Daily Archives: July 8, 2014

হবিগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় নির্বাহী প্রকৌশলীর পদত্যাগ দাবি

আব্দুল হালিম, হবিগঞ্জ ॥ সরকারের ১১ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের ঘোষণার পর থেকেই হবিগঞ্জে ভয়াবহ বিদ্যুত বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিনই জেলা শহরসহ সারা জেলার কোথাও না কোথাও বিদ্যুত বিভ্রাট দেখা দিচ্ছে। তাছাড়া হবিগঞ্জ শহরে প্রতিদিন কমপক্ষে ৫০ বার বিদ্যুত আসা-যাওয়া করছে। বিদ্যুত আসা-যাওয়ার এই ভেলকিবাজিতে টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী অনেকেরই বিনষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পবিত্র এই রমজান মাসেও বিদ্যুত বিপর্যয়ের কারনে প্রতি রাতেই শহরের কোন না কোন এলাকার মসজিদগুলোতে ঘন্টাব্যাপী বিদ্যুত না থাকায় মুসুল্লীদের তারাবীর নামাজ আদায় করতে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বিশ্বকাপ ফুটবল খেলাও অনেক এলাকায় দেখতে পারছে না। এদিকে অব্যাহত এই বিদ্যুত বিপর্যয়ের কারনে জনসাধারণ ফুসে উঠেছে। ফলে বিদ্যুতের দাবিতে গত ১ মাসে হবিগঞ্জ ...

ত্রিপুরার প্রাদুর্ভাব থেকে ছড়াতে পারে বলে স্বাস্থ্য বিভাগের ধারনা সীমান্ত এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব চুনারুঘাট ও মাধবপুরে ১৯ রোগী সনাক্ত

শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ ॥ ভারতীয় সীমান্তে অবস্থিত চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জুন সাসে এই দুই উপজেলায় ১৯ জন রোগী সনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ত্রিপুরার প্রাদুর্ভাব এখানে ছড়াতে পারে আবার মৌসুম এর জন্যও এমন হতে পারে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ জরুরী প্রদক্ষেপ গ্রহণ করেছে। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জুন মাসে চুনারুঘাট উপজেলায় ১৭ জন ম্যালেরিয়া রোগী সনাক্ত করা হয়েছে। তন্মধ্যে ১৪ জন ফ্যালসিপেরাম, ২ জন ভাইভ্যাক্স ও ১ জন মিশ্র প্রটজোয়ায় আক্রান্ত রোগী। মাধবপুর উপজেলায় ২ জন ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে। তন্মধ্যে ১ জন ফ্যালসিপেরাম ও ১জন ভাইভ্যাক্স প্রটজোয়ায় আক্রান্ত রোগী। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানা যায়, আক্রান্ত রোগীদের অধিকাংশই ...

সাতছড়িতে অপরাধীদের অবাধ বিচরণ কলগার্ল আঁখিসহ যুবক আটক মএ ভ্রাম্যমান আদালতে যুবকের ৩ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে কলগার্ল নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে শাকিল আহমেদ নামে এক যুবককে তিন মাসের কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার রাত সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন। এর পূর্বে বিকেল ৪টায় চুনারুঘাট থানা পুলিশ সাতছড়ি জাতীয় উদ্যানে হবিগঞ্জ শহরের আলোচিত কলগার্ল রূপা আক্তার আখি (২০)-এর সাথে আপত্তিকর অবস্থায় ওই যুবককে আটক করে। তাদের আটকের পর পর চুনারুঘাট থানায় সাংবাদিকরা আটককৃতদের ছবি তুলতে গেলে রহস্যজনক কারণে পুলিশের পক্ষ থেকে ছবি তুলতে দেয়া হয়নি। অনেক নাটকীয়তার পরে রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত শাকিল আহমেদকে ৩৫৪ ধারায় অভিযুক্ত করে তিন ...

অপরাধীদের স্বর্গরাজ্য তেলিয়াপাড়া

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকা মাদক, চোরাচালান, গাছপাচার সহ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। তেলিয়াপাড়া এলাকাটি সড়ক ও রেল পথে যোগাযোগের ভাল মাধ্যম হওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গহিন অরণ্য সাতছড়ি, ২০নম্বর, ভান্ডারুয়া, বনগাঁও, লোহাইদ এলাকা দিয়ে ভারত থেকে গাঁজা ফেনসিডিল সন বিভিন্ন পণ্যসামগ্রী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এসব পণ্য সামগ্রী নোয়াপাড়া, তেলিয়াপাড়া এলাকা দিয়ে ট্রেন ও অন্যান্য যানবাহনে দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। সম্প্রতি র‌্যাব ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক জগদীশপুর তেমুনিয়ার অদুরে পরিত্যক্ত অবস্থায় গাঁজা এবং ডিবি পুলিশ তেলিয়াপাড়া এলাকা থেকে একাধিক মাদকের চালান আটক করেছে। মাদক সেবনের সহজলভ্যতার কারণে তেলিয়াপাড়া, বনগাঁও, ভান্ডারুয়া এলাকায় মাদকের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। উঠতি বয়সের যুবকরা মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। মাঝে ...

হাওর বাউর বিলÑঝিল নদী নালা বেষ্টিত হবিগঞ্জ মাছ চাষের সম্বাবনাময় জেলা জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন, হাওর বাউর, বিল-ঝিল বেষ্টিত হবিগঞ্জ জেলা। মাছ চাষে হবিগঞ্জের একটি আলাদা সুনাম রয়েছে। এখান থেকে দেশীয় সকল প্রকার মাছ দেশ ও বিদেশে রপ্তানী করা হতো। এখানো তা সম্ভব। এ সম্ভবনাময়কে কাজে লাগিয়ে অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সামনে এ শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলুন। দেশ ও জাতিকে সমৃদ্ধ করে তুলুন। গতকাল বুধবার জেলা পরিষদ আয়োজিত হল রুমে জাতীয় মৎস্য সপ্তায় ২০১৪ইং উদ্ধোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ৯৫ ভাগ মাছ এখনো হবিগঞ্জে উৎপন্ন হয়। এ মাছ দিয়ে জেলার চাহিদা মেটানো সম্ভব। ৫ ভাগ ফরমালিন যুক্ত মাছ জেলায় প্রবেশ করে। সকল উৎপাদিত মাছকে কুলশিত ...

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১০টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়- সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনটি লস্করপুর এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয় যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) উসমান গণি মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবীগঞ্জে বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যার চেষ্টা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের লতিফপুর গ্রামে ৪র্থ বিয়ে করতে না পেরে লইনুছ (২৮) নামে এক বিয়ে পাগল যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। মুমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, নবীগঞ্জে লতিফপুর গ্রামের জলাই মিয়ার ছেলে লইনুছ মিয়া ইতিপুর্বে ৩টি বিয়ে করেছে। সম্প্রতি দুর সম্পর্কের এক আত্মীয়কে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে পড়ে। এতে তার পূর্বের স্ত্রী ও বাবা মা, বাধা দেয়। ফলে ৪র্থ বিয়ে করতে না পেরে লইনুছ মিয়ােে ভ দুঃখে গতকাল দুপুরে কীটনাশক জাতীয় বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

মুছিকান্দি পূর্বপাহাড়ে খাস জমি দখল আন্দোলনে থলের বিড়াল বেড়িয়ে আসছে

মোঃ ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার দূর্গম পূর্বাঞ্চল মুছিকান্দি পূর্বপাড়ের সরকারী ১৩৮১ একর খাস জমি দখল নিয়ে হরিলুট চলছে। স্বাধীনতার পর পূর্ব পাহারের যে টিলা গাছ গাছালীতে নিঝুম দ্বীপের মত ছিল সে সব জায়গায় আজ মানুষের জন বসতি হয়ে উঠেছে। সময়ের আর্বতে আলীনগর কৃষ্ণন নগর,বাসুল্লা, পাহার টিলা, শুকনা টিলা, লাতুরগাও, ভোলাজুম, বরব্দা, ভূইয়ার তালী, নিচিন্তপুর, জলিলপুর গ্রামসহ আশপাশের হত দরিদ্র ভূমিহীন প্রায় ২শ পরিবার সেখানে বসবাস শুরু করে। আর এসব লোকদের শাসন করছে। ওই সব এলকার প্রভাবশালী মহল। যারা ১৩৮১ একর ভূমি অধিকাং ভোগ দখল করে আসছে বছরের পর বছর। খোয়াই টি এন্ড এগ্রো লিঃ কোম্পানীর চা বাগান তৈরীর জন্য সরকার ৮৮৪.৬৩ একর খাস ভূমি বন্দোবস্তরে জন্য ভূমি মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট ...

অপহরণকারী ২ জনের ৭ দিনের রিমান্ড প্রার্থণা ৭ শিশুকে অপহরণকালে জনতার হাতে দু’পাচারকারী আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে ৭ শিশু অপহরণকালে আটক ২ অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন। এদিকে সোমবার তাদের ৭ রিমান্ড প্রার্থনা করবে পুলিশ। পুলিশ সূত্র জানায়-শনিবার বেলা ৩টার দিকে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাশে একটি বট গাছের নিচে ৭ শিশু খেলা করছিল। এ সময় অপহরণকারীরা রকিবুল ইসলাম (৭), রাকিব (৬), শাহিন (৭), রোকন (৮), মুস্তাকিম (৮), হানিফ (৮) ও হৃদয় (৮) শিশুদের জনপ্রতি ২ শত টাকা করে দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের পাশের খাল পাড় করিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এখতিয়ার গ্রামের কাছে নিয়ে যায়। এক পর্যায়ে অপহরণকারীরা অপহৃত শিশুদের দুইটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা ...

সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়ার কাছে গত শুক্রবার সকালে দ্রুতগামী কোচের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হয়েছে। খবর শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। পুলিশ সূত্রে জানাযায়- ওইদিন সকাল ১০টায় ঢাকাগামী একটি কোচ উল্লেখিত এলাকায় অজ্ঞাত যুবক (৩২)কে চাপা দেয়। পথচারীরা মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের’এ নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর শায়েস্থাগঞ্জ হাই-ওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

মুছিকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ২ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামের হেমেন্দ্র লাল রায়ের পুত্র চুনারুঘাট সাব-রেজিষ্টারীর দলিল লেখক বিষু লাল রায় (৩২) ও তার বড় ভাই বিষ্ণু পদক রায় (৪০)কে কুপিয়ে গুরুত্ব আহত করেছে একদল দূর্বৃত্ত। গত বুধবার সকাল ১০টায় দিকে তার নিজ বসত বাড়ীতে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে বেধরক কুপিয়ে রক্তাত জখম করে। তাহার সুর চিৎকার শোরে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষূ লালকে উদ্ধার করে। গুরুত্ব আহত অবস্থায় চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, একই গ্রামের দেবেন্দ লাল রায়ের পুত্র ধীরেন্দ্র লাল রায়, রাজু লাল রায়, রাহুল রায় ও রুবেল রায়সহ দলিল লেখক বিষু লাল রায়ের বাড়ি ঘড়ে অসবাবপত্র হামলা করে ভাংচুর করে। এ সময় হামলাকারীরা স্বর্নে চেইন,একটি মোবাইল ...

বানিয়াচঙ্গে কুকুরের কামড়ে ১৫ জন আহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে কুকুরের কামড়ে স্কুল ছাত্র সহ ১৫ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সম্প্রতি বানিয়াচং বাজারের আশপাশের বেওয়ারিশ কুকুরে আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে ব্যাপক হারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জন সাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হাট-বাজার ও মসজিদে চলাচলের সময় অনেকেই হাতে লাটি নিয়ে যাচ্ছেন। তবে আহতদের ভ্যাকসিন হাসপাতালে না থাকায় রোগীরা চিকিৎসা নিতে হিমসীম খেতে হচ্ছে। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবপদ রায় জানান, আমাদের এখানে কুকুরের কামড়ের ভ্যাকসিন নেই এবং হবিগঞ্জ সদর হাসপাতালে যোগাযোগ করলে সেখানেও ভ্যাকসিন নেই বলে তারা জানান। এ অবস্থায় আহতরা স্থানীয় ফার্মেসী থেকে ভ্যাকসিন দিতে হবে। তবে চিকিৎসার কোন সমস্যা ...

আহম্মদাবাদে হান্নানের ছোট ভাইর জানাযা সম্পন্ন

আমুরোড প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুরা গ্রামের নেতা হান্নানের বড় ভাই মোঃ গুনি মিয়ার ছেলে মোঃ আঃ জাহির (৪৯) রবিবার রাত ১২ ঘটিকার সময় সিলেট রাগিব আলী হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। পরের দিন সোমবার বাদ আসর তার জানা য়ার নামাজ ইউনিয়ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তার জানাযায় অংশ নেন ইউ/পি চেয়ারম্যান ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবেদ হাসনাত চেীধুরী সন্জু, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ও আমুরোড বাজার কমিটির সভাপতি আঃ রহমান আজাদ, অধ্যক্ষ আলাউদ্দিন মাষ্টার, আঃ জাহির মহালদার, জামাল উদ্দিন আখন্জীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।

চুনারুঘাটে বিলপাড় মসজিদের ১ টন গম আত্মসাৎ এর অভিযোগ

স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাট পৌর শহরে বিল পাড়ের ভূয়া কমিটি দেখিয়ে মসজিদের ১ টন গম আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ প্রকাশ চুনারুঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বিল পাড় গ্রামের জনৈকি আমিরিকান প্রবাসীর সহযোগীতায় একটি মসজিদ নির্মাণ হয়। ওই মসজিদের উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর বিষেশ বরাদ্দ থেকে ১টন গম প্রদান করেন। মসজিদ কমিটির সভাপতি আঃ হেকিম এবং ভাই আব্দুস ছামাদের ছেলে আঃ আজিজ ও গ্রামের ২ জনের ভূয়া স্বাক্ষর দেখিয়ে ১ টন গম উত্তোলন করেন মর্মে গ্রামের ৩৫ জন মসল্লী মসজিদের পক্ষে অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর দায়ের করেন।

প্রকাশিত সবাদের প্রতিবাদ

সাপ্তাহিক প্রথম সেবা’য় প্রকাশিত গত ৯ জনু,২০১৪ইং মুক্তি তৃষিতা সিনহ্া পিতাঃ ব্রজকিশোর সিংহ, মাতা- বাসনা সিনহ্া, সাং ভান্ডারীগাঁও, ইসলামপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার, হিন্দু সনাতন ধর্ম গ্রহন করেছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। প্রকাশিত যে, মোঃ রুমী তরফদারের পুত্র মোঃ জাকির তরফদার সাং ফুলবাড়ী, চুনারুঘাট সাথে প্রনয়েনর কারণে তো দূরে থাক মুক্তি ও জাকিরের জীবনে দেখা পর্যন্ত হয় নাই। নোটারী পাবলকের দ্বারা কৃত গত ১-৪-১৪ ইং হবিগঞ্জে এফিডেভিটটি তাও ভিত্তিহীন মিথ্যা এবং ষড়যন্তমূলক। বিনিত ব্রজকিশোর সিংহ

পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ ॥ একই জমি দু’জনকে দলিল করে দেয়ার অভিযোগ

স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুর নূরের ছেলে আব্দুর রউফদের বিরুদ্ধে একই জমি দু’বার রেজিষ্ট্রারীর অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, পারিবারিক জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ সহোদর ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে সৈয়দ লিয়াকত হাসান, ইউপি সদস্য কেরামত আলী, কাউছার বাহারসহ শতাধিক লোকজন বার বার বিচার শালিস করে ব্যর্থ হয়। পরে চুনারুঘাট থানার ভারপ্তাত কর্মকর্তা ওসি অমূল্য কুমার চৌধুরীর একান্ত প্রচেষ্টায় পারিবারিক জমি সংক্ষান্ত বিরোধ নিস্পতি হয়। সকল স্থাবর অস্থাবর সম্পিতর মধ্যে আঃ রউফকে ৩ কেয়ার ধান্য জমি ও ২ লক্ষ টাকা নগদ দেওয়ার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক নিজ বাড়ি ৮ শতক ৩৩ শতাংশে জমি সহোদর আঃ কাইয়ূম ও আঃ লতিফের নামে লিখে দেওয়ার সদ্ধান্ত হয়। গতকাল ...

চুনারুঘাটে তুচ্ছ ঘটনায় পিতা- পুত্রকে পিটিয়েছে একদল দূর্বৃত্ত

স্টাফ রিপোর্টার ॥ ট্রাক্টরে করে দেরীতে আনার কারনে একদল দূর্বৃত্ত বাপ-ছেলেকে পিটিয়ে আহত করেছে। জনাযায়, গত শনিবার সকালে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজার থেকে জারুলিয়া গ্রামের মরম আলীর পুত্র আজমান মিয়া ট্রক্টরে করে ইছালিয়া ব্রীজের আসতে চায় একটু দেরী হওয়ার কারনে আজমান ক্ষিপ্ত হয়। ট্রাক্টর হেলপার জামাল মিয়ার উপর । এ নিয়ে দুপুরে ইয়ালিয়া ব্রীজের কাছে আজমান,মন্নান ও উজ্জল মোঃ জামাল মিয়াকে বেধরক মারপিট করে। পিতাঃ আঃ মালেক মিয়া (৩৬) এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এতে আঃ মালেকের একটি আঙ্গুল ভেঙ্গে যায়। স্থানীয়রা বাপ ছেলেকে আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

হবিগঞ্জে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে সদর ও লাখাই উপজেলার ২ হাজার ৯শ জন প্রান্তিক ও দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে গতকাল রবিবার বিকেলে কৃষি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই সার ও বীজ বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিস কর্তৃক তালিকাভুক্ত ২ হাজার ৯শ জন কৃষকের মাঝে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে রোপা আমন ...