Daily Archives: July 10, 2014

ফুটবল নিয়ে মাঠে চমকের পর চমক

এবার ফুটবল নিয়ে অদ্ভূত এক কাণ্ড ঘটিয়ে সবাইকে চমকে দিলেন বাংলাদেশের এক ব্যক্তি। বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে ১০০ ও ৫০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে ব্রাজিল সমর্থক থেকে আর্জেন্টিনা সমর্থক হলেন নড়াইলের মহিষখোলার মশিউর রহমান মঞ্জু (৪০)! গত বুধবার দুপুরে তিনি নড়াইল জজকোর্টের অ্যাডভোকেট অলোক ভট্টাচার্যের মাধ্যমে সজ্ঞানে ও তার বিশ্বাসমতে ব্রাজিল ফুটবলদলের সমর্থক থেকে আর্জেন্টিনা ফুটবলদলের সমর্থক হয়েছেন! মঙ্গলবার রাতে জার্মানির কাছে ব্রাজিল ফুটবল দলের করুণ পরাজয়ের পর মনোকষ্টে তিনি এই সিদ্ধান্ত নেন। মঞ্জু অঙ্গীকারনামায় উল্লেখ করেন, ‘আমি ফুটবল দলের সমর্থনকারী হিসেবে শুরু থেকেই বিশ্ব ফুটবলের অন্যতম দল ব্রাজিলিয়ান ফুটবলদলের সমর্থক। আমি খেলা পরবর্তী দীর্ঘ সময় মনের সঙ্গে যুদ্ধ করে এই মর্মে অঙ্গীকার প্রদান করিতেছি যে, এখন থেকে আমি আর্জেন্টাইন ফুটবল ...

আর্জেন্টিনায় ব্রাজিল ফের উৎসবমুখর

 আলোকিত ডেস্ক প্রথম সেমিফাইনালের পর পাল্টে গেছে ব্রাজিলের আনন্দ-উৎসবের আঙ্গিক। স্বাগতিক দেশের ফুটবলপ্রেমীরা বুধবার বিকেলে কান্নাভেজা চোখে এদিক-ওদিক ঘুরছেন; থেকেছেন নির্লিপ্ত। ফুটবল প্রাচুর্যের তীর্থভূমিতে ফের উন্মাদনা উৎসুক ভক্তদের প্রবাহ ফিরে এসেছে দ্বিতীয় সেমিফাইনাল শেষেই। এক দিনের ব্যবধানে সৃষ্টি হওয়া বৈরী বাতাবরণে উৎসবমুখরতা এনে দিয়েছে আর্জেন্টিনা। তবে ব্রাজিলবাসী কিন্তু থেকে গেছে তাদের নিজস্ব গতিপথেই। সার্জিও রোমেরোর কাঁধে চড়ে দুই যুগ পর স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোন দল গোল না পাওয়ায় ট্রাইব্রেকারে গড়াই হল্যান্ড-আর্জেন্টিনার মধ্যকার খেলা। আর এতেই ২-৪ গোলে হল্যান্ডকে হারিয়ে দুই যুগ পর ফাইনালের দড়জায় পা রাখলো ম্যারাডোনার দেশ। তবে আর্জেন্টিনার মূল নায়ক আজ রোমেরো। হল্যান্ডের দুই গোল ঠেকিয়ে দিয়ে দলকে বিশ্ব চ্যাম্পিয়নের দোড় গোড়ায় পৌঁছে ...

চুনারুঘাটে গৃহবধূকে র্ধষনরে চষ্টোয় নারী ও শশিু আদালতে মামলা

চুনারুঘাট উপজলোর রহমিপুর গ্রামরে এক গৃহবধূকে র্ধষনরে চষ্টোর ঘটনায় হবগিঞ্জরে নারী ও শশিু নর্যিাতন দমন বশিষে আদালতে মামলা দায়রে করা হয়ছে।ে গত ১৯ জুন এ আলোচতি মামলাটি দায়রে করছেনে উপজলোর রহমিপুর গ্রামরে ছুরত আলীর স্ত্রী লপিি আক্তার । জানাযায়, গত ১৬ জুন রাত ১২ টার দকিে উপজলোর রহমিপুর গ্রামরে মোঃ ছুরুত আলীর ঘরে প্রবশে করে তার স্ত্রী লপিি আক্তার (২৪)কে র্ধষনরে চষ্টো চালায় একই গ্রামরে আঃ নূরে ছলেে আঃ রউফ,আঃ মন্নান,আঃহামদি,আঃ জাহরি গং । মামলার ববিরনে জানাযায়,ইতপর্িূবে আঃ মন্নান ওই গৃহবধূর ঘরে প্রবশে করয়িা শীলতাহানরি চষ্টো চালায়। ঘটনার দনি ও তারখিে আঃ রউফ গৃহবধূর লপিি আক্তাররে ঘরে প্রবশে করয়িা র্ধষনরে চষ্টো চালায়। গৃহবধূর শোর চৎিকারে এলাকাবাসী লম্পট আঃ রউফকে হাতনোতে ...

চুনারুঘাটে দুই সন্তানের জননী পাষন্ড স্বামী কর্তৃক নির্যাতনের স্বীকার

মোঃ ফারুক মিয়া ॥ চুনারুঘাটের পল্লীতে দুই সন্তানের জননী তাছলিমা আক্তার মিতা (৩২) কে এলোপাতারী মারধর করে আহত করেছে পাষন্ড স্বামী জাহাঙ্গীর মাস্টার। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পীরেরগাঁও গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাছলিমা আক্তারকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার পীরেরগাঁও গ্রামের ছইব উল্লার ছেলে ও গাতাবলা মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর মিয়া মাস্টার তার স্ত্রী তাছলিমা আক্তার মিতা (৩২) কে বিভিন্ন সময় ভিন্ন অযুহাতে মারধর করে আসছিল। এক পর্যায়ে ওই দিন সকালে জাহাঙ্গীর মাস্টার তার স্ত্রীকে এলোপাতারী মারধর করে। এ সময় তাছলিমা আহত হয়। আহত অবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য যে, প্রায় ৬/৭ বছর পূর্বে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সলুয়া গ্রামের আব্দুল ...

চুনারুঘাটে সেবা ডায়াগনষ্টিক সেন্টারের ইফতার মাহফিল অনুষ্টিত

সুখ দেব নাথ ॥ চুনারুঘাটে সেবা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চুনারুঘাট উত্তর বাজারস্থ সেবা ডায়াগনষ্টিক সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ডাঃ এ এইচ এম আই মামুন, ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ টিএম নাহিদুল আলম, ডাঃ নজরুল ইসলাম, সেবা ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক (প্রশাসন) ডাঃ মুসলিম উদ্দিন, দি স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক (প্রশাসন) ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি ...