বাহুবল উপজেলা পরিষদে চুরি হোন্ডাসহ আটক-২ চোর

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদ কমপে¬ক্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। পুলিশ মালামালসহ দুই চোরকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৯ জুলাই) দ্বিবাগত রাত আড়াইটার দিকে। আটককৃতরা হলো বাহুবল উপজেলার করিমপুর গ্রামের আমির হোসেন-এর পুত্র জসিম উদ্দিন (২৪) ও সাতকাপন গ্রামের মৃত আব্দুল হাফিজ-এর পুত্র শাহীন আহমেদ (১৯)। পুলিশ জানায়, বাহুবল উপজেলা পরিষদ কমপে¬ক্স-এর দু’টি গেইটের মাঝামাঝি স্থানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এ অফিসে একটি মোটরসাইকেল, কম্পিউটার, ফটোস্ট্যাট মেশিনসহ বেশ কিছু মূল্যবান মালামাল রয়েছে। শনিবার দ্বিবাগত রাত আড়াইটার দিকে অফিসের দুটি থালা কেটে চোরেরা অফিসে প্রবেশ করে। এ সময় চোরচক্রের সদস্যরা অফিসের মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয়। বিষয়টি বাহুবল মডেল থানার টহল পুলিশের নজরে আসে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইয়াছিনুল হক ও এসআই মোজাম্মেল-এর নেতৃত্বে একদল পুলিশ চোরদের ধাওয়া করে। উপজেলা সদর সংলগ্ন ঢাকা-সিলেট মহা-সড়কের মৌচাক পয়েন্টে পুলিশ চোরদের আটক করতে সক্ষম হয়। এ পুলিশ তাদের কাছ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মোটরসাইল ও একটি গ্রীল কাটার মেশিন উদ্ধার করে। গতকাল রবিবার উপজেলা শিক্ষা অফিসের নাইটগার্ড আব্দুল হান্নান বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক বলেন, সেহেরির আগ মুহূর্তে চোরেরা মাধ্যমিক শিক্ষা অফিসে হানা দিলেও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সফল হতে পারেনি। পুলিশ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা কমপে¬ক্স-এর নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়া শুরু করেছি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *