Daily Archives: August 19, 2014

হবিগঞ্জে এবারও বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজ শীর্ষে

এম,এ, মমিন ॥ এবারও হবিগঞ্জ জেলায় বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে পাশের হারে শীর্ষে রয়েছে। সুফিয়া মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছালামত আলী খান জানান, এইচএসসি পরীক্ষায় ১শত ৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে তন্মধ্যে ০১ জন অকৃতকার্য্য হয়েছে। ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯.২৯%। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০২ সালে কলেজ প্রতিষ্ঠার কাল থেকেই ফলাফলের ক্ষেত্রে শীর্ষে অবস্থান অব্যাহত রয়েছে বলে প্রকাশ। কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন খান ওবিই ফলাফল অনলাইনে দেখে আল্লাহর নিকট শোকরিয়া আদায় করে ফোনে বলেন এ অর্জন কলেজের শিক্ষক, ছাত্রী-অভিভাবক ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টার প্রতিফলন এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট শিক্ষাবোর্ড ২০১৪ সালের এইচ.এস.সি পরীক্ষায় শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ থেকে চূড়ান্ত পরীক্ষায় ১৮৮ জন ছাত্রী অংশগ্রহণ করে ১৭৭ জন উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯৩.৭৮ %। কলেজের অভাবনীয় সাফল্যে কলেজের গভর্নিং বডির সভাপতি সাংসদ এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির উত্তীর্ণ সকল ছাত্রী, শিক্ষকমন্ডলী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আরো ভালো ফলাফলের জন্য নারী শিক্ষার উন্নয়নে জহুর চান বিবি মহিলা কলেজকে হবিগঞ্জ দক্ষিণাঞ্চলের মডেল কলেজ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মাধবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল ইসলাম কামাল সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় গাছ চুরির মামলা হয়েছে। মাধবপুর এলজিইডি অফিসের কার্যসহকারী আবু নাইম বাদী হয়ে এ মামলা করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ আগষ্ট বিকেলে ও রাতে চেয়ারম্যার শামসুল ইসলাম কামালের নির্দেশে ধর্মঘর এলাকার আহাদ, মধু, রঙ্গু সহ ১০/১২ জন যুবক হরষপুর-ধর্মঘর এলজিইডি সড়কের ১০ টি আকাশী প্রজাতির মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। এ ব্যাপারে গত ১৩ আগষ্ট রাতে এলজিইডি কার্য সহকারী আবু নাইম চেয়ারম্যান শামসুল ইসলাম কামালকে প্রধান আসামী করে থানায় অভিযোগ দিলে পুলিশ মামলাটি নথিভূক্ত করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ মামলার সত্যতা নিশ্চিত করে ...

নবীগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার ॥ হত্যা না আত্মহত্যা

এটিএম সালাম ,নবীগঞ্জ  থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রজনী গন্ধা কোয়াটারে প্রধান অফিস সহকারী সজল চন্দ্র দেব’র বাসা থেকে শনিবার সকালে অঞ্জনা রানী নম (১৬) নামের এক গৃহপরিচালিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্তা সজল দেব এ ঘটনাকে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা বলে দাবী করেছেন। পুলিশ ওই বাসার ড্রইং রোমের মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব, থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, আরএমও ডাঃ আব্দুস সামাদসহ একদল সংবাদকর্মীরা হাসাপাল কোয়াটারের ওই বাসায় ছুটে যান। নিহতের নাকে, মূখ দিয়ে রক্ত ঝড়ছিল। দেখতে অন্তত ২/৩ মাসের গর্ভবতী বলে ধারনা করা যাচ্ছে। ঘটনা সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের ...

অন্তহীন সমস্যায় জর্জরিত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল

হবিগঞ্জ প্রতিনিধি ॥ মান্ধাতা আমলের জরাজীর্ণ যন্ত্রপাতি দিয়ে চলছে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার কাজ। রয়েছে পেট্রোলচালিত একটিমাত্র অ্যাম্বুলেন্স। সেটিও লক্কর-ঝক্কর হয়ে পড়েছে। প্রয়োজনীয় মালি, সুইপার, আয়া থাকলেও পরিচ্ছন্নতায় রয়েছে চরম গাফিলতি। আর সিট সমস্যা তো আছেই। রোগীর চাপে মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ফলে জেলার চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৮ লাখ জনসংখ্যা অধ্যুষিত জেলার একমাত্র উন্নত চিকিৎসাকেন্দ্র এ হাসপাতাল। এখানে রোগীর সিট রয়েছে মাত্র ১০০টি। অথচ এ হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি হয় কয়েকশ। প্রায় সময়ই মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দিতে হয়। এতে রিতিমতো হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। হাসপাতালটিতে রোগ নির্ণয়ের জন্য রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করতে যেসব যন্ত্রপাতি রয়েছে তার সবগুলোই মান্ধাতা আমলের এনালগ সিস্টেমের। ডিজিটাল যুগে ...