হবিগঞ্জ জেলার সালিশের শিরোমনি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ও মন্দরী ইউ.পি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকারকে হত্যার প্রচেষ্ঠায় জড়িত দুষ্কুতিকারী ও তাদের গডফাদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা না হলে হবিগঞ্জ জেলায় সালিশ বিচার বন্ধ হয়ে যাবে এবং সামাজিক ...

বৃষ্টির পানি সংরক্ষণ করুন

প্রথম সেবা ডেস্ক ॥ পরিবেশ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের অনেক দেশ জলবায়ূ পরিবর্তনের কারনে ঝুকির মুখে পড়ছে। ক্রমেই উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। মানুষের বিভিন্ন কর্মকান্ডের ফলে পরিবেশ আজ ধ্বংসের মুখোমুখি। আমাদের দেশেও ভূ-গর্ভস্ত পানির স্তর ক্রমেই নীচে নেমে যাচ্ছে। ভূ-গর্ভস্ত পানির স্তর নিচে নামা থেকে রক্ষা করতে হলে বৃষ্টির পানি ব্যবহার করতে হবে। সচেতন মানুষ হিসাবে এখনই আমাদের ভাবা উচিত। পানির বিকল্প উৎস হিসাবে বৃষ্টির পানি সংরক্ষন ও ব্যবহারের ওপর জোর দিতে হবে। আমরা জানি, মাটির ওপর এবং নীচের সব পানির উৎস বৃষ্টি। এর সুবিধা হচ্ছে, সহজে হাতের নাগালে পাওয়া যায় এবং এর মান ও ভাল। বাংলাদেশে এলাকাভেদে ১হাজার ২শ থেকে ৩ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। উপকুল ও পাহাড়ী অঞ্চলে ...

সাদা সোনা সিলিকা বালু হরিলুট

শাহ্ ফখরুজ্জামান ॥ হবিগঞ্জের বালু মহালগুলো নির্ধারিত সময়ে ইজারা না হলেও বন্ধ নেই বালু উত্তোলন। বিশেষ করে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু নিয়ে চলছে হরিলুট কারবার। চা বাগান ও বন বিভাগ এর সাথে বালু ব্যবসায়ীরা আতাত করে পরিবেশের ক্ষতি করে এই বালু বিক্রি করছে। হবিগঞ্জের জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় ৩১টি বালু মহাল রয়েছে। তন্মধ্যে ৮টি সাধারন এবং ২৩টি সিলিকা বালু মহাল। অন্যান্য সময় সকল বালু মহালকেই সাধারন ইসাবে ইজারা দিলেও এবছর খনিজ সম্পদ মন্ত্রনালয় ২৩টি বালু মহালকে সিলিকা বালু মহাল হিসাবে অন্তর্ভুক্ত করে। তন্মধ্যে ৮টি বনবিভাগ ও চা বাগান এলাকায় হওয়ায় সেগুলোকে বাদ দিয়ে ১৫টি মহাল ইজারা দেয়ার জন্য দরপত্র বিজ্ঞপ্তি আহবান করা হয়। সাধারন ...

মা-মেয়ের পরকীয়া ॥ মাধবপুরে স্ত্রী কন্যাকে হত্যা করে থানায় আত্মসমর্পন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্ত্রী ও কন্যার ঘাতক সানু মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছে। গত বৃহষ্পতিবার উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামের সানু মিয়া স্ত্রী জরিনা বেগম (৪০) ও মেয়ে মাছুমা আক্তার (১৫) কে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পন করে। শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল্লাহ পিপিএম হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রশিদ আহম্মদ এর আদালতে তার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য ঘাতক সানু মিয়াকে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। স্বীকারোক্তিতে ঘাতক সানু জানায়, গোয়াছনগর গ্রামের সাবু মিয়ার ছেলে তাউছ মিয়া তার বাড়ির পাশে কৃষি জমি চাষাবাদের সুবাদে প্রায়ই সানু মিয়ার বাড়িতে আসা যাওয়া করত। এক পর্যায়ে তাউছ মিয়া তার স্ত্রী জরিনা ...

চুনারুঘাটে ইফতার মাহফিলে সৈয়দ মোঃ ফয়সল ॥ ঈদের পর সরকার পতন আন্দোলন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ঈদের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে অবৈধ সরকার পতনে সকল নেতাকর্মীদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল নেতাকর্মীদেরকে খালেদা জিয়ার আহ্বানে সারা দিয়ে সরকার পতনের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বর্তমান সরকার অবৈধ সরকার। এ সরকারকে আর বেশিদিন টিকে থাকতে দেয়া যায় না। তিনি বলেন, সকল নেতাকর্মীদেরকে বেদাভেদ ভুলে ঐক্যবদ্য থাকতে হবে। গত শুক্রবার চুনারুঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল এ কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব ...

ঈদ-ফ্যাশন পরিবারে ঝগড়া

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ সমাগত। আসছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা গেলে ঈদ হবে ২৯জুলাই। আর ২৯ জুলাই না হলে চাঁদ দেখা যাক বা না যাক ঈদ ৩০জুলাই। সবাই প্রস্তুত-ব্যস্ত সময় কাটাচ্ছেন কেনা কাটায়। দোকানীরাও প্রস্তুত ক্যাশ ভর্তি করার জন্য। জিনিস পত্রের দামের কোন বালাই নেই। যে যেভাবে পারছে সেভাবেই দাম হাঁকছে। শখ করে কোন পণ্য ধরলেই শেষ। নাছোরবান্দা দোকানীরা এর দাম হাঁকে তিনগুণ। কোন রকম বিক্রি করতে পারলে লাভ হয় দ্বিগুণের বেশি। বিশ্বাস না হলে একবার পরীক্ষা করে দেখুন। শখিন ক্রেতাদের কথা হলো টাকা বড় কথা নয়-পছন্দের জিনিস চাই। আর দোকানীদের দৃষ্টি ভঙ্গি হলো গলা কেটে.........। এসবের ফাঁদে পড়ছে শখিন মেয়েরই বেশি। প্রিয় পাঠক। এ কথাই ...