Daily Archives: August 16, 2014

আবার বাড়ছে জ্বালানি তেলের দাম

স্টাফ রিপোর্টার ॥ আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই প্রথম জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগ। এর আগের মেয়াদে ৫ বার জ্বালানি তেলের দাম বাড়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। আগামী মাসেই দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এবার প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দাম বাড়ানো নয়, সমন্বয়ের চিন্তা করা হচ্ছে। আর জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের ব্যর্থতা ঢাকতেই দাম বাড়ানোর পরিকল্পনা হচ্ছে। সূত্র জানায়, বিশ্ববাজারে অস্থিরতা এবং আমদানির ওপর শুল্ক বাড়ানোর কারণ দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে চলছে অস্থিরতা। এর প্রভাবে ...

মাধবপুরে পানতিে ডুবে দুই বোনরে মৃত্যু: স্বজনদরে আহাজারি

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে আপন দুই বোনের করুণ মৃত্যু ঘটেছে। নিহতরা হলো- কালিকৃষ্ণপুর গ্রামের শামিম মিয়ার মেয়ে সুমনা আক্তার (৮) ও রোমনা আক্তার (৬)। দুই সন্তানকে হারিয়ে মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এক সাথে দুই বোনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে দুই বোন সুমা ও রুমার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভেসে উঠে। এ দৃশ্য দেখে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর জানান, বিকেলে সুমা ও রুমা পুকুরের পাশে খেলা করছিল। তাদের ধারণা খেলা করার এক পর্যায়ে তারা পুকুরে নামলে সাঁতার ...

বানিয়াচং-এ বিশ্বকবি রবীন্দ্রনাথের ৭৩তম প্রয়ান দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি ॥ গত ৬ আগষ্ট বুধবার বিকাল ৩ ঘটিকায় বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩ তম প্রয়ান দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউ.পি গণকেন্দ্র পাঠাগার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বাংলদেশ সহ ৩ দেশের জাতীয় েে এরপর পৃষ্ঠা-২ সঙ্গীতের রচয়িতা ও কাব্য, সঙ্গীত, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমনকাহিনীসহ বাংলা সাহিত্যিকে বিকশিত করতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবদানের বিষয়ে ২৫ জন বক্তা আলোচনায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে কবি গুরুর রচিত গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বাহুবলে জয়ন্তিকা ট্রেনে ঢিল ১ জন আহত

বাহুবল প্রতিনিধি ॥ আন্তনগর জয়ন্তিকা ট্রেনে হবিগঞ্জের সাটিয়াজুড়ি-লস্করপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জগামী যাত্রী মোঃ সেলিম মিয়া(৩২) আহত হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের গৌরাঙ্গের চক গ্রামে। গতকাল রোববার বেলা পৌনে ১২টার দিকে েে এরপর পৃষ্ঠা-২ সাটিয়াজুরী-লস্করপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।  আহত সেলিমকে শায়েস্তাগঞ্জের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সেলিমের সঙ্গে থাকা মোমিন মিয়া জানান, তারা শ্রীমঙ্গল থেকে জয়ন্তিকা ট্রেনে করে শায়েস্তাগঞ্জে যাচ্ছিলেন। ট্রেনটি সাটিয়াজুড়ি রেলস্টেশন ক্রস করে লস্করপুর রেলস্টেশনের কাছাকাছি পৌছালে হঠাৎ রাস্তা থেকে কে বা কারা ট্রেন লক্ষ্যকরে পাথর দিয়ে ঢিল ছুড়ে মারে। এতে জানালার পাশে বসা সেলিমের মাথায় পাথর পড়লে ফেটে যায়। শায়েস্তাগঞ্জের স্থানীয় চিকিৎসক নাজির হোসেন জানান, পাথরের আঘাতে ...