Daily Archives: July 19, 2014

হবিগঞ্জে ফরমালিনযুক্ত আম বিক্রি করায় দুটি ফলের আড়তকে জরিমানা………………..

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ফরমালিন যুক্ত আম বিক্রির অপরাধে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার দুটি ফলের আড়তকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. এ কে এম সাইফুল আলম এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জান যায়, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার শাহ আলমের ফলের আড়তে আম পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়ায়  তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার সিজিল মিয়ার আড়তের আমেও ফরমালিনের অস্থিত্ব পাওয়া যায়। তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তার দোকান থেকে ৬০ কেজি আম জব্দ করে পার্শ্ববর্তী খোয়াই নদীতে নিক্ষেপ করে।

করাঙ্গী নদীতে বাধ না থাকায় বর্ষায় ৩০টি গ্রামের ফসল জমি পালবিত হয় বিপর্যের মুখে

কাজী মাহমুদুল হক সুজন ॥ সরকার আসে সরকার যায় কিন্তু করাঙ্গীর বাধ নির্মান হয়না। মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেতই বাধ নির্মানের আশ্বাস দেন। আশায় বাধে করাঙ্গী নদীর দুপাশের বাসিন্দার। কিন্তু সেই আশা পূরন হয় না। আর কখন হবে তাও তারা জানেনা। বিধায় করাঙ্গী দু’ কোলের মানুষের সকল ফসল তলিয়ে নিয়ে যায়। নিয়ে যায় হাস, মোরগ, গরু, ছাগল ও অনেক কৃষকের ঘর বাড়ী। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন  চুনারুঘাট উপজেলাবাসীর সাটিয়াজুরীর ইউনিয়নের ৩০টি গ্রামের বাসিন্দার। জানাযায়,উপজেলার দক্ষিনাঞ্চলে সীমান্তেঘেষে করাঙ্গী নদীটির প্রবেশ করে মিরাশী রানীগাও সাটিয়াজুরী ইউনিয়ন দিয়ে বয়ে হবিগঞ্জ ভাটি এলাকায় পবেশ করে। বর্ষার মৌসুমে নদীট ধানব মুক্তি রুপ করে উজান থেকে নেমে আসা পানিতে নিমজ্জিত হয় ...

চুনারুঘাটে ছাগল বিক্রেতার ঘুষিতে ইজারাদার নিহত

 স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চান্দপুর ছাগল হাটে ছাগল বিক্রেতার ঘুষিতে ইজারাদার ইয়ার মোহাম্মদ নিয়াজ(৪৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, উপজেলার চান্দপুর ছাগল হাটে শাইলগাছ গ্রামের মৃত হুসেন আলীর ছেলে তাজুল ইসলাম ছাগল বিক্রি করতে আসে। ছাগল বিক্রির রশিদ কাটা  নিয়ে ইজারাদার নিয়াজের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে বিক্রেতা  তাজুল তাকে কিল ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই নিয়াজ প্রাণ হারায়।চুনারুঘাট থানার দারোগা কবির মিয়া  সুরত হাল শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। স্থানীয় জনতা তাজুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে। স্থানীয় লোকজনের মতে, নিহত ইয়ার মোহাম্মদ হৃদরোগে আক্রান্ত ছিল। নিহতের আত্মীয় স্বজনের দাবি তাকে হত্যা করা হয়েছে।

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন….. এডভোকেট মাহবুব আলী এমপি

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ ৪ (মাধবপুর-চুনারুঘাট) সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন আন্তজার্তিক পরিমন্ডলে সরকারের সুনাম বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিনত করার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার আন্তরিক ভাবে কাজ করছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন। উন্নত মানের সুগন্ধি চাল  বিদেশে রপ্তানি হচ্ছে। এ সরকার কৃষক বান্ধব হওয়ায় সারেরর জন্য এখন কোনো কষক গুলি খেয়ে মরতে হয় না। কালের আবর্তে সভ্যতার বিকাশ, শিল্পায়ন, ও নগরায়নের ফলে ভেষজ, ফলদ দেশী গাছ পালা এখন হারিয়ে গেছে। ভেষজ গাছ আগে মানুষের রোগ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হত। গাছ পালা না থাকায় পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ কার্বনডাই অক্সইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহন করে। এই অক্সিজেনের মূল উৎস হচ্ছে ...

  ঈদকে সামনে রেখে হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিরা বেপরোয়া

খন্দকার আলাউদ্দিন ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জের সীমান্তে চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। হাটবাজারগুলোতে আসতে শুরু করেছে কাপড়সহ ভারতীয় পণ্য। এসব পণ্যের প্রচুর চাহিদা থাকায় ঈদ এলেই চোরাকারবারিরা সীমান্তে ব্যাপক তৎপরতা চালায়। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকায় তাদের মদদ যোগাচ্ছে আইনশৃংখলা বাহিনীর কিছু অসাধু সদস্য। চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্ট মাধবপুর বাজারের ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তরক্ষী ও পুলিশের সহায়তা ছাড়া এ ব্যবসা সম্ভব নয়। চোরাকারবারিরা স্থানীয় কিছু লোককে নির্ধারিত মজুরি দিয়ে ভারত থেকে মালামাল আনা নেয়া করে। এসব দিনমজুর জনপ্রতি দৈনিক মজুরি হিসেবে ১শ থেকে ২শ টাকা পায়। চোরাকারবারিরা মালামাল প্রথমে নিজেদের বাড়িতে নির্ধারিত গোদামে জমা রাখে। পরে সুযোগ বুঝে সেখান থেকে ...