নেইমার ঝলকে বার্সেলোনার জয়..

লা লিগার ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার ও বার্সেলোনার প্রাণভোমরা নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দলের পক্ষে দুটি গোলই করেছেন নেইমার।নেইমারের করা দুটি গোলেরই যোগানদাতা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।গতকাল রাতে ম্যাচটা বার্সার ঘরের মাঠ ক্যাম্প নউয়ে হলেও হলুদ আর লাল দাগের ‘অ্যাওয়ে জার্সি’ পরে খেলতে নামে বার্সেলোনা। কাতালুনিয়া প্রদেশের স্বাধীনতার সমর্থনে তাদের পতাকার রঙে তৈরি জার্সি পরেছিল মেসিরা। স্টেডিয়ামে উপস্থিত বার্সেলোনার সমর্থকদেরও হতাশ হতে হয়নি।ম্যাচটিতে জয় পেলেও প্রথম গোল পেতে ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাতালানদের। লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথম শুরু থেকে নেইমারকে খেলাননি কোচ লুইস এনরিখ। ফলে প্রথমার্ধে ধারালো কোন আক্রমণই রচনা করতে পারেনি বার্সার তারকারা। ম্যাচের ৪১ মিনিটে মেসি সহজ একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।এর আগে অবশ্য তরুণ মুনির আল হাদ্দাদি একাধিকবার সহজ গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন। ফলে গোল শূন্য ড্র অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।বিরতি থেকে ফিরে বল নিজেদের দখলে রাখলেও গোলের সুযোগ সৃষ্টি করতে পারছিলোনা বার্সা। শেষ পর্যন্ত ম্যাচের ৬৩ মিনিটে মুনিরের বদলি হিসেবে নেইমারকে মাঠে নামান কোন এনরিখ। ব্রাজিল সুপারস্টার মাঠে নামার সাথে সাথেই বার্সার আক্রমণের ধার বাড়ে। নেইমার মাঠে নামলে মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে উঠে। এই দুই জনের নেতৃত্বে একের পর এক আক্রমণ রচনা করতে থাকে বার্সা। এর ফল স্বরুপ ম্যাচের ৭৯ মিনিটে প্রথম বারের মতো বার্সাকে এগিয়ে দেন নেইমার।ডি বক্সের বাইরে থেকে দেওয়া মেসির দারুণ পাস দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান ব্রাজিলের নতুন অধিনায়ক।এর পাঁচ মিনিট পর দলকে আবারো এগিয়ে নেন ২২ বসর বয়সী এই তারকা। মাঝ মাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় ডি বক্সের ভিতর ডুকে পরেন মেসি। তারপর নেইমারের উদ্দেশে বল পাঠালে অসাধারণ দক্ষতায় দলের ও নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার।এরপর আর কোন গোল না হওয়াতে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *