সেচ ব্যবস্থার বিঘ্ন ঘটায় উৎপাদন হ্রাসের আশংকা……….

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান ও তার ফাঁড়ি রঘুনন্দন চা বাগানে বারবার ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এমনকি চোরেরা মটরসহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরিরও চেষ্টা করে একাধিকবার। এই ঘটনায় বাগানের ম্যানেজম্যান্ট উদ্বিগ্ন। বিদ্যুতের সমস্যায় সেচ কাজসহ বাগানের বিভিন্ন কার্যক্রমে বিঘœ ঘটায় বাগানের উৎপাদন হ্রাসের আশংকা করছেন তারা। এ ব্যাপারে বারবার মামলা করার পরও কোন প্রতিকার হচ্ছেনা। দেউন্দি চা বাগান সূত্রে জানাযায়, গত ২ আগস্ট রাত দেড়টায় বাগানের ১৭নং সেকশনে অবস্থিত পাম্প হাউজে থাকা ৫ লক্ষ টাকা মূল্যের ৩টি ট্রান্সফরমার চুরি হয়। ঘটনার সময় েে এরপর পৃষ্ঠা-২ সেখানে ডিউটিতে ছিল চৌকিদার অর্জুন কালিন্দি ও দুলাল মাল। তারা চোরদেরকে বাধা দিলে চোরোর হাতে থাকা অস্ত্র দিয়ে চৌকিদারদেরকে ভয় দেখিয়ে ট্রান্সফরমার তিনটি নিয়ে যায়। এ ব্যাপারে বাগানের সহকারী ব্যবস্থাপক দেবাশীষ রায় ,হলহলিয়া গ্রামের কাসেম আলী(৫০)সহ অজ্ঞাত নামা ৭/৮জনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
এদিকে গত ২৫ জুলাই রাত সাড়ে ৩টায় দেউন্দি চা বাগানের ফাঁড়ি চা বাগান রঘুনন্দন চা বাগানের ৮ নং সেকশনে অবস্থিত গভীর নলকূপ ও এল এল পি পাম্প হাউজের ২টি ২৫কেভিএ ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য সাড়ে ৪ লাখ টাকা। এছাড়াও চোরেরা ২০ হাজার টাকা মুল্যের তামার তারও চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বাগানের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ হোসেন চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
একই বাগানে গত ৭ ফেব্র“য়ারী ভোর ৪টায় ৮নং সেকশনের পাম্প হাউজের একটি ৫০ ঘোড়ার মোটর লাইন থেকে কেটে ফেলে চোরেরা। পরে বাগানের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে চোরেরা মোটরটি ফেলে রেখেই পালিয়ে যায়। মোটরটির মুল্য ৫ লক্ষ টাকা।
দেউন্দি চা বাগানের সহকারী ব্যবস্থাপক দেবাশীষ রায় জানান, বাগানে প্রায়ই এ ধরনের চুরির ঘটনা ঘটছে। এ ব্যাপারে মামলা হলেও কোন লাভ হচ্ছেনা। চোরেরা আইনের ফাঁক গলে মুক্তি পেয়ে আবারও নেমে যায় চুরিতে। এধরনের ঘটনায় বাগানের যেমন আর্থিক ক্ষতি হচ্ছে তেমনিভাবে উৎপাদনও বাধাগ্রস্থ হচ্ছে। এ ধরনের চলতে থাকলে হুমকির মুখে পড়বে দেশের চা শিল্প। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ২৫ জুলাইর ঘটনায় ২জন আসামীকে ধরাও হয়েছিল। বাগানের লোকজন জড়িত থাকায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *