Daily Archives: July 2, 2014

কালেঙ্গা বনের মুছিকান্দি পূর্ব পাহাড়ে ৩০ হাজার ভূমিহীনদের বসবাস সামাজিক বনায়নের ১ হাজার ৩শ ৮১ একর জমি লীজের নামে দখলের পায়তারা

আব্দুল হালিম, হবিগঞ্জ ॥ এবার সামাজিক বনায়নের জমি দখলের পায়তারা করছে আওয়ামীলীগের প্রভাবশালী একটি মহল। বিভিন্ন কৌশলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুছিকান্দি সামাজিক বনায়নের ১৩৮১ একর জায়গা লীজ নেয়ার নামে দখলের চেষ্টা চালাচ্ছে। এতে ফুসে উঠছে এলাকার লক্ষাধিক মানুষ। চুনারুঘাট উপজেলার গাজীপুর ও মিরাশী ইউনিয়নের ২৫টি গ্রামের ৩০ হাজার ছিন্নমূল মানুষের বসবাস এখানে। পৈত্রিক সম্পত্তি না থাকায় ৩০ হাজার মানুষ ১০০ বছর যাবত কালেঙ্গা বনের মুছিকান্দি পূর্ব পাহাড়ে বসবাস করছে। তাদের নেই জমি, নেই দলিল-পত্র। নেই কর্মসংস্থানের সুযোগ। গাছের ফল ও পাহাড়ের লাকড়ি বিক্রি করে সংসার ও জীবন চলে তাদের। এদের সহায়তায় সরকার এগিয়ে এসেছিল। কয়েক বছর আগে অংশিদারিত্বমূলক সামাজিক বনায়নের মাধ্যমে সরকার ভূমিহীনদের পুর্নবাসিত করে। কিন্তু বর্তমানে চা ও রাবার ...

বালু খেকোদের তৎপরতা অব্যাহত সরকার হারাবে বিপুল পরিমান রাজস্ব

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন বালু মহাল নিয়ে চলছে নানামুখী কারসাজি। সরকারের রাজস্ব ফাঁিক দেয়ার লক্ষ্যে অনেকে নিয়েছেন আইনি আশ্রয়। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। সূত্রে প্রকাশ সুতাং নদীর তিনটি অংশে জেলা প্রশাসন ১৪২০ বাংলার ১লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য ইজারা আহবান করলে মোঃ ইব্রাহিম (ক অংশ), মোঃ জিতু মিয়া (খ ও গ অংশ) বালু উত্তোলনের ইজারা প্রাপ্ত হন। উল্লেখিত তিনটি মহাল খেকে সরকার রাজস্ব পায় ২ কোটি ৪ লাখ ৭৭ হাজার ৬শ টাকা। ৩০ চৈত্র মেয়াদ শেষ হয়ে গেলে ইজারাদার ইব্রাহিম ও জিতু মিয়া ১ বছরে তাদের ব্যবসায় লোকসান হয়েছে এ অজুহাত দেখিয়ে মেয়াদ বৃদ্ধির জন্য হাইকোর্টে একটি ...

মিটু আমেরিকার ডাউনটাউন ম্যানহাটন বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত

চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির লস্করের ছোট ছেলে রিয়াজুল কাদির লস্কর মিটু আমেরিকার ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১২ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রিয়াজুল কাদির লস্কর মিটু চুনারুঘাট উপজেলাবাসীসহ বাংলাদেশের সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

হবিগঞ্জ শহরে ৮টি টমটমকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে লাই¯েœস ছাড়া ব্যাটারী চালিত টমটম চালানোর অভিযোগে ৮টি টমটমকে ১হাজার ৯শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এই অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন জানান, মোটরযান নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৮৩ এর অধীনে অভিযানকালে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ ও মুক্তিযোদ্ধা ভবন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় এসআই মিন্ট রায়ের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ উপস্থিত ছিল।

১ যুগ ধরে ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে বিধবা এখন বিপাকে

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া তথ্য দিয়ে ১ যুগের অধিক সময় ধরে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে বিপাকে পড়েছে মুক্তিযোদ্ধা বিধবা স্ত্রী খুর্শেদা খাতুন। মিথ্যা তথ্য দিয়ে ভাতা উত্তোলনের টাকা রাষ্টীয় কোষাগারে জমা দেয়ার জন্য অবসর প্রাপ্ত লান্স কপোরাল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ্য করেন খুর্শেদা খাতুন চুনারুঘাট উপজেলার চামলতলী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল আজিজের স্ত্রী। আঃ আজিজ দীর্ঘ ১যুগ পূর্বে স্বাভাবিকভাবে মারা যান। পরে খুর্শেদা খাতুন চুনারুঘাট পৌর শহরে বড়াইল গ্রামের হানিফ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হানিফ মিয়া সংসারে থাকা অবস্থায় তিনি ৬ বছর যাবৎ মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করে আসছেন খুর্শেদা খাতুন। যাহা অবৈধ ও সরকারী নিয়ম নীতির লঙ্গন। আব্দুল মজিদের অভিযোগ ...

ছিনতাই হওয়া সিএনজি মাধবপুরে আটক ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে ছিনতাই হওয়া সিএনজি মাধবপুরে আটক করা হয়েছে। এ সময় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। আটক ছিনতাইকারী হলো খুলনা সদরের আবু তালেবের ছেলে নুরুল ইসলাম (২৮)। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের বিজিত সিংহের একটি সিএনজি চুনারুঘাট থেকে শানখলা যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের পশ্চিম গোড়ামী নামক স্থানে গেলে ৩/৪ জনের একটি ছিনতাইকারীদল র‌্যাব পরিচয়ে বিজিতের গাড়িটি আটক করে। এ সময় গাড়ী চালক বিজিতকে নেশা জাতীয় ¯েপ্র নিক্ষেপ করে তাকে অচেতন করে গাড়ীটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় বিজিতকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। তাৎক্ষনিকভাবে বিজিত বিষয়টি সিএনজি অটোরিক্স মালিক সমিতিসহ তার লোকজনদের জানায়। এ ...

স্কুল মাদ্রাসায় ছুটি ২৯ জুন থেকে ৬ আগষ্ট

প্রথম সেবা ডেস্ক ॥ আসন্ন পবিত্র রমজান, জুমাতুলবিদা, শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-মাদরাসা-কারিগরিসহ সমপর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ ছুটি ঘোষণা করা হয়। মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলেজের ছুটির বিষয়ে শিগগিরই নতুন আরেকটি আদেশ জারি হতে পারে। উল্লেখ্য, এবার প্রথম রোজা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পুরো রমজান মাস জুড়ে কলেজ ছুটি

প্রথম সেবা ডেস্ক ॥ প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের পর সরকারি-বেসরকারি কলেজেও ২৯ জুন থেকে রোজার ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে সরকারি-বেসরকারি কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তবে পাবলিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১২ দিন এবং মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসার ছুটি ৮ দিন এগিয়ে মঙ্গলবার রোজার ছুটি ঘোষণা করে সরকার। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল। আর মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে রোজার ছুটি নির্ধারিত ছিল ৬ জুলাই থেকে ২৯ জুলাই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ...

হবিগঞ্জ সদর হাসপাতাল শিশু রোগ বিশেজ্ঞ ডাঃ আবু সুফিয়ানের বিরুদ্ধে এন্থার অভিযোগ শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আবু সুফিয়ানের বিরুদ্ধে এন্থার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু রোগ বিশেজ্ঞ ডাঃ আবু সফিয়নের বিরুদ্ধে চিকিৎসার অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ হয়েছে। এ ঘটনায় ডাক্তার নার্সদের সাথে শিশুর আত্মীয় সজনদের বাক বিতন্ডা হয়েছে। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, শিশু রোগ চিকিৎস আবু সুফিয়ান নিজেকে অত্যন্ত প্রভাবশালী ও হবিগঞ্জ তার একাধিক আত্মীয় স্বজন রয়েছে বলে ধরাকে সরা জান করে চলছেন। তিনি প্রতিদিন সকাল ৮টা থেকে নিজ বাসায় প্রাইভেট প্র্যাক্টিসে ব্যস্ত থাকেন এবং হাসপাতালে আসেন ১০ টায়। জরুরী জটিল রোগী নিজ বাসায় প্রাইভেট দেখানোর ইঙ্গিত করেন। অত্যন্ত তড়িগড়ি করে আউটডয়িং ভর্তি রোগী একফলক তেখে চলে আসেন নামাজে। রোগী দীর্ঘক্ষন পরে সোজা চলে যান হাসপাতাল কোয়াটারে বাসায় সেখানে বিভিন্ন ...

চুনারুঘাটে এক ব্যক্তির ঘরে…..

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক ব্যক্তির বাড়িঘরে হামলা করে লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। আহত ২ জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শফিক মিয়াকে প্রথমে চুনারুঘাট হাসপাতাল এবং পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতলে প্রেরণ করেন। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাসুদেবপুর টিকের বাজারের বাসিন্দা হাজী আব্দুল মনাফের বাড়ি-ঘরে হামলা চালায় সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান সরকার মোহাম্মদ সহিদের লোকজন। হামলায় আব্দুল মনাফ (৮২), মোঃ শফিক মিয়া (৪৫), ফাতেমা আক্তার (৩৫)সহ ৫ জন আহত হয়। আহত আব্দুল মনাফ ও ফাতেমা আক্তারকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর শফিক মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে ...

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চুনারুঘাটে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার মিছিল

এস এম সুলতান খান ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার বিকালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মধ্যবাজারে এক সভায় মিলিত হয়। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুসলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুত মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, অর্থ সম্পাদক মাওলানা শেখ জামাল আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মীর আহমদ আলী, মাওলানা ...

শায়েস্তাগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার মিছিল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ মাহে রমজানকে স্বাগত জানিয়ে শায়েস্তাগঞ্জে ইসলামী ফ্রন্ট ও ছাত্র সেনার মিছিল করেছে।গতকাল বাদ মাগরিব শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং থেকে এক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে । মিছিল শেষে দাউদনপর বাজার পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়। শায়েস্তাগঞ্জ থানা ইসলামী ফ্রন্টের সভাপতি প্রভাসক মাওলানা সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের কৃষি সম্পাদক আব্দুল ওয়াহেদ বাচ্চু,মাওলানা আব্দুল কাদির, শামিম চৌধুরী, তাজুল ইসলাম,মাওলানা নিজাম উদ্দিন,মাওলানা সামছুদ্দিন, মাওলানা আবু তাহের গনি, আলহাজ ডাঃ আব্দুল ওয়াহাব, পিরজাদা সফিকুল ইসলাম,থানা ছাত্র সেনার সভাপতি হাফেজ মোঃ ফরাশ উদ্দিন, সাবেক সভাপতি হাফেজ হান্নান, জালাল উদ্দিন, হাফেজ জামিল আহমদ বাচ্চু প্রমূখ।সভায় বক্তাগন পবিত্র ...

বাহুবলে ৫দিন ব্যাপি বৃক্ষ মেলা শুরু

আজিজুল হক সানু, বাহুবল থেকে ॥ বাহুবলে ৫ দিন ব্যাপি বৃক্ষ মেলা ২০১৪ শুরু হয়েছে। গত ২৮ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ফিতা কেটে এ মেলাটি উদ্ধোধন করেছেন। পরবর্তীতে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে ও নাসরিন নাজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সেলিম মিয়া ও সালেহ আহমেদ। সভায় প্রধান অথিতি মোঃ আব্দুল হাই বলেন, বৃক্ষ মেলা মানুষের এক অফুরন্ত প্রাণ। গাছ রুপন করলে যেমন পরিবেশ ...

রমজানে বেগুন-কাঁচামরিচসহ ৫ পণ্যের রফতানি বন্ধ

প্রথম সেবা ডেস্ক ॥ পবিত্র রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বেগুন-কাঁচামরিচসহ পাঁচটি নিত্যপণ্য রফতানি বন্ধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বেগুন, শসা, কাঁচামরিচ, ধনেপাতা ও লেবু রফতানি নিষিদ্ধ করা হয়েছে। রমজানে এসব নিত্যপণ্যের সংকট না থাকায় বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করেন তিনি। ঈদের পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, পণ্য মূল্য বাড়াবে না। তিনি জানান, টিসিবির মজুদ ভালোই আছে। তবে আকস্মিকভাবে ভারত পেঁয়াজের দাম বাড়িয়েছে। তাই মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে। পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে থাকা ফরমালিন আইনের খসড়া ...

বন মামলার পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৌর শহরের চন্দনা গ্রাম থেকে বন মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গতকাল ভোর রাত ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মালিক ও সায়েকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের হাজী আনছব উল্লার ছেলে কালা মিয়া (৩০)কে গ্রেপ্তার করে। সে দীর্ঘ দিন যাবত বন মামলায় পলাতক ছিল।

ভালবাসার টানে…

স্টাফ রিপোর্টার ॥ ভালবাসার টানে দুবাই প্রবাসী স্ত্রী দিলারা খাতুন (২৫) রাজমিস্ত্রী হেলপার সফিক মিয়া (১৮) এর সাথে গভীর রাতে পালিয়েও শেষ রক্ষা হয়নি। গত মঙ্গলবার গভীরাতে নালমুখ বাজারে এলাকাবাসীর হাতে আটক দু’জন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী মাষ্টারের জিম্মায় নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৬ বছর পূর্বে নিশ্চিন্তপুর গ্রামের মানিক মিয়ার সাথে বিয়ে হয় দিলারা খাতুনের। মানিক বিয়ের কয়েক মাস পরে দুবাই চলে যায়। তাদের ৪ বছরের ১ ছেলে হলেও মানিক দেশে আসেনি। স্বামীর নিঃসঙ্গতার সুযোগে পাশের বাড়ির রাজমিস্ত্রী হেলপারের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। মোবাইল ফোনে দিনরাত চলে প্রেমালাপ। ভালবাসার এক পর্যায়ে এক অপরের সান্নিধ্যে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। গভীর ...

চুনারুঘাট পৌরসভার ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের ১৫ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৫শ’ ৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌরসভা সভাকক্ষে পৌর মেয়র মোহাম্মদ আলী জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৪২৮ টাকা। উদ্বৃত্ত ১৬ লাখ ১২ হাজার ১৬৫ টাকা। বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। উন্নয়ন ও অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা। বাজেটে ৫ কোটি ৬০ লাখ টাকার সরকারি মঞ্জুরী ও বিশেষ মঞ্জুরী পাওয়া যাবে বলে আশাবাদী পৌর কর্তৃপক্ষ। রাজস্ব আয় ধরা হয়েছে কোটি ২৬ লাখ ১৮ হাজার ১৬৫ টাকা। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ...

সায়হাম গ্র“পের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে ইফতারের জন্য আর্থিক অনুদান প্রদান

কে. এম. শামছুল হক ॥ প্রতি বছরের ন্যায় এ বছরও সায়হাম গ্রুপের পক্ষ হইতে “পবিত্র মাহে রমজান” উপলক্ষ্যে মাধবপুর উপজেলার প্রায় শতাধিক মসজিদের সম্মানিত রোজাদারগনের সম্মানে ইফতার মাহফিলের জন্য কয়েক লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এই অনুদান প্রদান উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় সায়হাম স্পিনিং মিল্স লিঃ এর কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সায়হাম টেক্সটাইল মিল্স লিমিটেডের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো: শাহাজাহান, তিনি পবিত্র মাহে রমজান শরীফে সকল মুসলমানদের আল্লাহর রহমত বরকত ও মাগফিরাত হাসিল করার লক্ষ্যে সকল অন্যায় অপরাধ কর্মকান্ড হতে বিরত থেকে নিজেদের আত্বশুদ্ধি অর্জন করতে হবে। রমজান ...