চাঁদা তোলা হচ্ছে ॥ মুছিকান্দি পূর্বপাহাড় দখলে চাই

স্টাফ রিপোর্টার ॥ মুছিকান্দি পূর্ব পাহারের সরকারী খাস জমি দখল রক্ষা করতে হবে। এই বিশাল ভূমি কারও পৈত্রিক ভিটা বা সম্পদ নয়। তবুও এই ভূমি নিয়েই চলছে ভিটা ও বাস্থানহারা মানুষের জীবিকা নির্বাহ। পথেরে কাটা হয়ে দাড়িয়েছে একটি ভক্ষনশীল পক্ষ। যেখানে গরীব অসহায় সম্বলহীন মানুষের ওই ভূমিতে অংশ পাওয়ার কথা এর সিংহভাগ অংশই জুড়ে দখল করে নিয়েছে প্রভাবশালী জনপ্রতিনিধিরা। অথচ সরকারী কোষাগারে নির্ধারিত অর্থ দিয়েই বনের সুুবিধা নিতে পারছেনা লিজধারী ব্যক্তিরা । এখন এলাকার মানুষ সরকারের ওই জমি রক্ষার ভিক্ষুক সেজেছেন। তারা অনেক টাকার জোগান দিতে গিয়ে চাঁদা তুলছেন । কিছু সংখ্যক অসহায় মানুষের ভিটে ঠিকে রাখার শ্লোগানকে সামনে রেখে তারা নিজেদের আখের গুচাচ্ছেন। এ দিকে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর এর নির্দেশ সংশ্লিষ্ট ভূমি অফিস মুছিকান্দি পূর্ব পাহারের কাদের দখলে কি পরিমান জমি রয়েছে এ তালিকা প্রস্তুত করেছে। অপর দিকে ভূমিহীন মানুষজন বছরের পর বছর বসবাসকারী ভিছে পাওয়ার জন্যজেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। আপর দিকে ৮৮৪.৫৩ একর জমি বন্ধোবস্তোর সকল প্রক্রিয়া সমস্ত করেছে খোয়াই টি এন্ড এগ্রো লিঃ কোম্পানী । কোম্পানীর ডিরেক্টর বকুল পাল জানান, আমরা কারও ভিটে বাস্তুহারা উচ্ছেদে বিশ্বাসী নই। মুছিকান্দি পূর্বপাহারে ১৩৮১ একর ভুমি রয়েছে। এরই মধ্যে খোয়াই এগ্রো লিঃ লিজ নিয়েছে ৮৮৪.৬৩ এর। বাকী রয়েছে ৪৯৭ একর। মুছিকান্দি পূর্ব পাহারে ভিঠে রাস্তা হারা পরিবার গুলোকে সরকারের ওই ভুমিতেই আবাসনের ব্যবস্থা করা যাবে। মূলত পূর্বাঞ্চলের প্রভাবশালী মহলগুলোতে নিয়ন্ত্রন রয়েছে। ৬/৭ শ একর জমি। তারা বছরের পর বছর সরকারে খাজনা বিহীন ওই জমি জোর পূর্বক দখল করে আসছে। কেহ লেচু, কাঠাল, বাগান, তৈরী করছে। আবার কেউ গাছ গাছালীর বাগান তৈরী করফে। ধান চাষ করে অনেকই বনে গেছে লাখ টাকার মালিক।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *