Daily Archives: August 28, 2014

সাকিবের দলবদল বিসিবি-সিসিডিএমের পাল্টা বক্তব্য..

স্টাফ রিপোর্টার  সদ্য শাস্তির মেয়াদ কমানো সাকিব আল হাসানের ঢাকা প্রিমিয়ার লিগে দলবদলের ইস্যু নিয়ে বিপরীত অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড় হয়েও নিষেধাজ্ঞার কারণে পুলে ছিলেন না সাকিব। যে কারণে দ্বিতীয় ধাপে নিয়ে সংকট তৈরি হয়েছে। গত মঙ্গলবার বোর্ড সভাশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আগামী ২ দিন দলবদল-প্রক্রিয়া রয়েছে। সেখানে সাকিব কোন প্রক্রিয়ায় দলবদলে অংশ নেবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সিসিডিএম। বাইলজে যা যা আছে, সেভাবেই সাকিব দলবদল-প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।’ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আমাদের সময়কে বলেন, ‘সাকিব বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড়। সে পুলের খেলোয়াড়। কীভাবে দলবদলে অংশ নেবে সাকিব, তার সিদ্ধান্ত নেবে ...

মাধবপুরে আসামীদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় বাদী ও স্বাক্ষীরা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আব্দুল হাই হত্যা মামলার আসামীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও স্বাক্ষীরা। মামলার কিছু আসামী জামিনে এসে ও কিছু আসামী চার্জশীট থেকে নাম কাটিয়ে নির্ভয়ে মামলার বাদী ও স্বাক্ষীদের মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রত্যক্ষ স্বাক্ষী নিহত আব্দুল হাইয়ের চাচাতো ভাই হোসেন আলী বাদী হয়ে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি দরখাস্ত মামলা দায়ের করেছেন। দরখাস্ত সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আব্দুল হাই প্রতিপক্ষ প্রতিবেশী দ্বারা ৩১ জানুয়ারী ২০১৪ ইং নির্মমভাবে খুন হন। খুনের ঘটনায় আব্দুল হাইয়ের ছেলে জসীম উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষের জসীম উদ্দিন, আব্দুলা মিয়া, তপসীল মিয়া, আউয়াল মিয়া, জুবায়ের মিয়া, মমিন, জাহেদ, সাইফুর, ...

ভারতেও সেবার ক্ষেত্রে হবিগঞ্জ জেলাবাসী অগ্রাধিকার পাবে

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে ভারতে কলকাতার বাংলাদেশ হাইকমিশনে ফাষ্ট সেক্রেটারী পদে বদলী করা হয়েছে। কলকাতার হাইকমিশনে যোগদানের প্রস্তুতির লক্ষ্যে আজ মঙ্গলবার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম হবিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিরুল কায়সার-এর নিকট দায়িত্ব হস্তান্তর করে বিকালে হবিগঞ্জ ত্যাগ করছেন। ইউএনও সাইফুল ইসলামের বদলী উপলক্ষ্যে গতকাল বিকালে পইল ইউনিয়নবাসী আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ আহমদুল হক। পইল বিপিন চন্দ্র পাল স্মৃতি পাঠাগার-এর হলরুমে অনুষ্টিত বর্ণাঢ্য সংবর্ধনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করেন যথাক্রমে হাফেজ সাইদুর রহমান ও প্রধান শিক্ষক সরোজ কিশোর আচার্য্য। বিদায় অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জুয়েল ও ...

ক্লাস বর্জন করে এমপি আবু জাহিরের কাছে বিচার দাবি করলো শিক্ষার্থীরা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভায় ছাত্র-শিকের উপর হামলার ঘটনার নিন্দা জ্ঞাপন করা হয়েছে। গত পরশু সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল পরিচালনা কমিটির সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে ও প্রধান শিক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ নিন্দা জ্ঞাপন করা হয়। এছাড়া হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি জালাল আহমেদ, আলহাজ্ব এনামুল হক, আব্দুল মতিন, আব্দুল আজিজ ইউনুছ, শিক প্রতিনিধি শেখ কামাল উদ্দিন, শাহ্জাহান কবির, লিপিকা রায় প্রমূখ। সভা শেষে এমপি আবু জাহির সভাস্থল ত্যাগ করার সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাস বর্জন করে এমপির কাছে ছাত্র-শিকের উপর হামলার ঘটনার বিচার ...

যক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত.

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে যক্ষা বিষয়ক এ্যাডভোকেসী ও ডিসিমিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এইচ আই মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবি কেয়ার-২ এর জেলা টিম কো-অডিনেটর তাপস বাড়ই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ে এরপর পৃষ্ঠা-৩ লিটন, টিবি কন্ট্রোল সুপারভাইজার মোঃ আতাউর রহমান, জেলা প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন টিবি কন্ট্রোল এসিসটেন্ট পিটার বাড়ই, প্রোগ্রাম এসিসটেন্ট ম্যানুয়াল ডায়াস,  প্রোগ্রাম অফিসার মোঃ চিশতীয়া আলম, আব্দুল হান্নান, হারুনুর রশীদ চৌধুরী, বেনী মাধব দেব প্রমুখ।

৩শ’ ৭৩ হাওর এলাকার ভাগ্য বদলে ২৮ হাজার কোটি টাকার প্রকল্প..

হবিগঞ্জ প্রতিনিধি ॥ এবার হাওরাঞ্চলের উন্নয়নে প্রায় ২৮ হাজার কোটি টাকার ২০ বছর মেয়াদি 'উন্নয়ন মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। দেশের ৭টি হাওর অধ্যুষিত জেলার মধ্যে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ অন্যতম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সরকারসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা অফুরন্ত প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ভান্ডার এই হাওরাঞ্চলের উন্নয়নে নজর দিয়েছে। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশাল হাওরাঞ্চলের উন্নয়নে এবার 'মহাপরিকল্পনা' হাতে নিয়েছে। এই ৭টি জেলার মোট আয়তন ১৯ লাখ ৯৯ হাজার ৮০০ হেক্টর। আর ৭টি জেলায় বিদ্যমান হাওরের আয়তন ৮ লাখ ৫৮ হাজার ৪৬০ হেক্টর। অর্থাৎ এই ৭টি জেলার প্রায় অর্ধেক এলাকাই হাওর এবং ৭টি জেলায় ছোট-বড় মোট ৩৭৩টি হাওর রয়েছে। এসব হাওরাঞ্চল শত শত বছর ধরে যোগাযোগ অবকাঠামো, স্যানিটেশন, ...

চুনারুঘাটে জাতীয় পার্টির কমিটি গঠন.

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল ৫টায় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনায়েম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম.এ সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্র্টির সাবেক সাধারণ সম্পাদক কাউছার-উল-গণি, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব কাজল আহমেদ, কেন্দ্রীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মঞ্জুরুল হক মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য ...

সিএনজি চালককে মানবাধিকার কাউন্সিলের আর্থিক অনুদান.

সাটিয়াজুরী প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরীতে আহত সিএনজি অটোরিক্সা চালক বাচ্চু মিয়াকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে চুনারুঘাট পৌর শহরের একদল যুবক। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট উপজেলা শাখার সহযোগীতায় বাচ্চু মিয়ার পিতা আঃ শহীদ দুদু মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ওইসব যুবক টাকা সংগ্রহ করে মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট উপজেলা শাখার নিকট হস্থান্তর করে। গত বুধবার সকালে আহত সিএজি চালক বাচ্চু মিয়ার পরিবারের কাছে চিকিৎসার খরচ বাবদ সংগৃহীত টাকা গুলো তুলে দেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন। এ সময় উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ হাবিবুর রহমান মেম্বার, সাংবাদিক মোঃ হাসান আলী, মোঃ দুলাল মিয়া। যুবকদের মাঝে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আঃ মমিন ...

চুনারুঘাটে মানবাধিকার বিষয়ক কর্মশালা.

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট উপজেলা শাখার উদ্যেগে গত শনিবার দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা শাখার সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজনের সঞ্চালনায় প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন ঢাকা উত্তরা ইউনিভাসিটির আইন বিভাগের প্রভাষক ও মানবাধিকার কাউন্সিলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহাম্মদ। অন্যান্যদের মাঝে প্রশিক্ষন গ্রহণ করেন উপজেলা সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সহ-সভাপতি সাংবাদিক মোঃ হাসান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সহ-সভাপতি মোঃ আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক হাজী দুলাল, দপ্তর সম্পাদক আঃ রহিম শ্যামল, মহিলা সম্পাদিকা অল্লীকা দাশ, সহ-সম্পাদিকা শামছুন্নহার প্রমূখ।

হবিগঞ্জ সমাচার পত্রিকা..

  হবিগঞ্জ সমাচার পত্রিকায় চুনারুঘাটে ধান বিক্রির টাকা লুট শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা ভিত্তিহীন বানেয়াট উদ্দেশ্য প্রনোদিত ও মানহানীকর ঘটে। আসল ঘটনা হচ্ছে উপজেলার আব্দা ছালিয়া গ্রামের শামছু মিয়ার সাথে আমার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। শামছু মিয়ার ছেলে শামীম মিয়া আমার মেয়েকে রাস্তাঘাট উত্যঔ করে আসছিল। পরে আমি শামীমের বিরুদ্ধো একটি মামলা দায়ের করলে ১০ নং মিরাশী ইউপি চেয়ারম্যানসহ এলাকার বিশিষ্ট মূরুব্বীগন বিষয়টি শালিসে মীমাংসা করে দেন এবং ওই বৈঠকে শামছু মিয়াকে তার ছেলে শামীমের অপরাধের জন্য ২০ হাজার ঢাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর কোন দিন আমার মেয়েকে রাস্তাঘাটে উত্যক্ত করবে না বলে স¦রন লিপি দেয়। ঘটনার দিন ও ...