সিদ্ধান্ত বদল.

আসিফ আকবর বরাবরই নিজ সিদ্ধান্তে অটল থাকেন। প্রচণ্ড আত্মবিশ্বাসী এই শিল্পী ক্যারিয়ারের প্রথম থেকেই স্রোতে গা না ভাসিয়ে নিজের মতো করে চলেছেন। এগিয়ে নিয়েছেন আকাশছুঁই জনপ্রিয় ক্যারিয়ার। এভাবে সময় অনেক গড়িয়েছে। মাঝে পেরিয়েছে যুগ। চলমান পরিবর্তিত পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য পাল্টেছেন পুরনো সিদ্ধান্ত। সম্মত হয়েছেন অডিও অ্যালবামের পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণের। টানা প্রায় দশ বছর পর আসছে ঈদে এ তারকা তিনটি মিউজিক ভিডিও উপহার দেবেন দর্শক-শ্রোতাদের। আসিফ জানান, তার ২৯তম একক ‘এক্স প্রেম’-এর একটি এবং সর্বশেষ অ্যালবাম ‘জান রে’ থেকে দুটি গানের ভিডিও করছেন। তিনটি গানের শিরোনাম ‘প্রতিশোধ’, ‘জান রে’ এবং ‘আকাশের চাঁদ তুমি’। আসিফ বলেন, এতদিন আমি মিউজিক ভিডিওর বিপরীতে ছিলাম। কারণ, আমি এখনও বিশ্বাস করি গান হিট করানোর জন্য ভিডিও বড় ফ্যাক্টর হতে পারে না। গান শোনার বিষয়। দেখার নয়। অথচ চলতি সময়ের বেশির ভাগ শিল্পী-কুশলী মনে করেন মিউজিক ভিডিও না হলে গান চলে না! তাই তো চারপাশে এখন অডিও’র চেয়ে ভিডিও বানাতেই বেশি মনোযোগী সংশ্লিষ্টরা। আমার কথা এখনও স্পষ্ট। আগে অডিওটা যথাযথভাবে বানানো চাই। তারপর বোনাস হিসেবে ভিডিও হলে হতে পারে। অথচ এখন ভিডিওটাই মুখ্য, অডিওটা গৌন। মিউজিক ইন্ডাস্ট্রির এমন নীতির বিরুদ্ধে আমি আগেও ছিলাম এখনও আছি। তাহলে কেন দশ বছর পর আবারও মিউজিক ভিডিও করতে যাচ্ছেন আসিফ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন মিউজিক ভিডিও বানানোর টার্গেট নিয়ে কিন্তু আমি গানগুলো করিনি। গান তৈরির পর মনে হলো এই তিনটা গানের ভিডিও করা যেতে পারে। তাছাড়া এটাও সত্যি, এখনকার শ্রোতারা অডিওর পাশাপাশি ভিডিওটাও দেখতে চায়। আমি সেই প্রত্যাশাকে সমর্থন করি। এমনকি মিউজিক ভিডিওর বিপরীতে নিজের কট্টর অবস্থান থেকেও সরে এসেছি। তবে নীতিতে অটল আছি। আমি অডিও গানগুলো নিজের সর্বোচ্চ দিয়ে তৈরি করেছি। প্রকাশ করেছি। শ্রোতাদের ভাল সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতায় এবার ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, মিউজিক ভিডিও
করে নিজের চেহারা চেনানোর দরকার নেই আমার। আসিফ জানান, কক্সবাজার-কুমিল্লাসহ দেশের বিভিন্ন মনোরোম লোকেশনে এরই মধ্যে শুটিং শুরু হওয়া তিনটি গানের ভিডিও শেষ হবে এ সপ্তাহে। কোরবানি ঈদের উপহার হিসেবে মিউজিক ভিডিওগুলো প্রকাশ পাবে বিভিন্ন টিভি চ্যানেলে। উল্লেখ্য, ১০ বছর আগে ২০০৪ সালে আসিফের ‘উড়োমেঘ’ শিরোনামের একমাত্র গানের ভিডিওটি প্রকাশ হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *